চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় এ ১৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় এ চট্টগ্রাম জেলাধীন ইউনিয়ন পরিষদসমূহের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরে শূন্য পদসমূহ পূরণে লক্ষ্যে ১৬২ জনকে নিয়োগ দিবে চট্টগ্রাম জেলা প্রশাসক। উক্ত নিয়োগে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিমলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত চাকুরির আবেদন মডেল ফরমে পরাস্ত আহ্বান করা যাচ্ছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- জব ক্যাটাগরিঃ সরকারি।
- জব স্টাটাসঃ ফুলটাইম।
- পদের নামঃ হিসাব সহকারি কাম-কম্পিউটার অপারেটর।
- পদের সংখ্যাঃ ১৬২ জন।
- বেতনঃ ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা।
- বয়সঃ ১৮ থেকে ৩০ বছর।
- আবেদনের শেষ তারিখঃ ২৬/০৯/২০১৯
- আবেদন প্রক্রিয়াঃ ডাকযোগ।
শিক্ষাগত যোগ্যতাঃ
(ক) বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ অথবা সমমানের – জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এ গতি বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।
আবেদনের শর্তাবলীঃ
প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
নির্ধারিত আবেদন ফরমটি চট্টগ্রাম জেলার ওয়েব সাইট (www.chittagong.gov.bd) এর নােটিশ বাের্ডে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এর ওয়েব সাইটে (www.mopa.gov.bd) পাওয়া যাবে।
প্রার্থীর বয়সঃ
আগামী ২৬/০৯/২০১৯ তারিখের মধ্যে প্রর্থীর বয়স ১৮ বছর হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধা সন্তান। ঐতিদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।
প্রয়োজনীয় কাগজ পত্রঃ
প্রার্থীকে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা ( নাম, পদবীর সীল স্বাক্ষরসহ) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি এবং সদ্য তােলা ৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানাঃ
আবেদনপত্র আগামী ২৬/০৯/২০১৯ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (বিকাল ৫.০০টার মধ্যে) ডাকযােগে অথবা সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এর জেলা ই-সেবা কেন্দ্রে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন সমূহ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
আবেদনপত্রের সাথে ব্যাংকের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ
(ক) সােনালী ব্যাংক লি: যে কোন শাখা হতে ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) জেলা প্রশাসক, চট্টগ্রাম এর অনুকুলে জমা দিতে হবে।
(খ) রেজিষ্ট্ৰীসহ ডাকের জন্য ১০ (দশ) টাকার ডাক টিকেট যুক্ত ১০ x ৪.৫* সাইজের একটি খাম সংযুক্ত করতে হবে। খামের উপরে ডান পার্শ্বে প্রার্থীর ডাক যোগাযােগের ঠিকানা (যে ঠিকানায়
ইন্টারভিউ কার্ড পেতে ইচ্ছুক) লিখতে হবে।
চাকুরিরত প্রার্থীগণ অন্যান্য শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের কোন অগ্রিম কপি গ্রহণযােগ্য হবে না। এ ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যােগ্যতা শিথিলযোগ্য নহে।
বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা/নাতি-নাতনির ক্ষেত্রে প্রার্থীর আবেদনপত্রের সাথে তার পিতা/মাতা/পিতামহ, মাতামহের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক মুক্তিযােদ্ধা সার্টিফিকেট ( উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত ) এর ফটোকপি যা ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম, পদবীর সীল স্বাক্ষরসহ ) কর্তৃক সত্যায়িত সংযুক্ত করতে হবে।
এছাড়া বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের সাথে আবেদনকারীর সম্পর্কের বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট সংযুক্ত করতে হবে।
আবেদনকারীকে খামের উপরে পদের নাম মোটা অক্ষরে লিখতে হবে।
আরো দেখুনঃ
রাজশাহী সিটি কর্পোরেশন এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ।
কোটা সম্পর্কিত সরকারি সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। কোটার ক্ষেত্রে প্রার্থীকে তার সংশ্লিষ্ট কোটা খামের ওপর লিখতে হবে।
শারীরিক প্রতিবন্ধী এতিম ক্ষুদ্র নৃগোষ্ঠী আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র সংযুক্ত করতে হবে।
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন এখানেঃ


আবেদন ফরমঃ
ফেসবুকের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রত্যেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে একটিভ থাকুন।