Common questions and answers selected for any job exam

Some questions selected from the various questions that came up in the job test. Questions that are very important and common for job test. So if you remember the answers to this question well, it will be helpful for you later. So read on now without delay.

যে কোন চাকুরির পরিক্ষার জন্য বাছাইকৃত কমন উপযোগী প্রশ্নোত্তর।

★★ বাংলা সাহিত্য:
০১। স্ত্রী<ইস্ত্রী হয়েছে কোন প্রকিয়ায়?
উত্তর: আদি স্বরাগম
০২। অনাদর শব্দটির ব্যাসবাক্য কী?
উত্তর: ন আদর
০৩। মা ছিল না বলে কেই তার চুল বেঁধে দেয়নি এটি কি ধরনের বাক্য?
উত্তর: সরল বাক্য
০৪। ’ড়, ঢ়’ কী জাতীয় ধ্বনি?
উত্তর: তাড়নজাত
০৫। ণ-ত্ব,ষ-ত্ব বিধান কোন শব্দে হয়?
উত্তর: তৎসম বা সংস্কৃত শব্দে।
০৬। বাংলা ব্যাকরণের কোন অংশে “সন্ধি” আলোচনা করা হয়?
উত্তর: ধ্বনিতত্ত্বে
০৭। পিত্রালয়” এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: পিতৃ+আলয়
০৮। পরস্পর”কোন ধরনের সন্ধি?
উত্তর: নিপাতনে সিদ্ধ
০৯। সম্+চয়”এটা কোন ধরনের সন্ধি?
উত্তর: ব্যঞ্জন সন্ধি
১০। পরীক্ষা”এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: পরি+ঈক্ষা

১১। সর্বপ্রথম বিধবাবিবাহের পক্ষ্যে আন্দোলন করেন কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১২। বর্ণপরিচয়”এর রচয়িতা কে?
উত্তর: ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর।
১৩। অশোক সৈয়দ”কার ছন্মনাম?
উত্তর: আব্দুল মান্নান সৈয়দ এর।
১৪। গাড়ি চলে না,চলে না, চলে না রে”গানটির গীতিকার কে?
উত্তর: শাহ্ আব্দুল করিমের।
১৫। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি”গানটির রচয়িতা কে?
উত্তর: গোবিন্দ হালদার
১৬। সনেট এর কয়টি অংশ?
উত্তর: ২টি(ভাবের প্রবর্তনা ও পরিণতি)
১৭। বাংলা সাহিত্যে অন্যতম বিশিষ্ট পত্রিকা “কল্লোল”কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২৩ সালে।
১৮। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: অক্ষয়কুমার দত্ত
১৯। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: সঞ্জয় ভট্টাচার্য
উত্তর: উত্তর: ব্যাকরণ
২০। ব্যাকরণ ভাষাকে কী করে?
উত্তর: _বিশ্লেষণ করে।

২১। কোন প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য-ষ হয় না?
উত্তর: সাৎ
২২। সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: সংস্কৃত ভাষা থেকে।
২৩। আলোছায়া” পদটি কোন সমাস?
উত্তর: দ্বন্দ্ব সমাস(আলো ও ছায়া)
২৪। প্রভাতে উঠিল রবি লোহিত বরণ”
এখানে ‘প্রভাতে’ কোন কারকে?
উত্তর: অধিকরণে ৭মী
২৫। ষোলকলা’শব্দের অর্থ কী?
উত্তর: সম্পূর্ণ
২৬। ”ফুটিফাটা” বাগধারার অর্থ কী?
উত্তর: চৌচির
২৭। যা দমন করা যায় না” এক কথায় কী?
উত্তর: অদম্য
২৮। যে রোগ নির্ণয় করতে হাতরে মরে?এক কথায় কী?
উত্তর: হাতুড়ে
২৯। বিশেষ খ্যাতি আছে যার”এক কথায়?
উত্তর: বিখ্যাত।
৩০। প্রাচ্য এর বিপরীত কী?
উত্তর: প্রতীচ্য

৩১। কপালকুণ্ডলা(১৮৬৬) যে প্রকৃতির রচনা?
উত্তর: রোমান্সধর্মী উপন্যাস (নায়ক নবকুমার ও কপালকুণ্ডলা)
৩২। তুমি অধম তাই বলে আমি উত্তম হইবো না কেন?
উত্তর: বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি।
৩৩। স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’কবিতাটির রচয়িতা কে?
উত্তর: নির্মেলেন্দু গুণ
৩৪। আধ্যাত্মিকা”গ্রন্থের লেখক কে?
উত্তর: প্যারিচাঁদ মিত্র
৩৫। চোখের বালি(১৯০৩)” উপন্যাসটির লেখক কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
৩৬। তুমি আসবে বলে হে স্বাধীনতা”কার কবিতা?
উত্তর: শামসুর রাহমানের
৩৭। শূন্যপুরাণ”রচনা করেন কে?
উত্তর: রামাই পণ্ডিত
৩৮। সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর: আকাল
৩৯। রবীন্দ্রনাথ ঠাকুরের “ছিন্নপত্রের” অধিকাংশ পত্র কাকে উদ্দশ্য করে লেখা?
উত্তর: ইন্দিরা দেবীকে।
৪০। রবীন্দ্রনাথ ঠাকুরের “ভানুসিংহ”ঠাকুরের
পদাবলীর ভাষা কী?
উত্তর: ব্রজবুলি।

৪১। সর্বপ্রথম বিধবাবিবাহের পক্ষ্যে আন্দোলন করেন কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৪২। বর্ণপরিচয়”এর রচয়িতা কে?
উত্তর: ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর।
৪৩। অশোক সৈয়দ”কার ছন্মনাম?
উত্তর: আব্দুল মান্নান সৈয়দ এর।
৪৪। গাড়ি চলে না,চলে না, চলে না রে”গানটির গীতিকার কে?
উত্তর: শাহ্ আব্দুল করিমের।
৪৫। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি”গানটির রচয়িতা কে?
উত্তর: গোবিন্দ হালদার
৪৬। সনেট এর কয়টি অংশ?
উত্তর: ২টি(ভাবের প্রবর্তনা ও পরিণতি)
৪৭। বাংলা সাহিত্যে অন্যতম বিশিষ্ট পত্রিকা “কল্লোল”কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২৩ সালে।
৪৮। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: অক্ষয়কুমার দত্ত
৪৯। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: সঞ্জয় ভট্টাচার্য
উত্তর: উত্তর: ব্যাকরণ
৫০। ব্যাকরণ ভাষাকে কী করে?
উত্তর: _বিশ্লেষণ করে।

৫১। বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে কতটি?
উত্তর: ৭টি
৫২। বর্তমানে মোট উপজেলা কতটি?
উত্তর: ৪৯২টি
৫৩। ”Product of the year-2018 কোন পণ্যটি?
উত্তর: ওষুধ
৫৪। বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপন করা হয় কোথায়?
উত্তর: দর্শনা-জগতি(কুষ্টিয়া)
৫৫। সংবিধান দিবস কত তারিখে?
উত্তর: ৪ নভেম্বরে।
৫৬। সংবিধানের কোন অনুচ্ছেদে “চলা ফেরার স্বাধীনতার “কথা বলা আছে?
উত্তর: ৩৬ নং অনুচ্ছেদে।
৫৭। মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা কত নং সেক্টরের অধীনে ছিল?
উত্তর: ৮নং সেক্টরে।
৫৮। বাংলাদেশ জাতি সংঘের কততম সদস্য?
উত্তর: ১৩৬তম
৬৯। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৭৩ সালে।
৬০। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?
উত্তর: পাটলিপুত্রে

৬১। বাংলার প্রথম স্বাধীন রাজা কে?
উত্তর: রাজা শশাঙ্ক
৬২। প্রথম মুসলিম বিজেতা কে?
উত্তর: মুহম্মদ বিন কাশিম
৬৩। শাহ্ ই বাঙ্গালা”কার উপাধি?
উত্তর: শামসুদ্দিন ইলিয়াস শাহ
৬৪। কবে ইউনেস্কো ২১শে ফব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ১৭ নভেম্বর ১৯৯৯ সালে।
৬৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার
ঘোষণাপত্র পাঠ করেন কে?
উত্তর: অধ্যাপক এম.ইউসুফ আলী
৬৬। স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বীকৃতি দেয়?
উত্তর: ৪এপ্রিল ১৯৭২ সালে।
৬৭। রাজবংশী নামক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোথায় বাস করে?
উত্তর: রংপুর ও শেরপুরে।
৬৮। নির্মল শব্দের বিপরীত কী?
উত্তর: পঙ্কিল
৬৯। ”Pragmatic”এর সঠিক অর্থ কী?
উত্তর: বাস্তবধর্মী
৭০। Justification for”এর সঠিক অনুবাদ
উত্তর: সমর্থন।

৭১। খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত?
উত্তর: পুঞ্জি
৭২। বর্ণালি ও শুভ্রা” কিসের জাত?
উত্তর: উন্নত জাতের ভুট্টা
৭৩। বাংলাদেশের ডাক বিভাগে ডাক টাকা চালু হয় কবে?
উত্তর: ১১ডিসেম্বর ২০১৭ সালে।
৭৪। মুজিবনগর কোথায় অবস্থিত?
উত্তর: মেহেরপুর জেলায়।
৭৫। ৬দফা দাবী কোথায় উত্থাপিত হয়?
উত্তর: লাহোরে।
৭৬। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এর নাম কী?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।

আন্তর্জাতিক বিষয়াবলি ও ICT:
০১। ভারী পানির সংকেতের নাম কী?
উত্তর: D2O
০২। ইউরি গ্যাগরিন কত সালে মহাশূন্যে যান?
উত্তর: ১৯৬১ সালে।
০৩। টেলিভিশনের ক্ষতিকর রশ্মির নাম কী?
উত্তর: রঞ্জন রশ্মি(X-ray)
০৪। কার অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
উত্তর: সালফারের অভাবে।
০৫। নিউমোনিয়া রোগে কোনটি আক্রান্ত হয়?
উত্তর: ফুসফুস
০৬। সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় কোথা থেকে?
উত্তর: বৃষ্টি হতে।
০৭। পানির ছোট ছোট ফোঁটা কোন কারণে গোলাকার হয়?
উত্তর: পৃষ্ঠটানের জন্য
০৮। শুষ্ক বরফ তৈরিতে কী ব্যবহৃত হয়?
উত্তর: CO2
০৯। ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটি?
উত্তর: এস্টার
১০। যক্ষ্মা রোগের কারণ কী?
উত্তর: ব্যাকটেরিয়ার আক্রমণ

১১। হাওয়াই দ্বীপপুঞ্জ কোন রাষ্ট্রের অংশ?
উত্তর: যুক্তরাষ্ট্রেরর
১২। ২০২২ সালে ২২তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: বার্মিংহাম যুক্তরাজ্য
১৩। OPCW’র সর্বশেষ সদস্য দেশের নাম কী?
উত্তর: ফিলিস্তিন(১৯৩তম)
১৪। বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কী?
উত্তর: South Sudanese Pound(SSP)
১৫। চাবাহার”কোন দেশের সমুদ্রবন্দর?
উত্তর: ইরানের
১৬। Hwasong-15 আন্ত:মহাদেশীয় ক্ষেপনাস্ত্রটি কোন দেশের?
উত্তর: উত্তর কোরিয়ার
১৭। বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ শতকরা কত?
উত্তর: ০.৮ভাগ
১৮। নবায়নযোগ্য জ্বালানি কোনগুলো?
উত্তর: পানি,সূর্যের আলো,পরমাণু শক্তি
১৯। পরমাণু নিউক্লিয়াসে কী থাকে?
উত্তর: নিউট্রন ও প্রোটন
২০। MKS পদ্ধতিতে সময়ের একক কী?
উত্তর: সেকেন্ড

২১। ডেনমার্কের রাজধানীর নাম কী?
উত্তর: কোপেনহেগেন
২২। সর্বাধিক ভাষার দেশের নাম কী?
উত্তর: পাপুয়া নিউগিনি
২৩। ১ মাত্র ভাষার দেশের নাম কী?
উত্তর: উত্তর-কোরিয়া
২৪। শ্বেত হাতির দেশ”হিসেবে খ্যাত কোন দেশ?
উত্তর: থাইল্যান্ড
২৫। ১৯১৮ সালের পূর্বে রাশিয়ার নাম কী ছিল?
উত্তর: সেন্ট পিটার্সবার্গ
২৬। উইনস্টল চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর: যুক্তরাজ্যের
২৭। মুহাম্মদ গাদ্দাফি কত বছর লিবিয়ার ক্ষমতায় ছিলেন?
উত্তর: ৪২বছর
২৮। NASA” কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৮ সালে।
২৯। আমেরিকার স্বাধীনতা কত সালে ঘোষণা করা হয়?
উত্তর: ১৭৭৬ সালে
৩০। সমুদ্রের বধূ”নামে কোন দেশ পরিচিত?
উত্তর: গ্রেট ব্রিটেন

৩১। ফরমোজার”বর্তমান নাম কী?
উত্তর: তাইওয়ান
৩২। ল্যান্ডমার্ক টাওয়ার”কোন দেশে অবস্থিত?
উত্তর: জাপানের টোকিওতে।
৩৩। স্ট্রিট ভাইরাস কী?
উত্তর: রেবিস ভাইরাস
৩৪। কৃত্রিম জিন আবিষ্কার করেন কে?
উত্তর: হরগোবিন্দ খোরানা
৩৫। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়াকে কী বলে?
উত্তর: রক্তশূন্যতা
৩৬। ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে?
উত্তর: অ্যালবুমিন
৩৭। বাংলাদেশে প্রথম মোবাইল অপারেটর এর নাম কী?
উত্তর: সিটিসেল।
৩৮। “Contaminate” means?
উত্তর: pollute
৩৯। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?
উত্তর: (খ,ঝ)
৪০। He is…….European.
উত্তর: a

৪১। কোনটি ক্ষুদ্রতম সংখ্যা/
উত্তর: ৫/২৭
৪২। কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়?
উত্তর: শৈলজ
৪৩। ০.৯৬২৩-৩১=কত?
উত্তর: -৩০.০৩৭৭
৪৪। Choose the correctly spelt?
উত্তর: Soverereignty(সার্বভৌম ক্ষমতা)
৪৫। একটি সংখ্যা ৬৫০ হতে যত বড়, ৮২০ হতে তত ছোট। সংখ্যাটি কত?
উত্তর: ৫৬০+৮২০/২=৭৩৫
৪৬। বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুত শক্তি কোন প্রকারের শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: শব্দ শক্তিতে
৪৭। ”শশব্যস্ত”কোন সমাস?
উত্তর: শশকের ন্যায় ব্যস্ত=কর্মধারয় সমাস
৪৮। মাইক্রোনেশিয়া এর অবস্থান হলোউত্তর:
উত্তর: পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
৪৯। “৬৫ ডিগ্রি পূরক কোণের পরিমাণ কত?
উত্তর: ২৫ডিগ্রি(৯০-৬৫=২৫)
৫০। FIFA প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯০৪ সালে।

৫১। FIFA কোন দেশে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ফ্রান্সের প্যারিসে(সদস্য-২১১টি)
৫২। জীবনতরী’কী?
উত্তর: একটি ভাসমান হাসপাতাল।
৫৩। ঐশ্বর্য”এর বিপরীত শব্দ কী?
উত্তর: নিঃস্ব।
৬৩। “৯৯৯৯৯”এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২,৩,৪,৫,
এবং ৬ নিঃশেষে বিভাজ্য হবে?
উত্তর: ২১।
৬৪। লোভে পাপ,পাপে মৃত্যু”এর ইংরেজি অনুবাদ কী?
উত্তর: Greed leads to sin and to death.
৬৫। “১২৫ এর ১২৫% কত?
উত্তর: ১৫৬.২৫।
৬৬। কোন বানানটি শুদ্ধ?
উত্তর: অসমীচীন, মুমূর্ষু।
৬৭। “NAFTA” এর সদস্য দেশ কতটি?
উত্তর: ৩টি(যুক্তরাষ্ট্র, কানাডা,মেক্সিকো)।
৬৮। “অ্যাবাকাস” কী?
উত্তর: এক প্রকার গণনা যন্ত্র।
৬৯। ”অ্যাবাকাস”কোথায় আবিষ্কৃত হয়?
উত্তর: খিস্টপূর্ব ৩০০০অব্দে ব্যাবিলনে।
৭০। একটি গাড়ি ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো।কত টাকা বিক্রি করলে ১৬% লাভ হবে?
উত্তর: ৫২২০০ টাকা।

৭১। বাংলা ভাষায় মধ্যযুগ ছিল?
উত্তর: ১২০১-১৮০০সাল পর্যন্ত।
৭২। Which one is a common noun?
উত্তর: infant.
৭৩। ”Amicable” অর্থ কী?
উত্তর: সৌহার্দপূর্ণ।
৭৪। বাংলা বর্ণমালায় ক’টি “ব”আছে?
উত্তর: ১টি।
৭৫। ১+২+৩+৪……+৯৯=কত?
উত্তর: ৪৯৫০।
৭৬। বাক্য সংকোচন কী?
উত্তর: একটি মাত্র শব্দ ব্যবহার করে ভাব প্রকাশ করা।
৭৭। BRICS ধারণার প্রবর্তক কে?
উত্তর: জিমও নিল(২০০১)।
৭৮। BRICS এর মূলমন্ত্র কী?
(ক) সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি*
(খ) সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি
৭৯। ফিলিপাইন দেশ কতটি দ্বীপের সমন্বয়ে গঠিত?
উত্তর: ৭১০৭টি।
৮০। মুসলিম অধ্যুষিত “মিন্দানাও”কোন দেশে অবস্থিত?
উত্তর: ফিলিপাইনে।

৮১। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কবে সংশোধন করা হয়?
উত্তর: ১৫জুলাই ১৯৭৩(যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণপরাধীদের বিচার)।
৮২। জীবনতরী”কত সালে যাত্রা শুরু করে?
উত্তর: ১৯৯৯ সালে। মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট থেকে।
৮৩। বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ কে কী বলে?
উত্তর: জ্যা বলে।
৮৪। The word “Reproduction”is aউত্তর:
উত্তর: noun.
৮৫। ”গম্ভীর ধ্বনি”বাক্যসংকোচন কী?
উত্তর: মন্দ্র।
৮৬। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
উত্তর: শুক্র গ্রহের।
৮৭। ”বাগধারা”কোথায় আলোচিত হয়?
উত্তর: বাক্যতত্ত্বে।
৮৮। ”মহা পৃথিবী”কার কাব্যগ্রন্থ?
উত্তর: জীবনানন্দ দাশের।
৮৯। ”আরব বসন্ত বা রবিউল আরাবি”বলতে কী বুঝায়?
উত্তর: ২০১০ সালের শেষের দিকে আরবে বিভিন্ন দেশের শুরু হওয়া আন্দোলন।
৯০। The book”Man and Superman”is
written?
উত্তর: বার্নাড’শ।

৯১। কবে থেকে দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?
উত্তর: ১ জানু,১৯৯৩।
৯২। ”উচাটান”এর বিপরীত অর্থ কী?
উত্তর: প্রশান্ত।
৯২। ”আফতাব”শব্দের অর্থ কী?
উত্তর: অর্ক বা সূর্য।
৯৩। A person leaves his or her country to settle in another country.
উত্তর: Emigrant.
৯৪। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(BSEC)কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৯৩ সালে।
৯৫। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র ২য় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে?
উত্তর: ১৯৪১ সালের ১ডিসেম্বরে।
৯৬। ঈষৎ পাংশুবর্ণ”এর বাক্য সংকোচন?
উত্তর: কয়রা। (ঈষৎ পাণ্ডুবর্ণ=ধূসর, ঈষৎ রক্তবর্ণ=আরক্তিম।
৯৭। নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা পংক্তিটি কার?
উত্তর: রামনিধি গুপ্তের।
৯৮। ঈশ্বরচন্দ্র কোন গ্রন্থে প্রথম যতি চিহ্নের সফল ব্যবহার করেন?
উত্তর: বেতালপঞ্চবিংশতি(১৯৪৭)।
৯৯। কোথায় বাংলাদেশ,ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে?
উত্তর: রাঙামাটিতে।
১০০। কর্বুর” শব্দের অর্থ কী?
উত্তর: রাক্ষস।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রশ্ন ও উত্তর:

০১। অতিভুজের বিপরীত থাকে?
উত্তর: সমকোণ।
০২। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
উত্তর: ইয়াঙ্গুন।
০৩। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘরের নাম কী?
উত্তর: বরেন্দ্র জাদুঘর।
০৪। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৯৬ সালে।
০৫। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি?
উত্তর: ৭টি (অ,আ,অ্যা,ই,উ,এ,ও)
০৬। The synonym of “futile’is?
উত্তর: Useless।
০৭। Who wrote the book “Paradise Regained”?
উত্তর: John Milton.
০৮। ”একাত্তরের দিনগুলি” জাহানারা ইমামের মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিচারণামূলক গ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৮৬ সালে।
০৯। বিদিত শব্দের বিপরীত শব্দ কী?
উত্তর: অজ্ঞাত।
১০। লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?
উত্তর: মাইম্যান-১৯৬০।

১১। মুক্তা হলো ঝিনুকেরউত্তর: ?
উত্তর: প্রদাহের ফল।
১২। ”ঠাকুর”পরিবারের আসল পদবি কী ছিল?
উত্তর: কুশারী।
১৩। রবীন্দ্রনাথের পরিবার কোন বংশের ছিল?
উত্তর: পিরালি ব্রাহ্মণ বংশের।
১৪। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।
১৫। কোন শহরের উপনাম “বিগ অ্যাপেল?
উত্তর: নিউইয়র্ক।
১৬। ১.৩.৬.১০.১৫.২১……….ধারার দ্বাদশ পদ কত?
উত্তর: ৭৮।
১৭। What is the musculine from of “Bee”?
উত্তর: Drone.
১৮। ”The spirit of Islam”বইটির লেখক কে?
উত্তর: সৈয়দ আমির আলী(১৮৪৯-১৯২৯)।
১৯। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
উত্তর: ১০০।
২০। শব্দ ও ধাতুর মূলকে কী বলে?
উত্তর: প্রকৃতি।

২১। ভবন নির্মাণের সময় কী মেনে চলা উচিত?
উত্তর: বিল্ডিং কোড।
২২। ”১,৩,৬,১০,১৫,২১……ধারাটির একাদশতম পদ কত?
উত্তর: ৬৬।
২৩। বাকু”কোন দেশের রাজধানী?
উত্তর: আজারবাইজান।
২৪। সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: রাজা ধর্মপাল।
২৫। কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫ এর বর্গ হবে?
উত্তর: ২৫।
২৬। ”সন্ধি”ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তর: ধ্বনিতত্ত্বে।
২৭। মিহির”এর প্রতিশব্দ কী?
উত্তর: সূর্য।
২৮। গম্ভিরা”গানের উৎপত্তি কোথায়?
উত্তর: মালদহ।
২৯। এশিয়ার সবচেয়ে ছোট দেশ “মালদ্বীপ”এর আয়তন কত?
উত্তর: ২৯৮বর্গ.কি.মিটার।
৩০। The verb ‘succumb’means?
উত্তর: submit.

৩১। ”ব্যাকরণ”শব্দটি কোন ভাষার?
উত্তর: তৎসম/সংস্কৃত।
৩২। ২৫৩ডিগ্রি কোনকে কী কোণ বলে?
উত্তর: প্রবৃদ্ধকোণ।
৩৩। ”অনুপাত” কী?
উত্তর: একটি ভগ্নাংশ।
৩৪। ”ভাষা প্রকাশ” বাংলা ব্যাকরণ কে রচনা করেন?
উত্তর: সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
৩৫। ২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল। একই বছরের ৩১ ডিসেম্বর কী বার ছিল?
উত্তর: বৃহস্পতিবার।
৩৬। ”অক্ষির সমীপে”বাক্য সংকোচন হবে?
উত্তর: সমক্ষ।
৩৭। ”অক্ষির অভিমুখে”বাক্য সংকোচন কী হবে?
উত্তর: প্রত্যক্ষ।
৩৮। “Proclaim” means?
উত্তর: declare.
৩৯। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যাল কত একর জমির উপর প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: ৬০০ একর।
৪০। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্যের নাম কী?
উত্তর: লালবাগ।

৪১। কোন ই-মেইল এর “CC”অর্থ কী?
উত্তর: Carbon Copy.
৪২। ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কী?
উত্তর: ম্যাকমোহন লাইন।
৪৩। “পিথাগোরাস”কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তর: গ্রিসে।
৪৪। গ্রিনিচ”কোথায় অবস্থিত?
উত্তর: লন্ডনে।
৪৫। ভাষার ক্ষুদ্রতম একক কী?
উত্তর: ধ্বনি
৪৬। ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো “ইউরো”মুদ্রা গ্রহণ করে নি?
উত্তর: ইংল্যান্ড(তাদের মুদ্রা পাউন্ড স্টারলিং)।
৪৭। বাংলা অব্যয় কোনগুলো?
উত্তর: না, আর, আবার, ও, হাঁ।
৪৮। সংস্কৃত অব্যয় কোনগুলো?
উত্তর: যদি(হঠাৎ),যথা(বরং),সদা(পুনশ্চ),
সহসা।
৪৯। বিদেশি অব্যয় কোনগুলো?
উত্তর: আলবত,বহুত, খুব,শাবাশ, খাসা, মাইরি, মারহাবা।
৫০। ”কালান্তর(১৯৩৭)প্রবন্ধ গ্রন্থটি কার?
উত্তর: রবীন্দ্রনাথের।

৫১। ৬০০টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?
উত্তর: ৫%।
৫২। Which one is singular?
উত্তর: index.
৫৩। হযরত মুহম্মদ(স:) ছিলেন একজন আদর্শ মানব”বাক্যটি?
উত্তর: সরল।
৫৪। Correct spelt?
উত্তর: Supersede(রহিত/বাতিল করা)।
৫৫। কত সালে স্যার ম্যাকমোহন ভারত ও চীনের সীমান্ত চিহ্নিত করেন?
উত্তর: ১৯১৪ সালে (ম্যাকমোহন লাইন)।
৫৬। পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর।
আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়স ৩৬ বছর।পুত্রের বয়স কত?
উত্তর: ১৮ বছর।
৫৭। বাংলাদেশের জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেন?
উত্তর: শিব নারায়ন দাস।
৫৮। “BRICS” কত সালে গঠিত হয়?
উত্তর: ২০০৮ সালে।
৫৯। “BRICS” এর পূর্ব নাম কী?
উত্তর: Bric.
৬০। চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অঙ্গের সম্পর্ক তাকে কী বলে?
উত্তর: সেরিব্রাম।

৬১। দুইটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং এদের ল.সা.গু ১৮০। সংখ্যা দুটি কী কী?
উত্তর: ৪৫, ৬০
৬২। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: বাঁধনহারা।
৬৩। ফিফার কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: সুইজারল্যান্ডের জুরিখে।
৬৪। Which one is Reflexive pronoun?
উত্তর: myself
৬৫। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
উত্তর: ইরাক।
৬৬। ”He was taken to task”বাংলা?
উত্তর: তাকে তিরস্কার করা হয়েছিল
৬৭। “ক্ষুধার্ত” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ?
উত্তর: ক্ষুধা+ঋত
৬৮। বর্তমানে কোন দেশে ইতিহাসের জনক হেরোডোটাস জন্মগ্রহণ করেন?
উত্তর: তুরস্কের হ্যালিকানাসাসে (৪৮৪খ্রি.পূ)।
৬৯। সবুজ গ্রহ বলা হয় কাকে?
উত্তর: ইউরেনাসকে।
৭০। গোলাপি/লাল গ্রহ বলা হয় কাকে?
উত্তর: মঙ্গলকে।

৭১।”সোনার পাথর বাটি ও উত্তম পুরষ উপন্যাসটি দুটি কার?
উত্তর: রশিদ করিম।
৭২। ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ ছাত্র ফেল করলে পাশের হার কত?
উত্তর: ৭৫%।
৭৩। ”আদালত”ইনকিলাব,শব্দটি কোন ভাষার?
উত্তর: আরবি
৭৪। ”বজ্রে”তোমার বাজে বাঁশি” বজ্রে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: অপাদানে সপ্তমী।
৭৫। ”জাহান্নাম হইতে বিদায়”মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি কার?
উত্তর: শওকত ওসমান।
৭৬। তালব্যবর্ণ কোনগুলো?
উত্তর: উ, ঊ।
৭৭। ”Duchess”is feminine ofউত্তর:
উত্তর: Duke.
৭৮। টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তর: ২৫%।
৭৯। কোন মুসলমান প্রথম নোবেল পুরস্কার পান?
উত্তর: আনোয়ার সাদাত।
৮০। Article is used based onউত্তর:
উত্তর: Pronunciation.

৮১। “হ্যারি পটার”কী?
উত্তর: একটি শিশুতোষ বই।
৮২। সুইডেনের মুদ্রার নাম কী?
উত্তর: ক্রোনা।
৮৩। SIM”এর পূর্ণ রূপ কী?
উত্তর: Subscriber Identity Module.
৮৪। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
উত্তর: ৫০৫০।
৮৫। গ্রিনল্যান্ড” এর মালিকানা কোন দেশ?
উত্তর: ডেনমার্ক।
৮৬। ”গ্রিনল্যান্ডের”রাজধানীর নাম কী?
উত্তর: গডথ্যাব।
৮৭। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালি?
উত্তর: বেরিং।
৮৮। কোনটি শুদ্ধ বানান?
উত্তর: শুশুূষা
৮৯। উয়ারী বটেশ্বর”কোথায় অবস্থিত?
উত্তর: নরসিংদী।
৯০। বাংলা ১১৭৬ সালে ছিয়াত্তরের মন্বন্তরে কত লোকের প্রাণহানি ঘটে?
উত্তর: ১কোটি।

৯১। বাংলাদেশেন দীর্ঘতম গাছের নাম কী?
উত্তর: বৈলাম(২৪০ফুট)
৯২। “WHO” কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৮ সালের ৭এপ্রিলে।
৯৩। জাতীয় স্মৃতিসৌধের অন্য কী নাম?
উত্তর: সম্মিলিত প্রয়াস।
৯৪। “Dead Sea”কোথায় অবস্থিত?
উত্তর: ইসরাইল ও জর্ডানের মধ্যে।
৯৫। সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয়?
উত্তর: লাল আলোতে।
৯৬। ফরাসী বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৭৮৯ সালে।
৯৭। উপমহাদের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে?
উত্তর: ডা:জোহরা বেগম কাজী।
৯৮। পৃথিবীতে কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়?
উত্তর: মেরু অঞ্চলে।
৯৯। ”IC” চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী?
উত্তর: Altair-8800।
১০০। সবচেয়ে শক্তিশালি সৌরচুল্লী তৈরি হয়েছে কোন দেশে?
উত্তর: যুক্তরাষ্ট্রে।

১০১। নাইট্রোজেনের প্রধান উৎস কী?
উত্তর: বায়ুমণ্ডল।
১০২। সিমেন্টের তৈরি অন্যতম কাঁচামালের নাম কী?
উত্তর: জিপসাম।
১০৩। কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
উত্তর: ২২/৭ (বৃত্তের পরিধি ও ব্যাসকে π বলে)।
১০৪। ১.৩.৬.১০.১৫.২১……ধারাটির দশম পদ কত?
উত্তর: ৫৫।
১০৫। বাংলা ভাষায় রচিত প্রথম নাটকের নাম কী?
উত্তর: ভদ্রার্জুন।
১০৬। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
উত্তর: সংস্কৃত।
১০৭। কাকনিদ্রা”শব্দটির অর্থ কী?
উত্তর: অগভীর সতর্ক নিদ্রা।
১০৮। ”হত্যা করার ইচ্ছা”এক কথায় হবে?
উত্তর: জিঘাংসা।
১০৯। ”ঋজু”এর বিপরীত কী?
উত্তর: বঙ্কিম বা বাঁকা।
১১০। “To keep one’s head’ means?
উত্তর: to keep calm.

১১১। What is the timeউত্তর: _your watch?
উত্তর: by
১১২। Antonyms of “Queer(অদ্ভুদ)”?
উত্তর: orderly (সুশৃঙ্খল)।
১১৩। একটি ঘড়ি প্রতিদিন করে হারায় ১০ মিনিট। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় দিবে?
উত্তর: ৭২।
(১ দিনে হারায় ১০মি.৬দিনে ১ঘণ্টা হরায়।
সম্পপূর্ণ কাটা ১২(১২*৬=৭২)।
১১৪। সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?
উত্তর: ভূমি*উচ্চতা।
১১৫। a+b=6 এবং ab=8 হলে (a-b)2=কত?
উত্তর: 4.
১১৬। You should (—-)swimming.
উত্তর: start up.
১১৭। ”প্রতিদিন ঘরহীন ঘরে”কাব্যগ্রন্থটি কার?
উত্তর: শামসুর রাহমান।
১১৮। ”দৃষ্টিহীন”কার ছদ্মনাম?
উত্তর: মধুসূদন মজুমদার।
১১৯। ”A search for identity”উত্তর: বইটি কার?
উত্তর: মেজর আব্দুল জলিল।
১২০। ”গ্রামের মেয়ে,বেদের মেয়ে” নাটকটি কার?
উত্তর: জসীম উদদীন।

১২১। ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোনদ্বয়কে কী বলে?
উত্তর: সূক্ষ্মকোণ।
১২২। Noun of the word”Break”উত্তর:
উত্তর: Breakdown.
১২৩। বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কী?
উত্তর: রঙ্গপুর বার্তাবহ(পূর্ববঙ্গ-১৯৪৭)
১২৪। প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কী বলে?
উত্তর: উপমেয় (ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ=কেশ)।
১২৫। বামেতর”শব্দের অর্থ কী?
উত্তর: ডান(ডান ডাহিন,দক্ষিণ)।
১২৬। ”মনীষা”শব্দের বিপরীত শব্দ কী?
উত্তর: নির্বোধ।
১২৭। ”Fad end(সর্বশেষ)”means?
উত্তর: The last part
১২৮। ”By fits and starts”means?
উত্তর: irregularly.
১২৯। ”যার বাসস্থান নেই”এক কথা কী?
উত্তর: অনিকেতন।
১৩০। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবে কিসে”উত্তর: বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: কর্তৃকারকে সপ্তমী।

১৩১। ”মনস্তাপ”এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: মনঃ+তাপ।
১৩২। The idiom “Bring to book”উত্তর:
উত্তর: Rebuke (তিরস্কার করা)।
১৩৩। ”পেট্রোল ইঞ্জিন”কে চালু করেন?
উত্তর: জার্মানি বিজ্ঞানী নিকোলাস অটো।
১৩৪। কাকে কোষের প্রাণশক্তি বলা হয়?
উত্তর: মাইটোকন্ড্রিয়াকে
১৩৫। পৃথিবীতে প্রাণের সূচনা হয়?
আনুমানিক উত্তর: ১০০কোটি বছর আগে।
১৩৬। Antonym of”somber-অন্ধকারময়”?
উত্তর: Bright.
১৩৭। টলেমী কে ছিলেন?
উত্তর: জ্যোতির্বিদ।
৩৮। “ইন্টারনেট”কবে চালু হয়?
উত্তর: ১৯৬৯ সালের ১৪ জানুয়ারি।
৩৯। ”ইন্টারনেট”কবে বাংলাদেশে আসে?
উত্তর: ৪ জুন ১৯৯৬ সালে।
৪০। ঈশ্বচন্দ্রকে “সংস্কৃত কলেজ”কত সালে বিদ্যাসাগর উপাধিন প্রদান করেন?
উত্তর: ১৮৩৯ সালে।

১৪১। আবু মুসা দ্বীপ”কোন সাগরে অবস্থিত?
উত্তর: পারস্য উপসাগরে।
১৪২। ”ব্যাডমিন্টন”কোন দেশের জাতীয় খেলা?
উত্তর: মালয়েশিয়ার
১৪৩। জেনেটিক কোডের আবিষ্কারক কে?
উত্তর: ড.হরগোবিন্দ খোরানা(ভারত)
১৪৪। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কী হবে?
উত্তর: একই হয়।
১৪৫। কোন দেশ অতীতে কোন দেশের উপনিবেশ ছিল না?
উত্তর: থাইল্যান্ড
১৪৬। উত্তর: থাইল্যান্ড”অর্থ কী?
উত্তর: স্বাধীন ভূমি।
১৪৭। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে।
১৪৮। গোবিন্দলাল ও রোহিনী”কোন উপন্যাসের প্রধান দুটি চরিত্র?
উত্তর: কৃষ্ণকান্তের উইল।
১৪৯।কাকে ইসলামি রেনেসাঁর কবি বলা হয়?
উত্তর: ফররুখ আহমদকে।
৩৫০) বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রের নাম কী?
উত্তর: দিকদর্শন(১৮১৮)।

১৫১। ”ভবদহ,ইছামতি” বিল দুটি কোথায় অবস্থিত?
উত্তর: যশোরে।
১৫২। ”রাত্রির শেষ ভাগ”কে এক কথায় কী বলে?
উত্তর: পররাত্র/পররাত।
১৫৩। তিনি ব্যাকরণে পণ্ডিত,এখানে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: অধিকরণে ৭মী
১৫৪। “নিরাময়” এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: নিঃ+আময়।
১৫৫। সাক্ষী গোপাল অর্থ কী?
উত্তর: নিষ্কৃয় দর্শক।
১৫৬। ”ম্যাডোনা-৪৩”কী?
উত্তর: একটি চিত্রকর্ম (বাংলা ১৩৫০)।
১৫৭। “দারফুন”কী?
উত্তর: সুদানের একটি অঞ্চলের নাম।
১৫৮। ”CORDS”এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ঢাকার চামেলি হাউসে।
১৫৯। রেল ইঞ্জিনের আবিষ্কারক কে?
উত্তর: স্টিফেনসন।
১৬০। ”Adam”s Peak” তীর্থ স্থানটি কোথায় অবস্থিত?
উত্তর: শ্রীলংকায়-এখানেই আদম আঃ আসেন

১৬১। গোধূলির কারণ কী?
উত্তর: আলোর বিক্ষেপণ
১৬২। দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটি অপরটিকে কী বলে?
উত্তর: সম্পূরক কোণ।
১৬৩। সৌরকোষে কী ব্যবহৃত হয়?
উত্তর: সিলিকন।
১৬৪। কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে?
উত্তর: ক্লোরিন।
১৬৫। ০.৩*০.০৩*০.০০৩=কত?
উত্তর: ০.০০০০২৭।
১৬৬। ”Patrot”antonym?
উত্তর: Traitor(দেশদ্রোহী।
১৬৭। সমদ্বিবাহুর ত্রিভুজের সমান বাহুদ্বয়
বর্ধিত করলে উৎপন্ন কোণ হবে?
উত্তর: স্থূলকোণ
১৬৮। Antonym of ” Limpid”?
উত্তর: Muddy (কর্দমাক্ত/অস্বচ্ছ)।
১৬৯। The correct spelling
“Exaggarate”
উত্তর: Exaggerate (অতিরঞ্জিত)।
১৭০। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতি কী বলে?
উত্তর: টেলিমেডিসিন।

১৭১। ”Lingua Franca”means
উত্তর: A mixed language (মিশ্রভাষা)।
১৭২। ০.৫*০.০০০৫=কত?
উত্তর: ০.০০০২৫।
১৭৩। বিশ্বের কোন দেশ/নগরটি দুটি মহাদেশে অবস্থিত?
উত্তর: তুরস্ক/ইস্তামবুল।
১৭৪। কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়?
উত্তর: মিসরে।
১৭৫। ”Nude”শব্দটির Antonym কী?
উত্তর: Concealed (গোপন/লুকানো)।
১৭৬। কসোভোর’রাজধানীর নাম কী?
উত্তর: প্রিস্টিনা।
১৭৭। দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৭ এবং তাদের গ.সা.গু ৬ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
উত্তর: ২১০।
১৭৮। যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তর: পদ্মা।
১৭৯। নদী ছাড়া “মহানন্দা”কিসের নাম?
উত্তর: আমের।
১৮০। He hankered(—)fame.
উত্তর: after (কোন কিছুর জন্য লালায়িত)।

১৮১। Correct sentence…
উত্তর: I wish I were you.
১৮২। ”Feed the babyউত্তর: উত্তর: milk.
উত্তর: on(খাওয়ানো বুঝালে feed on হয়)
১৮৩। Man can not live a “alone”উত্তর:
alone is?
উত্তর: adjective.
১৮৪। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহারের নাম কী?
উত্তর: শালবন বিহার।
১৮৫। ভুটানের আইনসভার নাম কী?
উত্তর: পার্লামেন্ট অফ ভুটান।
১৮৬। রাশিয়ার মুদ্রার নাম কী?
উত্তর: রুবল।
১৮৭। শাহানামা”কোন ভাষায় রচিত?
উত্তর: ফারসি।
১৮৮। মহাকবি ফেরদৌসী কার সভা কবি ছিলেন?
উত্তর: সুলতান মাহমুদের।
১৮৯। রং ধনুর সাতটি রঙের মধ্যে “মধ্যম”রঙ কোনটি?
উত্তর: সবুজ।
১৯০। দুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ঃ১ অনুপাতে থাকে,তবে সংখ্যাগুলোর গুণফল কত?
উত্তর: ১২।

১৯১। সত্ত্ব”শব্দের অর্থ কী?
উত্তর: অস্তিত্ব।
১৯২। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
উত্তর: ৯গুণ।
১৯৩। গঠন অনুসারে বাক্য কত প্রকার?
উত্তর: ৩ প্রকার (সরল,মিশ্র,যৌগিক)।
১৯৪। বিদ্রোহী বালিকা”জমিলা”কোন উপন্যাসের চরিত্র?
উত্তর: লালসালু (মজিদের ২য় নাবালক স্ত্রী)।
১৯৫। মানব দেহের অত্যাবশ্যকীয় এমিনো এসিডের নাম কী?
উত্তর: ফিনাইল এলানিন।
১৯৬। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল?
উত্তর: গৌড়/সোনারগাঁও।
১৯৭। বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী?
উত্তর: কর্কটক্রান্তি রেখা।
১৯৮। ভারতচন্দকে “রায় গুণাকর” উপাধি দেয় কে?
উত্তর: রাজা কৃষ্ণচন্দ্র মজুমদার।
১৯৯। ১+২+৩+৪+…..+৯৯=কত?
উত্তর: ৪৯৫০।
২০০। ”লাঠালাঠি”কোন ধরনের সমাস?
উত্তর: ব্যতিহার বহুব্রীহি।

২০১। বিখ্যাত নাটক”মুন্তাসীর ফ্যান্টাসী”র লেখক কে?
উত্তর: সেলিম আল দীন।
২০২। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে “কারক”বলে?
উত্তর: নাম পদের।
২০৩। ”কোথায় স্বর্গ?কথায় নরক?কে বলে তা বহুদূর?মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। পঙক্তিটি কার?
উত্তর: শেখ ফজলল করিম।
২০৪। Still weters run deep.এখানে Still”শব্দটি?
উত্তর: Adjective.
২০৫। 1+2+3+4+……+20=কত?
উত্তর: 210।
২০৬। Glass is made of (—)bottles.
উত্তর: of।
২০৭। “বিষবৃক্ষ”কোন সমাস?
উত্তর: কর্মধারয়(বিষ যে বৃক্ষ)।
২০৮। ২৪ কে ৭:৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত?
উত্তর: ২৮।
২০৯। তিন সন্তানের বয়সের গড় ৬ বছর ও
পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর হলে পিতার বয়স কত?
উত্তর: ৩৪(৩*৬=১৮,১৩*৪=৫২, ৫২-১৮=৩৪)
২১০। ”সাপের খোলস”উত্তর: এককথায়?
উত্তর: নির্মোক।

২১১। Latent(গুপ্ত)এর সমার্থক শব্দউত্তর: ?
উত্তর: Concealed (সুপ্ত)।
১১২। বৃষ্টি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: বিষ+তি (ষষ্ঠ–ষষ্+থ)।
২১৩। শতাব্দী”কোন সমাস?
উত্তর: দিগু (শত অব্দের সমাহার)।
২১৪। দুইটি রাশির অনুপাত ৫:১১।
উত্তর রাশি ৯৯ হলে পূর্বরাশি কত?
উত্তর: ৪৫ (৯৯*৫/১১=৪৫)।
২১৫।”উন্মিলন,রুপায়ন এর শুদ্ধ বানান কী?
উত্তর: উন্মীলন,রূপায়ন।
২১৬। Let him sing a song. change voice?
উত্তর: Let a song be sung by him.
২১৭। ”Do you know him?”change voice?
উত্তর: Is he known to you.
২১৮। Brief এর সমার্থক শব্দ?
উত্তর: Short.
২১৯। জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কী?
উত্তর: ট্রিগভেলি(নরওয়ে-১৯৪৬-৫৩)
২২০। বাংলাদেশ কততম অধিবেশনে জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ পায়?
উত্তর: ২৯তম (১৯৭৪ এর ১৭ এপ্রিলে)।
২২১। ইউনেস্কো(UNESCO) প্রতিষ্ঠিত হয়
কত সালে?
উত্তর: ১৯৪৫ সালে (কার্যকর-৪ নভেম্বর ১৯৪৬)।

★★ English :
01. A person devoid of knowledge”
উত্তর: Ignorant
02. The book “Ivanhoe”is written by?
উত্তর: Sir Walter Scott.
03. The poem”Solitary Reaper”is written by?
উত্তর: William Wordsworth.
04. The man lapsed…….past memories”
উত্তর: _into.
05. Divide the money…..the two boys”
উত্তর: between.
06. Kamal is good…..cricket.
উত্তর: at.
07. I shall do it…… pleasure.
উত্তর: with.
08. I am fatigued…..wide travelling.
উত্তর: by.
09. He is used to…..hard.
উত্তর: working.
10. The committee…….divided in their opinion.
উত্তর: were.
11. Nine thousand taka…….a good
amount of money.
উত্তর: is.
12. The word “substantiate”is a
উত্তর: verb.
13. The word “decision”is a
উত্তর: noun.
14. The word “wonderful”is a/an
উত্তর: adjective.

Bengali To English translation :
15. অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়…
উত্তর: Death is preferable to dishonour.
16. শিশুটি হাসতে হিসতে মায়ের নিকট এলো।
উত্তর: The baby came to its mother laughing.

Passive from of:
17. Do you know the man?’is
উত্তর: Is the man known to you.
18. “Let me do the work”is
উত্তর: Let the work be done by me.

indirect narration of the sentence :
19. He said,Good morning sir”is
উত্তর: He respectfully wished good morning to the person spoken to.
20. Akbar said, What a fine picture it is!
উত্তর: Akbar exclaimed that it was a very fine picture.

Idioms and Phrases :
21. Block head
উত্তর: Foolish.
22. By and large
উত্তর: Mostly.
23. Fits and starts
উত্তর: irregularly.
24. White colour job
উত্তর: A job without manual labour.

Correct Spelling:
25. Millennium
26. Caterpillar
27. Dysentery
28. Misspell
29. Bureaucrat
30. Tuition
31. Humorous
32. Curruption

Antonyms :
33. Adulterate
উত্তর: Pure.
34. Altruism
উত্তর: Meanness.
35. Flexible
উত্তর: Rigid.
36. Oppose
উত্তর: Support.
37. Shallow
উত্তর: Profound.

★ Synonyms:
38. Bargain
উত্তর: Negotiation.
39. Congregation
উত্তর: Association.
40. Animosity
উত্তর: Malice.
41. Imbed
উত্তর: Insert.
42. Genesis
উত্তর: Beginning.

আপনার কাছে যদি কোন প্রশ্নের উত্তর ভুল মনে হয়। তবে সেই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন।

বিঃদ্রঃ প্রয়োজনে ফেসবুকে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন যেন পরবর্তীতে খুজে পেতে খুব সহজ হয়।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *