বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এ ২০ পদে ৬৫ জনের নিয়ােগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এ ২০ পদে ৬৫ জনের নিয়ােগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), ঢাকা-এর প্রধান কার্যালয় ও ০৭ (সাত)টি আঞ্চলিক কার্যালয়ে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ীভাবে যােগ্য প্রার্থীদের মধ্য হতে পূরণ করার লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইন এ আবেদনপত্র আহবান করা হচ্ছে।

পদের নাম, পদসংখ্যা বেতন

  • পদের নাম: সিনিয়র সহকারী পরিচালক
    পদসংখ্যা: ০১ টি
    বেতন: ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা।
  • পদের নাম: প্রশিক্ষক
    পদসংখ্যা: ০২ টি
    বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
  • পদের নাম: সহকারী প্রোগ্রামার
    পদসংখ্যা: ০১ টি
    বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
  • পদের নাম: সহকারী পরিচালক (হিসাব, বাজেট ও অডিট)
    পদসংখ্যা: ০২ টি
    বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
  • পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
    পদসংখ্যা: ০১ টি
    বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
  • পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক)
    পদসংখ্যা: ০১ টি
    বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
  • পদের নাম: লাইব্রেরীয়ান
    পদসংখ্যা: ০১ টি
    বেতন: ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা।
  • পদের নাম: উপ সহকারী প্রকৌশলী (সিভিল)
    পদসংখ্যা: ০১ টি
    বেতন: ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা।
  • পদের নাম: উপ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক)
    পদসংখ্যা: ০১ টি
    বেতন: ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা।
  • পদের নাম: সহকারী প্রশিক্ষক
    পদসংখ্যা: ০২ টি
    বেতন: ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা।
  • পদের নাম: ব্যক্তিগত সহকারী
    পদসংখ্যা: ০১ টি
    বেতন: ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা।
  • পদের নাম: হিসাব রক্ষক
    পদসংখ্যা: ০৬ টি
    বেতন: ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।
  • পদের নাম: অডিটর
    পদসংখ্যা: ০১ টি
    বেতন: ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।
  • পদের নাম: ফটোগ্রাফার
    পদসংখ্যা: ০১ টি
    বেতন: ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।
  • পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    পদসংখ্যা: ০৮ টি
    বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
  • পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
    পদসংখ্যা: ০১ টি
    বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
  • পদের নাম: ল্যাব সহকারী
    পদসংখ্যা: ১৬ টি
    বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
  • পদের নাম: মাঠ সহকারী
    পদসংখ্যা: ১৫ টি
    বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
  • পদের নাম: টেকনিশিয়ান
    পদসংখ্যা: ০২ টি
    বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
  • পদের নাম: গাড়ী চালক
    পদসংখ্যা: ০১ টি
    বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।

বয়স সীমাঃ (০১ মে ২০১৯ খ্রিঃ তারিখে বয়স) আবেদনকারীগণের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হইতে হবে ।মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা/শারিরীক প্রতিবন্ধী আবেদনকারীগণের জন্য বয়সসীমা ১৮-৩২ বছর।

বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।

আবেদনের: Online

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণার নিয়োগ শর্তাবলীঃ

আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদ বা জাতীয় পরিচয়পত্রে যেভাবে লিপিবদ্ধ আছে অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে। এবং চুড়ান্ত নিয়ােগ প্রদানের ক্ষেত্রে এ তথ্যাদির সঠিকতা যাচাই করা হবে।

সরকারি-আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

গাড়ীচালক পদে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যারা আবেদন করতে পারবেন।
মুদ্রিতাহস্তলিখিত কোনাে প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযােগে বা অন্য কোনাে উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযােগ্য হবে না।

নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি বিধান এবং পরবর্তী-এ সংশ্লিষ্ট বিধিবিধানে কোনাে সংশােধন হলে তা অনুসরণ করা হবে।

প্রার্থীদের প্রাথমিকভাবে কোনাে কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা গ্রহণের পর উত্তীর্ণ প্রার্থীদের নিকট থেকে আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়ােজনীয় দলিলাদি আহবান করা হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

বিস্তারিত দেখুনঃ

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণার নিয়োগ নিয়ােগ বিজ্ঞপ্তি

মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত সকল কাগজপত্রের ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া, সিটি করপােরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

আবেদনকারী মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা/শারিরীক প্রতিবন্ধী হলে প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপােরেশনের ওয়ার্ড কাউন্সিল/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কারিগরি সংক্রান্ত পদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই। কেবল মৌখিক পরীক্ষার জন্য যােগ্য বিবেচিত হবেন।

লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ

ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক http://birtan.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০৯ মে ২০১৯ খ্রিঃ সকাল ১০:০০ টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ৩০ মে ২০১৯ খ্রিঃ বিকাল ০৫:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনাে প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিমােক্ত পদ্ধতিতে যে কোনাে Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ (০১ থেকে ১০ নং ক্রমিকে) উল্লিখিত পদের জন্য ২০০/-(দুেইশত) টাকা এবং (১১ থেকে ২০ নং ক্রমিকে) উল্লিখিত পদের জন্য ১০০/-(এক শত) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে ।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনাে অবস্থাতেই গৃহীত হবে না”।

প্রথম SMS: BIRTAN<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BIRTAN ABCDEF

Reply: Applicant’s Name, Tk will be charged as application fee, Your PIN is 12345678. To pay fee Type BIRTAN<Space>YES<space>PIN Number and Send to 16222.

দ্বিতীয় SMS: BIRTAN<space>YES<space> PIN Number and send to 16222.

Example: BIRTAN YES 12345678

Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BIRTAN Application for xxxxxxxxxxx User ID is (ABCDEF) and password (xxxxxx).

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://birtan.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS- এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।

Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মােখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

শুধুমাত্র Teletalk prepaid mobile থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলেঃ
birtan<Space>Help<Space>User ID and send to 16222.
Example: BIRTAN HELP ABCDEF and Send to 16222.

PIN Number জানা থাকলেঃ
BIRTAN<space>Help<Space>PIN নম্বর and Send to 16222.
Example: BIRTAN HELP 12345678 and Send to 16222.

Online এ আবেদন করতে কোনাে সমস্যা হলে যে কোনো টেলিটক নম্বর হতে ১২১ এ কল করে অথবা
vas.query@teletalk.com.bd ই-মেইলে যােগাযােগ করা যাবে।

কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *