AIM BOOK বাংলাদেশী সোসাল সাইট থেকে আয় করুন খুব সহজেই
AIM BOOK বাংলাদেশী সোসাল সাইট থেকে আয় করুন খুব সহজেই।
Aim Book Bangladeshi Social Site
আসসালামু আলাইকুম,
দেশ-বিডি25 এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আশা করি, আল্লাহর অশেষ রহমতে আপনি অনেক ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আর তাই আজ আপনাদের জন্য একদমই নতুন একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি।
আমার আজকের এই ট্রিক্সে থাকছে ফেসবুকের মত সোশ্যাল সাইট ব্যবহার করে অর্থ উপার্জন করার উপায়। নিজের লাইফ স্টাইল, সুখ-দুঃখের সময়ের কথাগুলো শেয়ার করার মাধ্যমে সামান্য পরিমাণ থেকে অসমান্য পরিমাণ ইনকাম করার খুব সহজ একটি উপায় এই ট্রিক্সের মাধ্যমে আজ আপনি জানতে পারবেন।
ফেসবুকের মত বাংলাদেশের কিছু ওয়েব ডেভলপার এক সঙ্গে মিলিত হয়ে একটি ওয়েবসাইট তৈরি করেছেন যে, ওয়েবসাইটটি সকলের কাছে একটি সোশ্যাল সাইট নামে পরিচিত। কেননা এই ওয়েবসাইটটি একদম ফেসবুকের মতোই। আপনি ফেসবুকে যেভাবে আপনার মনের কথাগুলো লিখে পোস্ট করেন। অন্যের পোস্টে লাইক,কমেন্ট করেন। আবার নিজের পছন্দের নামে পেজ এবং গ্রুপ তৈরি করে, বিনোদনমূলক, শিক্ষামূলক ও মজার, মজার গল্প শেয়ার করেন এখানেও ঠিক তেমনি শেয়ার করতে পারবেন।
তবে ফেসবুক, আর আমি এখন যে ওয়েব সাইটের কথা বলতে যাচ্ছি এই সাইটটি মাঝে সামান্য একটু ব্যবধান রয়েছে। সেই ব্যবধান হচ্ছে ফেসবুকে আমরা কোন পোস্ট করলে অথবা কোন পোস্টে লাইক, কমেন্ট করলে ফেসবুক আমাদের কোন প্রকার অর্থ প্রদান করে না। কিন্তু এখন আমি আপনাদেরকে যে সোশ্যাল সাইট এর কথা বলব এই সোশ্যাল সাইট টিতে ফেসবুকের মত লাইক, কমেন্ট এবং পোস্ট করার বিনিময়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন।
AIM BOOK
কথা অনেক বললাম এখন আর কোন কথা নয়। আমরা এখন সোজা কাজে চলে যাব।
তাহলে চলুন দেখি ওয়েব সাইটটির নাম কি এবং কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করব, আর এখানে কিভাবে প্রতি মাসে সামান্য থেকে অসামান্য পরিমাণ অর্থ উপার্জন করব ?
ওয়েবসাইটের নাম হচ্ছে Aim book ওয়েব সাইটটি দেখতে অন্যরকম হলেও ব্যবহার আপনার দীর্ঘ দিনের পরিচিত ফেসবুকের মত। এইম বুকে একাউন্ট করার জন্য আমাদের যা যা করতে হবে।
প্রথমে আপনার ক্রম ব্রাউজারের সার্চ বারে টাইপ করুন aimbook.net এর পরে সার্চ করুন৷
এরপর register এ ক্লিক করে সঠিক তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন ফরমটি পূরণ করুন। আর রেফার চাইলে Foysal40 দিতে হবে।
অথবা এখানে register এ ক্লিক করে রেজিষ্ট্রেশন ফরমটি পূরণ করুন।
বিঃদ্রঃ register এ ক্লিক করে রেজিষ্ট্রেশন ফরমটি পূরণ করলে আপনি ১০০ কয়েন ফ্রি পাবেন। এ ছাড়া আমার থেকে এইম বুকে সকল প্রকার সাহায্য পাবেন।
রেজিষ্ট্রেশন করার পরে লগইন এ ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
তারপর দেখতে পাবেন ফেসবুকের মত আপনার সামনে এইম বুকের কিছু ইউজার চলে আসছে। যাদেরকে আপনি ফলোতে ক্লিক করে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবেন। এবং তাদের পোস্টগুলোতে লাইক কমেন্ট করতে পারবেন।
আপনার টাকা দেখার জন্য সবার উপরে হাতের ডান দিকে থ্রি ডট এ ক্লিক করুন।
How to earning aim book
এরপর নিচের সিটিং নামের অপশন এ ক্লিক করুন।
তারপর সবার নিচে পয়েন্ট এ ক্লিক করুন।
এখানে আপনি দেখতে পারবেন আপনার কত পয়েন্ট হয়েছে। এ ছাড়া প্রতি পোস্টে লাইক কমেন্ট করার জন্য আপনি কতো পয়েন্ট পাবে৷ সেটাও দেখতে পাবেন এখানে।
আপনার কত ডলার আর্নিং হয়েছে বা কত সেন্ড আর্নিং হয়েছে সেটি দেখার জন্য পয়েন্টে অপশনের নিচে আর্নিং এ ক্লিক করুন।
এখানে আপনি দেখতে পাবেন আপনার কত ডলার অথবা কত পয়েন্ট আর্নিং হয়েছে।
এখানে দুই হাজার পয়েন্ট হলে আপনি এক ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বা টাকায় 82 টাকা অথবা 84 টাকা পাবেন।
আর ছয় হাজার পয়েন্ট অর্থাৎ 3 ডলার হলে আপনি এই টাকাটি বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
বিকাশ একাউন্ট টি অর্থাৎ বিকাশ নাম্বার দেওয়ার জন্য আপনার প্রোফাইলে ক্লিক করুন।
এরপর edit-এ ক্লিক করুন।
এরপর নিচের ফর্মে লক্ষ করুন বিকাশ নাম্বার নামক একটি বক্স রয়েছে সেই বক্সটিতে আপনার বিকাশ নাম্বারটি দিন।
এরপর সেভ এ ক্লিক করুন
এরপর আপনার একাউন্টে যখন 3 ডলার হয়ে যাবে তখন আপনি বিকাশ সিলেক্ট করে কনফার্ম এ ক্লিক করলে আপনার উপার্জিত টাকা আপনি পেয়ে যাবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ এইম বুক প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার টাকা পেমেন্ট করে।
কিভাবে এইম বুক থেকে বেশি বেশি করে উপার্জন করতে পারবেন তা জানার জন্য প্রতিনিয়ত ভিজিট করুন দেশ-বিডি২৫ আর অল্প কিছুদিনের মধ্যেই এইম বুক থেকে বেশি বেশি করে ইনকাম করার পদ্ধতি নিয়ে হাজির হব আমি আপনার মাঝে।
আজকের মত এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্যদিন অন্যরকম টেকনোলজি বিষয়ক ট্রিক্স নিয়ে ততোদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।
ধন্যবাদ