এক ক্লিকেই Storage Space running Out সমস্যার সমাধান করুন।
এক ক্লিকেই Storage Space running Out সমস্যার সমাধান করুন।
এক ক্লিকেই Storage Space সমস্যার সমাধান: আপনার ফোন মেমোরিতে কিছুই নেই কিন্তু ফুল দেখাচ্ছে, তাহলে এই টিপস টি ফলো করুন আর আর নিমিশেই ফাঁকা করে ফেলুন আপনার ফোন মেমোরি ।
Android ফোন ব্যবহারিক ৯৫ শতাংশ ইউজার এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আমরা যখন কোন ফ্রেন্ডের থেকে শেয়ার করে আমাদের পছন্দের কোন কিছু আমাদের ফোনে নিতে চাই বা ফোনের প্লে স্টার থেকে প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করতে চাই ঠিক তখনি আমাদের ফোনের স্টোরেজ/ মেমোরি ফুল দেখায় যার কারণে আমাদের মূখে একটি কথা অটোমেটিক চলে আসে, আর সে কথা হলো যে আমার মেমোরিতে তো কিছুই নেই তা হলে কেনো এমন হচ্ছে।
আজ আমি আপনাদের মাঝে যে টিপস শেয়ার করতে যাচ্ছি সেটি হলো। আপনার ফোন মেমোরি কিছু না থাকা সত্যেও ফুল দেখাচ্ছে সে জন্য আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করতে পারছেন না। যদি আপনি এই সমস্যায় পরে থাকেন তাহলে আজকেই এই টিপস অনুযায়ী কাজ করেন তাহলেই ইনশাল্লাহ, পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান।
ফোন মেমোরির এই এম্বি গুলো ধরে রাখে সাধারণত ফোনে ইন্সটল করা অ্যাপ গুলো কারণ এই অ্যাপ গুলো যতক্ষণ রান করবে ততক্ষণ এরা কিছু কিছু ডাটা সংগ্রহণ করে মেমরিতে একটি যায়গা দখল করে সেখানে সংরক্ষণ করে রাখে যার কারণে, মেমোরি থেকে ধিরে ধিরে যায়গা কমে যায়।
এবার আর কোন কথা নয়, চলুন তাহলে দেখে আসি কি ভাবে এই সমস্যার সমাধান করতে হয়।
নিচের স্টেপ গুলো ফলো করুন:
০১। প্রথমে আপনার ফোনের সেটিং অপশনে যান।

০২। এর পরে একটু নিচের দিকে তাকালে দেখতে পাবেন Storage নামের একটি অপশন।
০৩। এবার সেই Storage এ ক্লিক করুন।
০৪। এখন আপনার ফোন মেমোরি সিলেক্ট করুন।
০৫। আর আপনার ফোনে যদি কোন মেমোরি কার্ড লাগানো না থাকে তা হলে অটোমেটিক আপনার ফোন মেমোরি সিলেক্ট করাই থাকবে।
০৬। ফোন মেমোরি সিলেক্ট করার পরে আবারো নিচের দিকে লক্ষ্য করুন।
০৭। Cached data নামের একটি অপশন দেখতে পাবেন।
০৮। এবার এই Cached data অপশনটি তে ক্লিক করুন।
০৯। এখন OK তে ক্লিক করুন।
১০। এখন ১ মিনিট অপেক্ষা করুন।
আপনার কাজ শেষ এবার আপনি ফাইল ম্যানেজারে গিয়ে দেখুন আপনার ফোন মেমোরি 500MB থেকে 1GB+ ফাঁকা হয়ে আছে।
সবার আগে Facebook এ আপডেট পেতে এবং আমাদের সাথে যোগাযোগ করে এখানে ক্লিক করুন।