ansar vdp job circular 2019, Apply for Ansar and Village Defense Forces
ansar vdp job circular 2019, Apply for Ansar and Village Defense Forces
Ansar and Village Defense Forces” is an important part of the Ansar . At present, there are approximately 50,000 ordinary Ansar members in 6,000 guards in 3,732 organizations across the country.
ansar vdp job circular 2019 :
Organization name: Bangladesh Ansar VDP.
job status : Government job.
Job type : Full-time.
Age : 30 years.
Salary : basic 14200 tk
Application start date : March 29, 2019.
Application last date : April 07, 2019.
Job Location: Dhaka.
Source: Official website Online.
website:
www.ansarvdp.gov.bd Application
বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার ষ্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই শিল্প ও বানিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীগুলােতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন, রেল ষ্টেশন এবং অন্যান্য সরকারী ও বেসরকারী।
স্থাপনার নিরাপত্তার দায়িত্ব পালন করছে। প্রশিক্ষণ গ্রহণের পর আপনিও হতে পারেন একজন গর্বিত অঙ্গীভূত আনসার। আপনি আগ্রহী যােগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচী অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে।
চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ কোর্স পূর্ন মেয়াদে আনসার ভিডিপি একাডেমী গাজীপুরে পরিচালিত হবে।
২। প্রার্থীদের নিম্নলিখিত যােগ্যতা থাকতে হবে।
বয়স→ ১৮ থেকে ৩০ বছর বয়স।
(২৯/০৩/২০১৯) তারিখে বয়স ১৮ বছর এবং ০৭/০৪/২০১৯ তারিখে ৩০ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা→ নূন্যতম JSC পাশ হতে হবে।
শারিরীক যােগ্যতা→ বুকের মাপ- ৩০/৩২ ইঞ্চি। কোন দুরারােগ্য ব্যাধি থাকলে। প্রার্থীকে প্রাথমিক বাছাই-এ নির্বাচন করা হবে না।
উচ্চতা – সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি
দৃষ্টি শক্তি – ৬/৬।
অগ্রাধিকার→ অধিক উচ্চতা, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যােগ্যতা সম্পন্ন, (ভিডিপি / টিডিপি) মৌলিক। প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে প্রাথমিক বাছাই-এ অগ্রাধিকার দেয়া হবে।
ansar vdp job circular 2019

আবেদন ক্ষেত্রে যা প্রযোজনঃ
৩। জাতীয়তাঃ বাংলাদেশী।
৪। অনলাইন রেজিষ্ট্রেশন পদ্ধতিঃ
ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যেকোন অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট,
(WWW.ansarvdp.gov.bd) এ সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে।
উক্ত লিংকটি ২৯/০৩/২০১৯ তারিখ রাত ১২ ঘটিকা হতে সক্রিয় হয়ে ০৭/০৪/২০১৯ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত সক্রিয় থাকবে।
অন-লাইন রেজিষ্ট্রেশনকালীন ফি বাবদ ২০০ (দুইশত) টাকা অন-লাইনে প্রদর্শিত বিকাশ/ রকেট মােবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে যা অফেরতযােগ্য।
আবেদনকালে আবেদনপত্র দাখিল ও ফি পরিশােধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামর্শের জন্য ০১৮৪০১৯৭২০৭, ০১৬২৯৪৬৪২৮৯ এবং ০১৫৩৪৭২৬৫৩৫ নম্বরে যােগাযােগ করতে হবে।
রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে অন-লাইনে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে।
৫। যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের জন্য প্রয়ােজনীয় কাগজপত্রঃ
(ক) শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র।
(খ) জাতীয় পরিচয়পত্রের মূল কপি।
(গ) চারিত্রিক সনদপত্রের মূলকপি।
(ঘ) নাগরিকত্ব সনদপত্রের মূলকপি৷
(ঙ) অন-লাইন রেজিষ্ট্রেশনের, কনফারমেশন ডকুমেন্টের (প্রবেশপত্র) মুলকপি।
(চ) ক থেকে ঙ পর্যন্ত সকল ডকুমেন্টের ফটোকপি যা গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত।
(ছ) সদ্যতােলা ০৪(চার) কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি যা গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত।
(জ) প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবাের্ড সঙ্গে আনতে হবে।
৬। অঙ্গীভূত হওয়ার পর সুযােগ-সুবিধাঃ
(ক) প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ১৩,০৫০ টাকা এবং পার্বত্য এলাকয় ১৪,২০০ টাকা ভাতা প্রাপ্য হবেন ।
(খ) প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন ৯৭৫০ টাকা হারে।
(গ) দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে।
(ঘ) কর্তব্যরত অবস্থায় মৃত্যু বরণ করলে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।