হঠাৎ এ কি শুরু হলো বাংলাদেশ ক্রিকেটের দের মাঝে।

হঠাৎ এ কি শুরু হলো বাংলাদেশ ক্রিকেটের দের মাঝে।

হঠাৎ

হঠাৎ করেই বিয়ের ধুম লেগে গেছে ক্রিকেটারদের। কিন্তু যাদের বিয়ে তারা রয়েছেন আড়ালেই। মিরপুর একাডেমি মাঠে বৃহস্পতিবার মাশরাফি বিন মুর্তজার সঙ্গে সাংবাদিকদের আড্ডায় আলোচনা হয়ে থাকল শুধু বিয়ের খবরই।

লাখ তরুণীর হৃদয় ভেঙে একই সঙ্গে বাংলাদেশ দলের তিন ‘ম’- মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও মুমিনুল হক বিয়ে করছেন। কদিন আগে অনেকটা নীরবেই বিয়ে করেছেন সাব্বির রহমান।
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই, তাই এ সময়টাকেই বিয়ের জন্য উপযুক্ত মনে করছেন মিরাজ-মোস্তাফিজরা।

একেবারে ঘরোয়া আয়োজনে গতকাল আকদ সেরে রেখেছেন মিরাজ। আজ আকদ হবে মোস্তাফিজের। আর আগেই ঠিক রয়েছে ১৯ এপ্রিল মুমিনুলের বিয়ে হবে।

বয়সভিত্তিক দল থেকেই মিরাজ ও মোস্তাফিজ ঘনিষ্ঠ বন্ধু। অভিষেকও হয়েছে প্রায় কাছাকাছি সময়ে। মোস্তাফিজের বয়স ২৩, মিরাজের ২১। এবার দুজন বিয়ে সারলেন একদিনের ব্যবধানে। দুজনেরই প্রেমের বিয়ে।

মিরাজ রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে প্রায় ছয় বছর প্রেম করেছেন। দুজনের বাড়িই খুলনায়। প্রেমের শেষ কথা যেটি- সেই বিয়ে করেই এখন দুজন জুটিবদ্ধ হলেন। মিরাজ বিয়ের জন্য ভালো একটা সময় বের করার চেষ্টায় ছিলেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য বেঁচে ফেরা মোস্তাফিজ-মিরাজদের মনোজগতে খানিকটা ধাক্কা লেগেছে। মানসিকতা অন্যদিকে নিতে তারা বিয়েকেই বেছে নিলেন।

কাল মিরাজ বলেন, ‘আপতত আকদটা সেরে রাখছি। একেবারেই ঘরোয়া পরিবেশে। দুই পরিবারের বাইরে তেমন কাউকে বলিনি। বিশ্বকাপের পরই বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তখন সবাইকে জানাব।

হঠাৎ

ছুটি পেলেই মোস্তাফিজ বাড়িতে চলে যান। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায় নিজের গ্রামের বাড়িতেই তার সময় কাটে। আগে থেকেই গুঞ্জন ছিল মামাতো বোন সামিয়া পারভীন শিমুর সঙ্গে মোস্তাফিজের প্রেমের সম্পর্ক রয়েছে।

এবার নিউজিল্যান্ড সফর থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে কারও সঙ্গেই কথা বলেননি এ বাঁ-হাতি পেসার। পর দিনই তিনি ঢাকায় কয়েকটি শপিংমল থেকে বেশ কেনাকাটা করেছেন। সেগুলো ছিল নিজের এবং হবু স্ত্রী শিমুর জন্য। বাকি কেনাকাটা সেজো ভাই মোখলেছুর রহমান সেরেছেন।

শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। ভাই মোখলেছুর রহমান বলেন, ‘আপাতত আকদ করে রাখছি আমরা। নিজেদের কাছের মানুষ থাকবে। বিশ্বকাপের পর সময়মতো সবাইকে জানিয়ে অনুষ্ঠান করব।’ মোস্তাফিজের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই তো (মোখলেছুর) বলেই দিয়েছেন!

এদিকে মুমিনুলের বিয়ে সম্পর্কে ক্রিকেট পাড়ায় অনেকেই আগে থেকে জানেন। কিন্তু তারিখটা মোটেও জানাতে চাচ্ছিলেন না ২৭ বছর বয়সী মুমিনুল। মোস্তাফিজ ও মিরাজের বিয়ের কথা শোনার পর নিজেরটাও বললেন।

বাঁ-হাতি এ ব্যাটসম্যান বলেন, ‘আমার চেয়ে তো আপনারাই আমার বিয়ের কথা ভালো জানেন। তবে তারিখটা হয়তো জানতেন না। ১৯ এপ্রিল বিয়ে। এখন এসব নিয়ে ব্যস্ততা চলছে। আমন্ত্রণপত্র বানাতে দিয়েছি। সবাই দোয়া করবেন।

মুমিনুলের হবু স্ত্রী ফারিহা বাশার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। মেয়ের বাসা মিরপুর ডিওএইচএসে।

অন্যদিকে কদিন আগে বিয়ে করা সাব্বিরও অনুষ্ঠান করবেন বিশ্বকাপের পর। খুলনা ব্যুরো জানায়, দ্বিতীয় ইনিংস শুরু করেছেন মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগরীর খালিশপুরের কাশিপুর এলাকার বেলাল হোসেনের মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিয়ে হল তার।

ঘরোয়া অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরে আকদ সেরে রাখার কথা ছিল মিরাজের। কনে রাবেয়ার সঙ্গে মিরাজের পরিচয় ছয় বছর আগে।

মিরাজ-প্রীতির পরিচয় থাকলেও প্রেমের সম্পর্ক ছিল না। মিরাজের বাবা জালাল হোসেন জানান, অনেক দিন ধরে মিরাজের বিয়ের কথা ভাবছিলেন। কিন্তু সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে লম্বা বিরতি কাজে লাগালেন। কাল কাশিপুর মেঘনা অয়েল ডিপো সড়কে কনের বাড়িতে আকদ হয়।

বিয়ের অনুষ্ঠান বিশ্বকাপের পর। কয়েক দিন ধরেই মুখে মুখে ভাসছে কথাগুলো। তবে কেউ খুলে বলছেন না। কেউ বলছেন শুনেছি। কেউ বলছেন আমার কথা যেন বলবেন না। সব মিলিয়ে ধন্দের মধ্যে রয়েছে কাটার মাস্টার মোস্তাফিজ প্রেমীরা।

তারা বলেছেন মোস্তাফিজের বিয়ে হচ্ছে। আর স্বপ্নের বর সাতক্ষীরার কালীগঞ্জের তারালি ইউনিয়নের সেই মোস্তাফিজ। ক্রিকেটবিশ্ব কাঁপানো মোস্তাফিজ।

কিন্তু কোথায় হচ্ছে তার বিয়ে। কার সঙ্গেই বা হচ্ছে এ বিয়ে। কে সেই স্বপ্নের রানি। তা নিয়েও ধন্দ কাটেনি। ফিজের পরিবারের সদস্যরাও এ বিষয়ে তেমন কোনো কথা বলছেন না।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *