বাংলাদেশ বিমান বাহিনী তে ৩৪ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি।
বাংলাদেশ বিমান বাহিনী তে ৩৪ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি।
বাংলাদেশ বিমান বাহিনী যোগ দিন
- জব ক্যাটাগরিঃ বেসামরিক।
- জব স্টাটাসঃ ফুল টাইম।
- পদের সংখ্যাঃ ৩৪ টি।
- শিক্ষাগত যোগ্যতাঃ পদ অনুযায়ী, বিস্তারিত নিচে।
বয়সঃ প্রার্থীর বয়সসীমা ২৫ মার্চ ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের সন্তানদের বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য।
মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য।
বিঃদ্রঃ বয়াসের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য নয়।
বাংলাদেশ বিমান বাহিনী তে যোগ দিনঃ
সরকারি চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর পদবী, গ্রেড, বেতন স্কেল ও মূল বেতন, নিয়ােগের তারিখ ইত্যাদি উল্লেখপূর্বক সংশ্লিষ্ট অফিসের প্রত্যয়নপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তবে বয়স ২৫ মার্চ ২০১৯ তারিখের মধ্যে ১৮ হতে ৩০ বছরের মধ্যে থাকতে হবে।
প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজ জেলার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী), ধর্ম, জাতীয়তা, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি উল্লেখসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে (নির্ধারিত ফরমটি www.baf.mil.bd ওয়েবসাইটে পাওয়া যাবে)।
প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে CENTRAL NON-PUBLIC FUND. BAF অথবা “কেন্দ্রীয় বেসরকারি তহবিল” বিএএফ-এর অনুকুলে এ নিয়ােগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ-১ এর ক্রমিক নং (১) হাতে (১৯) পর্যন্ত পদের প্রার্থীদেরকে ১০০/- (একশত) টাকা এবং ক্রমিক নং (২০) হতে (৩৪) পর্যন্ত পদের প্রার্থীদেরকে ৫০/- (পঞ্চাশ) টাকা মূল্যের অফেরতযােগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অবশ্যই ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার সােনালী/জনতা/অগ্রণী/রূপালী/ট্রাস্ট ব্যাংকে পরিশােধযােগ্য হতে হবে।
বাংলাদেশ বিমান বাহিনী তে যোগ দিতে বিস্তারিত দেখুন এখানে
প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং সাম্প্রতিক তােলা পাসপাের্ট সাইজের ০৪ (চার) কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ব্যতীত কোন আবেদনপত্র বিবেচনা করা হবে না। উল্লেখ্য, জাতীয় পরিচয়পত্র বা NID-তে উল্লেখিত জন্ম তারিখ এবং শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের জন্ম তারিখ একই হতে হবে।
কোনাে প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
আবেদনপত্র প্রেরণের খামের উপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
চাকরির আবেদনপত্রের সাথে আবেদনকারী কর্তৃক লিখিত বর্তমান ঠিকানা সম্বলিত ১০/- টাকা মূল্যের ডাক টিকেট যুক্ত করে ৯x৪” মাপের একটি খাম অবশ্যই সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদন ফরম বাতিল বলে গণ্য হবে।
নিয়ােগকারী কর্তৃপক্ষ প্রয়ােজনবােধে শূন্য পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বাতিল ও প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়ােগের ক্ষেত্রে সরকারি প্রচলিত বিভিন্ন কোটা অনুসরণ করা হবে।
নিয়ােগপ্রাপ্ত প্রার্থীদের বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনাে ঘাঁটি/ইউনিট/স্কোয়াড্রনে চাকরি করার আগ্রহ থাকতে হবে।
অনুচ্ছেদ-৪ এ উল্লেখিত ফরমটি যথাযথভাবে পূরণপূর্বক অনুচ্ছেদ-৬ এ বর্ণিত ০৪ (চার) কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র আগামী ২৩ মে ২০১৯ তারিখের মধ্যে পরিচালক, কর্মচারী পরিদপ্তর, বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬” ঠিকানায় পৌছাতে হবে। উল্লেখিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শন এবং ২ (দুই) সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে ।
বাংলাদেশ বিমান বাহিনী তে যোগ দিতে প্রয়োজনীয় কাগজপত্র।
ক। কোন প্রকার ঘষা-মাজা ছাড়া সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র।
খ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র।
গ। প্রার্থীর পিতা/মাতা মুক্তিযােদ্ধা হলে প্রমাণস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র।
ঘ। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীকে আবেদনপত্রের সাথে তাদের পিতার পিতাপিতার মাতা/মাতার পিতা/মাতার মাতা (প্রযােজ্য ক্ষেত্রে)-কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযােদ্ধা সনদপত্র।
ঙ। আবেদনকারী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্টইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
চ। এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র।
ছ। ক্ষুদ্র নৃ-গােষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র।
জ। আনছার ভিডিপি প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
সতর্কতাঃ ভর্তির ব্যাপারে কোন অসৎ ব্যক্তির সাথে যােগাযােগ করে প্রতারিত হবেন না। কোন ব্যক্তি চাকরি দেয়ার নিশ্চয়তা দিয়ে আপনার নিকট টাকা দাবি করলে নিশ্চিত জেনে রাখুন আপনি প্রতারিত হচ্ছেন। যে কোন প্রকার সুপারিশ অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।