বিকাশে এখন থেকে টাকা জমিয়ে ইন্টারেস্ট/লাভ নিয়ে আয় করুন
বিকাশে এখন থেকে টাকা জমিয়ে ইন্টারেস্ট/লাভ নিয়ে আয় করুন

বিকাশে এখন থেকে আমরা আমাদের টাকা নিরাপদে রাখার পাশাপাশি। বিকাশে একাউন্টে আমাদের জমিয়ে রাখা টাকার উপর বছরে ৪% পর্যন্ত ইন্টারেস্ট/লাভ পেতে পারি । তবে এই টাকা পাওয়ার কিছু নিয়ম আছে । যা মানলে আপনিও নিতে পাবেন বিকাশে টাকা জমিয়ে বিকাশ থেকে আপনার জমানো টাকার উপর ইন্টারেস্ট/লাভ নিতে।
দেখুন ইন্টারেস্ট/লাভের রেটঃ
উদাহরণ:
আপনি যদি আপনার বিকাশ একাউন্টে একমাস জুড়ে কমপক্ষে ১,০০০ টাকা রাখেন এবং ঐ মাসেই কমপক্ষে ২ টি লেনদেন করার পরেও যদি ঐ মাসে আপনার একাউন্টে গড় ব্যালেন্স ১,০০০ থেকে ৫,০০০.৯৯ টাকার মধ্যে থাকে তাহলে আপনি আপনার একাউন্টে রাখা ঐ মাসের গড় ব্যালেন্সের উপর ভিত্তিকরে ১.৫% হারে বাৎসরিক ইন্টারেস্ট/লাভ পাবেন।
বি:দ্র: এই ইন্টারেস্ট/লাভ শুধুমাত্র বিকাশ কাস্টমারের জন্য প্রযোজ্য।
বিকাশ থেকে ইন্টারেস্ট/লাভ নেওয়ার নিয়ম :
1. KYC ফরম বিকাশ কর্তৃক গৃহীত হতে হবে।
2. আপনার Bkash একাউন্টটি এক্টিভ থাকতে হবে।
3. নিচের লেনদেন গুলোর মধ্য থেকে প্রতি মাসে কমপক্ষে ২ টি আর্থিক লেনদেন করে হবে। [১.ক্যাশইন, ২.ক্যাশআউট, ৩.ATM ক্যাশআউট, ৪.পেমেন্ট, ৫.সেন্ডমানি, অথবা ৬.মোবাইল রিচার্জ]
4. সারামাস জুড়ে প্রতিদিনের শেষে আপনার একাউন্টে মিনিমাম ১,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে। অর্থাৎ একহাজার টাকার নিচে ব্যালেন্স রাখা যাবেনা।
5. মাস শেষে আপনার প্রতিদিনের গড় ব্যাল্যান্সের উপর প্রাপ্ত ইন্টারেস্টে/লাভের পরিমান হিসাব করা হবে।
6. সরকারী নিয়মানুযায়ী ভ্যাট এবং ট্যাক্স কর্তন সাপেক্ষ্যে প্রতি বছরে দুই দফায় আপনার একাউন্টে আপনার জমানো টাকার ইন্টারেস্ট/লাভ প্রদান করা হবে।
যে ভাবে ইন্টারেস্ট চালু করবেন :
উপরোক্ত শর্তগুলো পালনের মাধ্যমে Bkash এর সকল নতুন এবং পুরাতন ইউজারগণ তাদের বিকাশ একাউন্টে জমানো টাকার উপর ইন্টারেস্ট/লাভ পাবেন। বিকাশের এই সেবাটি চালু করার জন্যে আপনাকে তেমন কিছুই করতে হবেনা। শুধু শর্তগুলো মেনে চললেই হবে।
যে ভাবে ইন্টারেস্ট/লাভ গ্রহণ বন্ধ করবেন :
- আপনার যদি আপনার বিকাশ একাউন্টে ইন্টারেস্ট/লাভ গ্রহণ করতে, না চান তাহলে নীচের নিয়ম গুলো অনুসরণ করুন।
(১) আপনি আপনার বিকাশ একাউন্ট নম্বর থেকে (16247) ডায়েল করে কল করুন এবং আপনার কাঙ্খিত ভাষা নির্বাচন করুন (বাংলার জন্য ১ চাপুন এবং ইংরেজীর জন্য ২ চাপুন )
(২) এর পরে আপনার জমানো টাকার উপর ইন্টারেস্ট/লাভ এবং অন্যান্য তথ্য জানার জন্য ৫ চাপুন।
(৩) এবং ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে ১ চাপুন।
(৪) সেবাটি যদি আপনার আগে থেকেই বন্ধ করা থাকে তাহলে, পুর্নরায় চালু করতে চাইলে ২ চাপুন।
(৫) এর পর আপনার অনুরোধটি গৃহীত হলে আপনাকে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দিবেন বিকাশ কতৃপক্ষ।
Bkash app দিয়ে রেফার করে আয় করুন