রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি।

জব ক্যাটাগরিঃ বেসরকারি।
জব স্টাটাসঃ ফুলটাইম।
পদের সংখ্যাঃ ১৪ জন।
বয়সঃ অনুর্ধ্ব ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ পদ অনুযায়ী ভিন্ন।
ভাতাঃ এতদভিন্ন প্রতি বৎসর উক্ত গ্রেডের মূল বেতনের সমপরিমানে দুইটি উৎসব ভাতা এবং মূল বেতনের ২০% এর সমপরিমানে একটি নববর্ষ ভাতা প্রাপ্য হবেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ এর বিস্তারিত
পদের নাম, সংখ্যা, বেতন ও শিক্ষাগত যোগ্যতাঃ
০১। সিস্টেম এনালিস্ট।
সর্বসাকুল্যে বেতন টাকা ৬৬,০০০/-টাঃ ছেষট্টি হাজার) মাত্র।
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে নুন্যতম দ্বিতীয় শ্রেণী/GPA-2.50 প্রাপ্ত মাস্টার্স ডিগ্রী সহ প্রােগ্রমার হিসাবে ন্যূনতম ১০ (দশ) বছরের অভিজ্ঞতা, যার মধ্যে কম্পিউটার মডেল / সিমুলেশন উন্নয়ন কাজে কমপক্ষে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
(খ) কম্পিউটার পার্সোনেল (সরকারী / স্থানীয় সংস্থা) রিক্রুটমেন্ট রুল – ১৯৮৫ এর বিধিমালা প্রযােজ্য হবে।
০২। প্রোগ্রামার।
সর্বসাকুল্যে বেতন টাকা ৫৬,৫২৫/-(টাঃ ছাপ্পান্ন হাজার পাঁচশত পঁচিশ)।
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে নুন্যতম দ্বিতীয় শ্রেণী/GPA-2.50 প্রাপ্ত মাস্টার্স ডিগ্রী সহ এ্যাসিস্ট্যান্ট সিস্টেম এনালিস্ট / মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার/প্রােগ্রমার হিসাবে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা, যার মধ্যে কম্পিউটার মডেল / সিমুলেশন উন্নয়ন কাজে কমপক্ষে ০১ (এক) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
(খ) কম্পিউটার পার্সোনেল (সরকারী / স্থানীয় সংস্থা) রিক্রুটমেন্ট রুল – ১৯৮৫ এর বিধিমালা প্রযােজ্য হবে।
০৩। এ্যাসিস্ট্যান্ট সিস্টেম এনালিস্ট/ মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার (কম্পিউটার)।
সর্বসাকুল্যে বেতন টাকা ৩৫,৬০০/-টাঃ পঁয়ত্রিশ হাজার ছয়শত) মাত্র।
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে নুন্যতম দ্বিতীয় শ্রেণী/GPA-2.50 প্রাপ্ত স্নাতক ডিগ্রী সহ ০৩ (তিন) বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(খ) কম্পিউটার পার্সোনেল (সরকারী / স্থানীয় সংস্থা) রিক্রুটমেন্ট রুল – ১৯৮৫ এর বিধিমালা প্রযােজ্য হবে।
০৪। এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল এন্ড স্ট্রাকচারাল)।
সর্বসাকুল্যে বেতন টাকা ৩৫,৬০০/-টাঃ পঁয়ত্রিশ হাজার ছয়শত) মাত্র।
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশল (স্নাতক)/সমমান এ ন্যূনতম দ্বিতীয় শ্রেনী/GPA-2.50 প্রাপ্ত হতে হবে এবং স্ট্রাকচারাল ডিজাইন /সুপারভিশন ইত্যাদি কাজে ০৩ (তিন) বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল (স্ট্রাকচারাল) বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেনী/ GPA-2.50 প্রাপ্ত মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
(খ) কম্পিউটারে Design, AutoCAD, MS Office ইত্যাদি কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
০৫। এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল এন্ড জিওটেকনিক্যাল)।
সর্বসাকুল্যে বেতন টাকা ৩৫,৬০০/-টাঃ পঁয়ত্রিশ হাজার ছয়শত) মাত্র।
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশল (স্নাতক)/ সমমান এ ন্যূনতম দ্বিতীয় শ্রেনী/ GPA-2.50 প্রাপ্ত হতে হবে এবং জিওটেকনিক্যাল / সাব-সয়েল ইনভেস্টিগেশন ইত্যাদি। কাজে ০৩ (তিন) বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়। হতে সিভিল (জিওটেকনিক্যাল) বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেনী/ GPA-2.50 প্রাপ্ত মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
(খ) কম্পিউটারে Design, AutoCAD, MS Office ইত্যাদি কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
০৬। এ্যাসিস্ট্যান্ট আরবান প্লনার।
সর্বসাকুল্যে বেতন টাকা ৩৫,৬০০/-টাঃ পঁয়ত্রিশ হাজার ছয়শত) মাত্র।
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নগর ও অঞ্চল পরিকল্পনা (স্নাতক) এ ন্যূনতম দ্বিতীয় শ্রেনী/GPA-2.50 প্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ০৩ (তিন) বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতকসহ ন্যূনতম দ্বিতীয় শ্রেনী/ GPA-2.50 প্রাপ্ত মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
(খ) কম্পিউটারে G.J.S, AutoCAD, MS Office, MS Project ইত্যাদি কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
০৭। এ্যাসিস্ট্যান্ট ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)।
সর্বসাকুল্যে বেতন টাকা ৩৫,৬০০/-(টাঃ পঁয়ত্রিশ হাজার ছয়শত) মাত্র।
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্রকৌশল (স্নাতক) / সমমান এ ন্যূনতম দ্বিতীয় শ্রেনী/ GPA-2.50 হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ০৩ (তিন) বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্রকৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেনী/ GPA-2.50 প্রাপ্ত মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
(খ) কম্পিউটারে AutoCAD, MS Office, MS Project ইত্যাদি কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
০৮। আর্কাইভ / ডকুমেন্টেশন অফিসার।
সর্বসাকুল্যে বেতন টাকা ৩৫,৬০০/-(টাঃ পঁয়ত্রিশ হাজার ছয়শত) মাত্র।
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লাইব্রেরী সাইন্স বিষয়ে স্নাতক এ ন্যূনতম দ্বিতীয় শ্রেনী/ GPA-2.50 হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ০৩ (তিন) বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লাইব্রেরী সাইন্স বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেনী/ GPA-2.50 প্রাপ্ত মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
(খ) কম্পিউটারে MS Office, ইত্যাদি কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে ।
০৯। সাব-এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এন্ড ল্যাব)।
সর্বসাকুল্যে বেতন টাকা ২৭,১০০/-টাঃ সাতাশ হাজার একশত) মাত্র।
(ক) কোন স্বীকৃত পলিটেকনিক ইন্সটিটিউট হতে নূন্যতম দ্বিতীয় শ্রেনী/GPA-2.50 প্রাপ্ত ডিপ্লোমা (পূর্ত) সার্টিফিকেটধারী হতে হবে।
(খ) পূর্ত কাজের জন্য সার্ভে পরিচালনা, প্রাক্কলন প্রণয়ন ও বাস্তবায়ন পর্যায়ে তদারকি ও ল্যাবরেটরীতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে ।
(গ) কম্পিউটারে AutoCAD, MS Office ইত্যাদি সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
১০। সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল এণ্ড ল্যাব)।
সর্বসাকুল্যে বেতন টাকা ২৭,১০০/-টাঃ সাতাশ হাজার একশত) মাত্র।
(ক) কোন স্বীকৃত পলিটেকনিক ইন্সটিটিউট হতে নুন্যতম দ্বিতীয় শ্রেনী/GPA-2.50 প্রাপ্ত ডিপ্লোমা (মেকানিক্যাল পাওয়ার) সাটিফিকেটধারী হতে হবে।
(খ) ল্যাবরেটরী যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
(গ) কম্পিউটারে AutoCAD, MS Office ইত্যাদি সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুনঃ