আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এ স্থায়ী শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এ স্থায়ী শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত বিষয়সমূহের সৃষ্ট/শূন্য পদে স্থায়ী প্রভাষক নিয়ােগের উদ্দেশ্যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ  সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগে ৪ টি পদে মোট ৪ জনকে নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা থাকলে আপনিও যোগ দিতে পারেন ।

  • আবেদন শুরুঃ ২৪-০৬-২০১৯ থেকে ।
  • আবেদন শেষঃ ০৭-০৭-২০১৯ পর্যন্ত।

আবেদনের যোগ্যতাঃ
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা।

আবেদনের নিয়মঃ
আগ্রহী প্রার্থীরা আগামী ০৭-০৭-২০১৯ তারিখ পর্যন্ত আবেদনপত্র পূরণ করে জমা দিতে  পারবেন ।

১। বিষয় ও পদের সংখ্যাঃ

  • বাংলা-০১।
  • ফিন্যান্স ব্যাংকিং ও বিমা-০১।
  • আইসিটি-০১।
  • গণিত-০১ জন।

২। শিক্ষাগত যােগ্যতাঃ

ক। সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী অনার্স ও মাস্টার্স যােগ্যতাসম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স যে কোনাে একটিতে ১ম শ্রেণিসহ স্নাতকোত্তর অথবা সমমান সম্পন্ন সিজিপিএ প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

খ। কোনাে পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/জিপিএ/সিজিপিএ গ্রহণযােগ্য হবে না।

গ। নির্বাচিত প্রভাষকদের ইংরেজি ভার্সনে পাঠদানে সক্ষমতা থাকতে হবে।

ঘ। শুধুমাত্র ইনডেস্ক/নিবন্ধনধারী অথবা ২০-৩-২০০৫ তারিখের পূর্বে বৈধভাবে নিয়ােগপ্রাপ্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

ঙ। আবেদনপত্র/নথি পর্যালােচনা করতঃ শুধুমাত্র সীমিত সংখ্যক প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য সুযােগ দেওয়া হবে।

৩। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদিঃ

ক। বেতন স্কেলঃ জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মূল বেতন ২২,০০০/- – ৫৩,০৬০/-(গ্রেড-৯)।

খ। অন্যান্য সুবিধাঃ সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, সন্তোষজনক চাকুরির ভিত্তিতে ইনসেনটিভ এ্যালাউন্স এবং কলেজের ভালাে ফলাফলের ভিত্তিতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষেত্র বিশেষে উৎসাহ ভাতা প্রদান করা হতে পারে। এছাড়া চাকুরি স্থায়ী হলে কলেজের বিধিমােতাবেক কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে।

৪। আবেদনের নিয়মাবলীঃ আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে জীবন-বৃত্তান্ত (মােবাইল নম্বরসহ), সকল শিক্ষাগত যােগ্যতা, নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার (প্রযােজ্য ক্ষেত্রে) সত্যায়িত কপি, ১ কপি রঙিন ছবি এবং যে কোনাে সিডিউল ব্যাংক হতে ৫০০/- টাকার পে-অর্ডার (অফেরৎযােগ্য) অধ্যক্ষ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা, ক্যান্টনমেন্ট এর অনুকূলে আগামী ০৭-০৭-২০১৯ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।

৫। নির্বাচনী পরীক্ষাঃ নির্বাচনী পরীক্ষার তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে পরবর্তীতে জানানাে হবে। আলাদাভাবে কোনাে ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না এবং এ জন্য কোনাে টিএ/ডিএ প্রদান করা হবে না। যে কোনাে আবেদন গ্রহণ/বাতিল/সম্পূর্ণ নিয়ােগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। পরীক্ষার সময় শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।

আরো বিস্তারিত দেখুন এখানেঃ

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

আরো দেখুনঃ

বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদিন

বাংলাদেশ নৌবাহিনীতে যোগদিন

Like Our Facebook Page.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *