জীববিজ্ঞান থেকে বাছাই করা কমন উপযোগী প্রশ্নোত্তর যা নিয়োগ পরীক্ষায় আসে

জীববিজ্ঞান বই থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর যা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে

জীববিজ্ঞান :
আমরা অনেক সময় বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে থাকি। সে সকল পরীক্ষায় দেখা যায় যে, বিজ্ঞান বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে এর মধ্যে জীববিজ্ঞান অংশ থেকে কিছু প্রশ্ন থাকে। তাই বাছাই করা কিছু কমন উপযোগী প্রশ্ন দেয়া হলো।

জীববিজ্ঞান
বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কমন উপযোগী প্রশ্নোত্তর।

জীববিজ্ঞান অংশ :
০১। আবরণী টিস্যু কত প্রকার ?
উত্তর : ৩ প্রকার।
০২। হৃদপেশি বা কার্ডিয়াক পেশি কেমন ?
উত্তর : ধরণের অনৈচ্ছিক পেশি ।
০৩। স্নায়ু টিস্যুর একক কী?
উত্তর : নিউরণ।
০৪। বৃক্কের একক কি?
উত্তর : নেফ্রণ।
০৫। কোষ বিভাজন কত প্রকার ?
উত্তর : ৩ প্রকার । অ্যামাইটোসিস, মাইটোসিস (দেহ কোষে), মিয়োসিস (জনন কোষো।
০৬। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল , ঈস্ট প্রভৃতিতে কোন কোষ বিভাজন হয় ?
উত্তর : অ্যামাইটোসিস।
০৭। মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টি?
উত্তর : ৫ টি । প্রোফেজ, প্রো-মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ।
০৮। কোষ বিভাজনের কোন পর্যাযে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে ?
উত্তর : মেটাফেজ।
০৯ । কোন কোষ বিভাজনের কারণে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে ?
উত্তর : মাইটোসিসে ।
১০ । জৈব মুদ্রা বা জৈব শক্তি নামে পরিচিত?
উত্তর : ATP .

১১। কিসের অভাবে পাতা হলুদ হয়ে যায় ?
উত্তর : নাইট্রোজেন।
১২। কিসের অভাবে পাতা, ফুল, ফল ঝরে যায় ও উদ্ভিদ খর্বাকার হয় ?
উত্তর : ফসফরাসের।
১৩। কিসের অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ ও মৃত অঞ্চল সৃষ্টি হয় ?
উত্তর : পটাসিয়াম।
১৪। কিসের অভাবে উদ্ভিদের ফুলের কুড়ি জন্ম ব্যাহত হয় ?
উত্তর : বোরন।
১৫। খাদ্যপ্রাণ বলা হয় কাকে ?
উত্তর : ভিটামিনকে।
১৬। সুষম খাদ্যে আমিষ: চর্বি : শর্করা কত?
উত্তর : ৪: ১:১।
১৭। দৈনিক কত গ্লাস পানি পান করা উচিত ?
উত্তর : ৭-৮ গ্লাস।
১৮। কোন খাবারে সবচেয়ে বেশি আমিষ আছে ?
উত্তর : মুরগির মাংস ( ২৫.৯/ ১০০ গ্রাম ) মসুর ২৫.১ গ্রাম ।
১৯। একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈহিক ওজনের কত % পানি ?
উত্তর : ৪৫-৬০ % ( অন্য জায়গা দেওয়া আছে ৬০-৭৫%)।
২০। রক্তে হিমোগ্লোবিনের অভাব হলে কোন রোগ হয় ? উত্তর : রক্তশূন্যতা বা এ্যানিমিয়া।

২১। জীববিজ্ঞানের জনক কে?
উত্তর : এ্যারিস্টোটল।
২২। জীবের সার্বিক অঙ্গস্থানিক গঠন বর্ণনা করে জীববিজ্ঞানের কোন শাখা?
উত্তর : মরফোলজি বা অঙ্গসংস্থান।
২৩। প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্কে আলোচিত হয়?
উত্তর : প্যালিওনটলজি বা প্রত্নতত্ত্ববিদ্যায়।
২৪। জীবের শ্রেণিবিন্যাস ও দ্বি নাম করণের জনক কে ?
উত্তর : ক্যারোলাস লিনিয়াস।
২৫। জীবের শ্রেণিবিন্যাসে কতটি ধাপ রয়েছে ?
উত্তর : ৭টি।
২৬। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি?
উত্তর : Copsychus saularis.
২৭। জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় ?
উত্তর : এন্টোমোলজি।
২৮। নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ কত প্রকার ?
উত্তর : ২প্রকার । যথা : আদি কোষ , প্রকত কোষ।
২৯ । কাজের ভিত্তিতে কোষ কত প্রকার ?
উত্তর : ২প্রকার । দেহ কোষ , জনন কোষ।
৩০ । কোষের শক্তির উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস হলো।
উত্তর : মাইটোকণ্ড্রিয়া।

৩১। মুখগহ্বরে খাদ্যকে পিচ্ছিল করে কে ?
উত্তর : লালা গ্রন্থি থেকে নিঃসৃত মিউসিন।
৩২। লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইমের নাম ?
উত্তর : টায়ালিন ও মলটেজ।
৩৩। মানুষদের স্থায়ী দাঁত কত প্রকার ?
উত্তর : ৪ প্রকার ।
৩৪। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি ?
উত্তর : যকৃত । একে জীবনের রসায়ন গবেষণাগার বলা হয়।
৩৫। কোন এনজাইম আমিষকে এ্যামাইনো এসিড এসিডে পরিণত করে ?
উত্তর : পেপসিন ও ট্রিপসিন শূন্য ছেলে অপূর্ব খান।
৩৬। কোন এসিড পাকস্থলীতে খাদ্য পরিপাকে সহায়তা করে ?
উত্তর : হাইড্রোক্লোরিক এসিড।
৩৭। ডায়ারিয়া হয় কিসের কারণে?
উত্তর : রোটা ভাইরাসের।
৩৮। সুগন্ধ ও দুর্গন্ধ কোন প্রক্রিয়া বাতাসে ছড়ায় ?
উত্তর : ব্যাপন।
৩৯। প্রোটোপ্লাজমের কত % পানি ?
উত্তর : ৯০ %।
৪০। শুকনা কিসমিস ফুলে ওঠে কোন প্রক্রিয়া ?
উত্তর : অভিস্রবণ।

৪১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ATP – কত কিলোক্যালরি শক্তি আবদ্ধ হয় ?
উত্তর : ৭৩০০।
৪২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার পর্যায় কতটি ?
উত্তর : ২টি ।
৪৩। C4 – উদ্ভিদ কারা ?
উত্তর : ভুট্টা, আখ, মুথা ঘাস ।
৪৪। কোন আলোতে সালেকসংশ্লেষণ হয় না ?
উত্তর : সবুজ ও হলুদ ( লাল আলোতে বেশি)।
৪৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার অপটিনাম তাপমাত্রা কত?
উত্তর : ২২-৩৫ ডিগ্রি সেলসিয়াস।
৪৬। ক্লোরোফিলের প্রধান উপাদান কী?
উত্তর : নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম।
৪৭। শ্বসনের অপটিমাম তাপমাত্রা কত?
উত্তর : ২০-৪৫ ডিগ্রি সেলসিয়াস।
৪৮। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি ?
উত্তর : অক্সিজেন ।
৪৯। উদ্ভিদের মুখ্য পুষ্টি কয়টি ?
উত্তর : ৯টি । Mg, K, Na, C, H , O, P,…
৫০। উদ্ভিদের গৌণ পুষ্টি কয়টি ?
উত্তর : ৭টি ।

৫১। প্লাস্টিড কত প্রকার ?
উত্তর : ৩প্রকার । ক্রোমো, ক্লোরো , লিউকো।
৫২। প্রাণিকোষ বিভাজনে সহায়তা করে কোন কোষীয় অঙ্গানু ?
উত্তর : সেন্ট্রিওল
৫৩। গলজি বস্তু কোথায় পাওয়া যায় ?
উত্তর : প্রাণি কোষে।
৫৪ । জীব কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে?
উত্তর : লাইসোজোম।
৫৫। উদ্ভিদ টিস্যু প্রধানত কত প্রকার ?
উত্তর : ২প্রকার । ভাজক , স্থায়ী।
৫৬। স্থায়ী টিস্যু কত প্রকার ?
উত্তর : ২ প্রকার । সরল , জটিল।
৫৭। সরল টিস্যু কত প্রকার ?
উত্তর : ৩ প্রকার । প্যারেনকাইমা, কোলেনকাইমা , স্কেরেনকামইমা।
৫৮ । জটিল টিস্যু কত প্রকার ?
উত্তর : ২ প্রকার । জাইলেম ও ফ্লোয়েম।
৫৯ । জাইলেম টিস্যুর কোষ কোন গুলো।
উত্তর : ট্রাকিড , ভেসেল , জাইলেম , প্যারেনকাইমা, জাইলেম ফাইবার ।
৬০। প্রাণিটিস্যুর কত প্রকার ?
উত্তর : ৪ প্রকার । আবরণী, যোজক, পেশি, স্নায়ু টিস্যু ।

জীববিজ্ঞান এর বাকি অংশ পরতে ক্লিক করুন।

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *