10 Minute School App – Math, English, Physics, Chemistry, Biology

10 minute school আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আর তাই আজ আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি, যে বিষয়টি জানার মাধ্যমে আপনি নিজের এবং আপনার প্রিয় মানুষদের শিক্ষাঙ্গনে অনেকটাই উপকার করতে পারবেন।

I hope you already know what is 10-minute school app, if not read the post.

10 minute school website

10 minute school

আমি আজ আপনাদের মাঝে সেই বিষয় শেয়ার করতে যাচ্ছি। যে বিষয় নিয়ে আপনি হয়তোবা অনেক সময় চিন্তিত থাকেন, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যখনি আপনি পড়ার টেবিলে বসে কোন পড়া, পড়তে, পড়তে হঠাৎ থমকে যান। কিছুতেই কোনো ভাবেই যে, বিষয়টি পড়ছেন সে বিষয়টি বুঝতেই পারছেন না। কিন্তু আমার আজকের এই লেখাটি আপনি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে অবশ্যই এই ভোগান্তি থেকে আপনি রেহাই পাবেন। কেননা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এমন একটি ওয়েবসাইট।

যে ওয়েবসাইটিতে আপনি খুব সহজেই খুঁজে পাবেন প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রত্যেকটি বইয়ের A-2-Z অর্থাৎ প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত বিস্তারিত ক্লাস। এ ছাড়া এখানে শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে অধ্যায় ভিত্তিক গুরুত্ব দিয়ে স্বল্প মিনিটের অধিক ক্লাস নেয়ার ব্যবস্থা থাকায়, খুব সহজেই তা শিক্ষার্থীরা বুঝতে পারে।

একাডেমিক কোর্সঃ 10 Minute School App

প্রাথমিক পর্যায়ঃ

  • প্রথম শ্রেণি
  • দ্বিতীয় শ্রেণি
  • তৃতীয় শ্রেণি
  • চতুর্থ শ্রেণি
  • পঞ্চম শ্রেণি

মাধ্যমিক পর্যায়ঃ

  • ষষ্ঠ শ্রেণি
  • সপ্তম শ্রেণি
  • অষ্টম শ্রেণি
  • নবম শ্রেণী
  • দশম শ্রেণী

উচ্চ মাধ্যমিক পর্যায়ঃ

  • একাদশ শ্রেণি
  • দ্বাদশ শ্রেণি

মনে করুন পড়ার টেবিলে বসে কোন একটা অংক করার সময় সে, অংকটি আপনি অর্ধেক করার পর বাকি অর্ধেক অংশ কোন ভাবে করতে পারছেন না। তাই তার সমাধানও বের করতে পারছেন না। তাহলে এখন কি আপনি কি অংকটি করা বাদ দিবেন। এই আশায় যে, আগামীকাল প্রাইভেটে, অথবা ক্লাসে গিয়ে “স্যার” কে জিজ্ঞাসা করে বাকি অর্ধেক অংশ সমাধান করে নিব।

এখন থেকে এমনটা করার প্রয়োজন পড়বে না। আপনি যেখানে আটক হয়ে যাবেন, যেখান থেকে আর অংকটি করতে পারছেন না। সেখানেই স্টপ হয়ে দাঁড়িয়ে থাকুন। আর হাতে থাকা স্মার্টফোনটি নিয়ে আপনার প্রিয় ব্রাউজারটিতে প্রবেশ করে লেখুন 10 minute school ওয়েব সাইটে প্রবেশ করার পর আপনি যে ক্লাসে পড়েন সেই ক্লাস টিতে ক্লিক করুন।

এরপর আপনার যে অধ্যায়টিতে সমস্যা সেই অধ্যায়টি খুজুন। খুজে পাওয়ার পর সেখানে ক্লিক করুন আর খুঁজুন আপনার কোন অঙ্গের সমাধান৷ আর খুজে পাওয়ার পর ক্লাস টি ভাল করে দেখে নিন। ভিডিও দেখার সময় খুব মনোযোগ সহকারে দেখবেন।

আপনার সমস্যার সমাধান আপনি নিজেই খোঁজ করতে পারবেন খুব সহজে টেন মিনিট স্কুলের প্রত্যেকটি ভিডিও ক্লাসে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে শিক্ষার্থীরা খুব সহজেই তাদের মস্তিষ্কের ধারণ করে নিতে পারবে। তাই আপনি যদি মনোযোগ সহকারে ক্লাসের ভিডিও না দেখেন। তাহলে আপনি ওই ক্লাসে উপস্থাপন করার বিষয় বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা থেকে বঞ্চিত হবেন৷

10 Minute School App Online

আর একটা কথা মনে রাখবেন ক্লাসগুলো করার সময়, বা দেখার সময়, সেটা অনলাইনে হোক অথবা ডাউনলোড করে দেখার সময় হোক না কেন। সেই ভিডিও গুলো কেটে, কেটে বাদ দিয়ে দেখবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোন অংশ না কেটে পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে হয়তো এক থেকে দু বার ভিডিওটি দেখলে আপনি সহজেই ভিডিওটিতে আলোচিত বিষয় সমূহ নিজের মস্তিষ্কের ধারণ করে নিতে পারবেন।

আর যদি সামান্য সেকেন্ড হলেও কেটে দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করেন তাহলে ক্ষতি কিন্তু আপনারই হয়ে যাবে। আপনি যে অংশটুকু কেটে দিবেন। সেই অংশে হয়তো বা প্রয়োজনীয় কিছু থাকতে পারে। ভিডিওটি কেটে দেখার ফলে তা হয়তো আপনার জানা নাও হতে পারে। যার ফলে আপনি অন্য জনের থেকে একটু হলেও পিছিয়ে পড়বেন। তাই পিছিয়ে না থেকে সামনে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যেখানেই সমস্যা সেখান থেকে ওই সমস্যার সমাধান খুজুন। তাহলে নিজেই একদিন হয়ে যাবেন সমাধানের ভান্ডার।

এখানে শুধু প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নয়। এখানে আরও রয়েছে বিশেষ পর্যায়ের কিছু ক্লাস এবং নির্দেশনাবলী। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিসিএস পরীক্ষার সহ বিভিন্ন চাকরির পরিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ও শিক্ষার অন্যতম ব্যবস্থা রয়েছে এখানে৷

বিসিএস ও ভর্তি এবং চাকরির পরীক্ষার প্রস্তুতিঃ

  • University (Science)
  • University (Business Studies)
  • Medical College
  • University (Humanities)
  • University (Common)
  • Engineering University
  • IBA
  • MBA
  • IELTS
  • SAT
  • GRE
  • GMAT
  • Private University
  • BCS

এখানে রয়েছে সাধারণ জ্ঞানের অসাধারণ 10 minute school ক্লাস। যে ক্লাসগুলোর মাধ্যমে সাধারণ জ্ঞান মুখস্থ করা খুব স্বাভাবিক হয়ে যায়। প্রত্যেকটি মানুষের জন্য এখানে রয়েছে চাকরির পরীক্ষার প্রস্তুতি নেয়ার অন্যতম ব্যবস্থা। কেননা এখানে রয়েছে একদম শর্ট পদ্ধতিতে অংক করার নিয়ম।

যেসব পদ্ধতি গুলো অবলম্বন করলে আমরা চাকরির পরীক্ষার ক্ষেত্রে নৈবিত্তিক প্রশ্ন আকারে যে, সকল পরীক্ষায় অংশগ্রহণ করে থাকি। সেই সকল পরীক্ষায় গণিতের উত্তর গুলো খুব সহজেই বের করতে পারবো। কিন্তু এই গণিতের শর্ট ফর্ম গুলো যদি আমাদের জানা না থাকে তাহলে হয়তো নৈবিত্তিক আকারে আশা ওই প্রশ্নগুলো আমাদেরকে করার জন্য অনেকক্ষণ সময় নিয়ে ভাবতে হবে।

এমনকি ওই অঙ্কের সঠিক উত্তর পাওয়ার জন্য সম্পূর্ণ অংকটি করতে হতে পাবে যা, ওই সময়ের মধ্যে করা সম্ভব নয়। আর যদি আমরা গনিতের এই শর্টকাট নিয়োম জেনে থাকি তাহলে এক মিনিটের প্রশ্নের উত্তর দিতে সর্বোচ্চ 45 থেকে 50 সেকেন্ডর মধ্যে আমরা দিতে পারব। সেটা যত বড়ই গণিত হোক না কেন। তাই গনিতের শর্টকাট নিয়োম জানা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

10 Minute School – পড়াশোনার পাশাপাশি এখানে আরও যা রয়েছেঃ

স্কিল ডেভলপমেন্টঃ

  • software courses

  • Career Guidelines

  • Learn English

  • Learn Mathematics

  • Communication Skills

  • Job skills

  • Startup & entrepreneurship

  • Digital Marketing

  • Life hacks

  • Masterclass

  • Video Editing

  • Photo Editing

উপরোক্ত স্কিল ডেভলপমেন্ট গুলোর মাধ্যমে আপনি আপনার ব্যাসিক লেভেল থেকে শুরু করে সম্পূর্ণ ভাবে নিজেদের স্কিল কে ডেভলপ করতে পারবেন। এখান থেকে যেকোনো একটি কোর্স করার মাধ্যমে সেই বিষয়ের উপর নিজেকে উপস্থাপন করতে পারবেন৷ একজন ভিডিও এডিটর অথবা ফটো এডিটর থেকে শুরু করে আপনি উপরের যে বিষয়টির উপর ভিত্তি করে নিজের ভিত্তি গড়ে তুলবেন। সেই ভিত্তিতে কে কেন্দ্র করে আপনি পরবর্তীতে বড়ো,সড়ো পরিচিতি লাভ করতে পারবেন।

বর্তমান ইন্টারনেটভিত্তিক এই দুনিয়ায় ইউটিউব একটি বড় প্ল্যাটফর্ম তাই website থেকে ভিডিও এডিটিং এর উপর ক্যারিয়ার গড়ে আপনি আপনার সুন্দর ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে পারবেন। যারা ইউটিউবিং করবেন বলে ভাবছেন অর্থাৎ যারা ইউটিউবার হবেন বলে চিন্তা করছেন তাদের জন্য ভিডিও এডিটিং খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যত ভালো ভিডিও এডিটিং করতে পারবেন ততো দ্রুত আপনি আপনার ইউটিউব চ্যানেল কে ব্যাংকে উঠিয়ে নিয়ে আসতে পারবেন।

10 minute school online class

কেননা ভিডিও এডিটিং এর সাথে আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে শিখবেন। মানুষের সঙ্গে কথা বলার ধরন শিখতে পারবেন। আর এই সকল শিক্ষা কাজে লাগিয়ে আপনি যখন নিজেই একটি ভিডিও তৈরি করবেন, এবং সেটি এডিটিং করবেন, তারপর তা ইউটিউবে প্রকাশ করবেন। তখন দেখবেন আপনি নিজেই চমকে যাবেন, কারণ আপনি এই ভিডিও এডিটিং শেখার আগে কি ছিলেন আর ভিডিও এডিটিং শেখার পর কি হয়ে যাচ্ছেন তা আপনার কল্পনার অতীত হয়ে দাঁড়াবে।

এজন্যই আমাদের প্রত্যেকটি মানুষের পড়াশোনার পাশাপাশি কারিগরী ভাবে কোন না কোন মাধ্যম থেকে কারিগরি শিক্ষা অর্জন করা প্রয়োজন আপনি যে ভিডিও এডিটিং শিখবেন এইখান থেকে সেটিও কিন্তু একটি কারিগরি শিক্ষার আওতায় পড়বে। আপনি ভিডিও এডিটিং শিখে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি নিতে পারবেন। বড় বড় প্রতিষ্ঠানগুলো যারা বিভিন্ন টিভি কোম্পানি থেকে শুরু করে অনলাইনে বিজ্ঞাপন প্রচার করতে চায়। তাদের কোম্পানিতে আপনি একজন ভিডিও এডিটর হিসেবে প্রতিমাসে ভালো এবং আপনার গ্রহন যোগ্যতা অনুযায়ী বেতনভুক্ত একজন চাকরিজীবী হতে পারেন।

এছাড়া এখান থেক সফটওয়্যার ডেভলপিং এর কাজ শিখে আপনি একজন সফটওয়্যার ডেভলপার হতে পারবেন। লার্নিং ইংলিশ এর মাধ্যমে ইংলিশে কথা বলা শিখে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে ইংলিশ এ কথা বলার জন্য নিয়োগকৃত লোকদের মধ্যে একজন হতে পারেন। এছাড়াও ডিজিটাল মার্কেটিং কোর্স এর মাধ্যমে আপনি হতে পারবেন একজন সফল ব্যবসায়ীর। এ ছাড়াও অন্যান্য যে, ডেভলপমেন্ট ক্যাটাগরি গুলো রয়েছে, সে গুলো ভালো করে শিখে সেই ডিপার্টমেন্টের এখন দক্ষ্য কর্মকর্তা হতে পারবেন।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *