বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৩ পদে ৪৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তিন পদে ৪৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০১৮:
বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরাই শুধু মাত্র এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে।
জব টাইপ – ফুলটাইম।
জব ক্যাটাগরি – সরকারী।
পদের নাম :
০১। সাঁট – মুদ্রাক্ষরিক – কাম – কম্পিউটার অপারেটর।
০২। অফিস সহকারী কাম – কম্পিউটার মুদ্রাক্ষরিক।
০৩। অফিস সহকারী।
পদের সংখ্যা :
১ নং পদের স্থায়ী ১০ জন।
২ নং পরে অস্থায়ী ৭ জন।
৩ নং পদে স্থায়ী ৮ জন এবং অস্থায়ী ১৯ জন।
শিক্ষাগত যোগ্যতা :
★ ১ নং পদের জন্য – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ ।
★ ২ নং পদের জন্য – স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ ।
★ ৩ নং পদের জন্য – মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাশ ।
বয়স : ২৫ অক্টোবর, ২০১৮ এর মধ্যে (১৮ থেকে ৩০) বছর।
বেতন :
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী –
★ প্রথম নং পদে – ১১০০০ থেকে ২৬৫৯০ টাকা।
★ দ্বিতীয় নং পদে – ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
★ তৃৃতীয় নং পদে – ৮,২৫০ থেকে ২০০১০ টাকা ।
আবেদন ফি – ১ ও ২ নং পদের এর জন্য ১০০ টাকা এবং ৩ নং পদের জন্য ৫০ টাকা।
আবেদন প্রক্রিয়া – অনলাইন
আবেদন করে এখানে ক্লিক করুন
অথাবা ; ভিজিট করুন বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এর অফিসিয়াল ওয়েবসাইট www.mod.gov.bd
আবেদনের শেষ – তারিখ – ২৫ অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬.০০ টা ।
বিস্তারিত দেখুন এখানে