জীববিজ্ঞান থেকে বাছাই করা কমন উপযোগী প্রশ্নোত্তর পার্ট-২

জীববিজ্ঞান থেকে বাছাই করা কমন উপযোগী প্রশ্নোত্তর পার্ট-২ যা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে।

জীববিজ্ঞান অংশ পার্ট-২:
০১। এপিলেপসি রোগ কিসের ?
উত্তর : মস্তিষ্কের।
০২। একটি সম্পূর্ণ ফুলে কয়টি অংশ ?
উত্তর : ৫টি।
০৩। জবা, কুমড়া , সরিষা ফুলের পরাগায়ন হয় কিসের মাধ্যমে?
উত্তর : কীটপতঙ্গ।
০৪। ধানের ফুলের পরাগায়ন হয় কিসের মাধ্যমে?
উত্তর : বায়ুর মাধ্যমে।
০৫। পাতা শ্যাওলা ফুলের পরাগায়ন হয় কিসের মাধ্যমে?
উত্তর : পানি।
০৬। কদম , শিমুল , কচু ফুলের পরাগায়ন হয় কিসের মাধ্যমে?
উত্তর : প্রাণীপরাগী।
০৭। প্রাণীর প্রজনন হয় কত প্রকারে?
উত্তর : ২ প্রকারে / যৌন ও অযৌন।
০৮ । এইডস রোগ আবিষ্কৃত হয় কবে ?
উত্তর : ১৯৮১।
০৯। এইডস রোগের জীবাণু শরীরে প্রবেশের কতদিন পর লক্ষণ প্রকাশ পায় ?
উত্তর : ৬মাস।
১০। জীবের বংশগতি ও বিবর্তন আলোচিত হয়?
উত্তর : জেনেটিক্সে।

১১. সর্বজনীন দাতা গ্রুপ কে ?
উত্তর : ও গ্রুপ।
১২। সর্বজনীন গ্রহিতা কে ?
উত্তর : AB.
১৩। একজন সুস্থ মানুষের দেহ থেকে কত লিটার রক্ত বাহির করে নিলে কোন অসুবিধা হয না ?
উত্তর : ৪৫০ মি.লি।
১৪ । মানবদেহে প্রতি সেকেন্ড কি পরিমাণ লোহিত কণিকা উৎপন্ন হ য়?
উত্তর : ২০ লক্ষ।
১৫। হৃদপিন্ডের প্রকোষ্ঠ কয়টি ?
উত্তর : ৪টি।
১৬। হৃদপিন্ডের সংকোচনকে বলে
উত্তর : সিস্টোল।
১৭। হৃদপিন্ডের প্রসারণকে বলে
উত্তর : ডায়াস্টোল।
১৮। একজন আদর্শ মানুষের রক্তচাপ
উত্তর : ৮০/১২০ ।
১৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ২০২০ সালে বিশ্বের এক নম্বর মরণব্যাধি হবে
উত্তর : স্ট্রোক ও করোনারি ধমনির চাপ।
২০। রক্তচাপ মাপা হয?
উত্তর : স্ফিগমোম্যানোমিটার।

২১। আমাদের শরীরের জন্য উপকারী কোলেস্টরল কোনটি ?
উত্তর : HDL.
২২। আমাদের রক্তে LDL – এর পরিমাণ
উত্তর : ৭০%।
২৩। অ্যানজিনা কী?
উত্তর : হৃদপিন্ডে রক্ত চলাচল কমে গেলে ব্যথা অনুভূত হওয়া।
২৪। সূর্যালোকের উপস্থিতিতে চামড়ায় ভিটামিন তৈরিতে ভূমিকা রাখে কে ?
উত্তর : কোলেস্টেরল।
২৫। ব্লাড ক্যান্সারকে বলা হয়?
উত্তর : লিউকোমিয়া ( শ্বেত কণিকার আধিক্য )
২৬। বাতজ্বর হয় কী কারণে ?
উত্তর : স্ট্রেপটোকক্কাস অনুজীবের কারণে।
২৭। শ্বাসনালি সংক্রান্ত রোগ?
উত্তর : হাপানি, ব্রংকাইটিস , নিউমোনিয়া (ফুসফুসের । ব্যাকটেরিয়া) , যক্ষ্মা ( বায়ু বাহিত)।
২৮। রক্ত সম্পূর্ণ অকোজো ও বা বিকল হবার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার পদ্ধতিকে বলে?
উত্তর : ডায়ালাইসিস।
২৯। মানব দেহে কতটি হাড় রয়েছে ?
উত্তর : ২০৬টি।
৩০। কলমে মূল গজানো, অকালে ফল ঝড়ে যাওয়া রোধ ও বীজহীন ফল তৈরি ব্যবহৃত হয় কোনটি?
উত্তর : অক্সিন।

৩১ । ফুল ফোটাতে, বীজের সুপ্তাবস্থা দৈর্ঘ্য কমাতে , এবং অঙ্কুরোদগমে ব্যবহৃত হয় ?
উত্তর : জিবেরেলিন।
৩২। ফল পাকাতে কি ব্যাবহার করা হয়?
উত্তর : ইথিলিন।
৩৩। জীবনের রাসায়নিক দূত হলো?
উত্তর : হরমোন।
৩৪। গুরু মস্তিষ্ক বলা হয়?
উত্তর : সেরিব্রামকে।
৩৫। পনস কোথায় থাকে ?
উত্তর : পশ্চাৎমস্তিষ্কে।
৩৬। অ্যাক্সন ও ডেনড্রাইট কার অংশ?
উত্তর : নিউরণের।
৩৭। মানব মস্তিষ্কে উদ্দীপনার বেগ?
উত্তর : প্রায় ১০০ মিটার।
৩৮। একটি নিউরণের অ্যাক্সেনের সাথে দ্বিতীয় নিউরণের ডেনড্রাইটের সংযোগ স্থলকে বলা হয়
উত্তর : সিনাপসিস।
৩৯। ইনসুলিন হরমোন নিঃসৃত হয়?
উত্তর : আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্স থেকে ।
৪০। পারকিনসন্স রোগ কিসের ?
উত্তর : মস্তিষ্কের।

৪১ । গাছের পাতা শুকিয়ে যায় না কেন ?
উত্তর : প্রস্বেদনের কারণে।
৪২। রক্ত উপাদান কত প্রকার ?
উত্তর : ২ প্রকার । রক্তরস ও রক্তকনিকা।
৪৩। রক্ত কণিকা কত প্রকার ?
উত্তর : ৩ প্রকার । লোহিত , শ্বেত ও অনুচক্রিকা।
৪৪। জীবনীশক্তির মুল কী ?
উত্তর : রক্ত।
৪৫। রক্তে রক্তরসের পরিমাণ কত ?
উত্তর : ৫৫ভাগ।
৪৬। কিসের জন্য রক্ত লাল হয় ?
উত্তর : হিমোগ্লোবিনের জন্য ।
৪৭। হিমোগ্লোবিনের কাজ কী?
উত্তর : অক্সিজেন পরিবহন।
৪৮। শ্বেত কণিকা কোন প্রক্রিয়া রোগ জীবাণু ধ্বংস করে ?
উত্তর : ফ্যাগোসাইটোসিস।
৪৯। রক্ত তঞ্চনে সহায়তা করে ?
উত্তর : অনুচক্রিকা।
৫০। রক্তের গ্রুপ কয়টি ?
উত্তর : ৪টি । A, B, AB, O .

৫১ । বংশগতির বাহক ও ধারক?
উত্তর : জিন।
৫২ । ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে তাকে বলে?
উত্তর : লোকাস।
৫৩। বংশগতির ভৌতভিত্তি হলো
উত্তর : ক্রোমোসোম।
৫৪। ডিএনএর আনবিক গঠন আবিষ্কার করেছেন কে?
উত্তর : ওয়াটসন ও ক্রিক ( ১৯৫৩সালে )।
৫৫। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা?
উত্তর : ৪৬টি বা ২৩ জোড়া । ২২ জোড়া অটোজোম ,১ জোড়া সেক্স ।
৫৬। ডিএনএ বিশ্লেষণ পদ্ধতিকে বলা হয়?
উত্তর : সেরোলজি।
৫৭। জেনেটিক ডিসঅর্ডার জনিত রোগ?
উত্তর : থ্যালাসেমিয়া ( লোহিত কণিকার আধিক্য ) , ক্লালার ব্লাইন্ড।
৫৮। পরিবেশে জীব উপাদানগুলো কত প্রকার?
উত্তর : ৩ প্রকার । খাদক, উৎপাদক, বিয়োজক
৫৯। কমেনসেলিজমের ( দুটি উদ্ভিদের মধ্যে একজন উপকৃত হওয়া) উদাহরণ?
উত্তর : রোহিণী উদ্ভিদ।
৬০। মিউচুয়ালিজম ( উভয় উদ্ভিদ উপকৃত হওয়া) উদাহরণ?
উত্তর : মৌমাছি, প্রজাপতি, পোকামাকড়ের বাদুড় এর সাথে গাছের সম্পর্ক।

৬১ । সিমবায়োসিস কি?
উত্তর : একই সাথে একাধিক উদ্ভিদ বসবাসের করলে তাদের সাথে যে সম্পর্ক গড়ে ওঠে ।
৬২। বায়োটেকনলোজি শব্দটি প্রথম ব্যবহার করেন?
উত্তর : কার্ল এরিক।
৬৩। টিস্যুকালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করা হয় তাকে কি বলে ?
উত্তর : এক্সপ্লান্ট।
৬৪। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উৎপাদিত জীবকে বলে?
উত্তর : GMO ( Genetically Modified Organism ) , GE ( Genetically Engineered , Transgenic ).
৬৫। ছোট দিনের উদ্ভিদ?
উত্তর : চন্দ্রমল্লিকা , ডালিয়া।
৬৬। বড় দিনের উদ্ভিদ?
উত্তর : লেটুস , ঝিঙা।
৬৭। আলোক নিরপেক্ষ দিনের উদ্ভিদ?
উত্তর : শসা , সূর্যমুখী।
৬৮। শৈত প্রদান করে ফুল ধারণ কে ত্বরান্বিত করার প্রক্রিয়াকে বলে?
উত্তর : ভার্নালাইজেশন।
৬৯। বীজ বপনের পর কত তাপমাত্রা প্রয়োগ করলে উদ্ভিদের স্বাভাবিক পুষ্প প্রস্ফুটন ঘটে ?
উত্তর : ২-৫ ডিগ্রি সেলসিয়াস।

জীববিজ্ঞান পার্ট-১

জীববিজ্ঞান প্রথম অংশ পরতে জীববিজ্ঞান পার্ট-১  ক্লিক করুন।