ansarvdp job circular 2019
ansarvdp job circular 2019

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়ােগের জন্য প্রত্যেক পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
- জব ক্যাটাগরিঃ সরকারি।
- জব স্টাটাসঃ ফুল টাইম।
- পদের সংখ্যাঃ ৩২৫ জন।
- বয়সঃ ১৮ থেকে ৩০ বছর।
- শিক্ষাগত যোগ্যতাঃ পদ অনুযায়ী।
- আবেদন শুরুঃ ২৭/৪/২০১৯
- আবেদন শেষঃ ২৭/৫/২০১৯
ansarvdp job circular 2019
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ
ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশােরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গােপালগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, বি-বাড়ীয়া, চাঁদপুর, নােয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ,সুনামগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, নওগাঁ।
নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, খুলনা, সাতক্ষীরা, যশাের, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, ভােলা,পটুয়াখালী,বরগুনা,(এতিম/শারিরীক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে)।
পদের নাম, বেতন স্কেল ও পদের সংখ্যাঃ
১। ফার্মাসিস্ট – ৩
বেতন স্কেল- ১২৫০০-৩০২৩০/- (গ্রেড-১১তম)
২। কম্পিউটার অপারেটর – ১
বেতন স্কেল-১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩তম)
৩। সাঁট মুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর -১
বেতন স্কেল-১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩তম)
৪। বিজ্ঞাপন সহকারী – ১
বেতন স্কেল-১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)
৫। থানা/উপজেলা প্রশিক্ষক – ১০৬
বেতন স্কেল- ৯৭০০-২৩৪৯০/- (গ্রেড-১৫)
৬। উপজেলা/থানা প্রশিক্ষিকা – ৩৬
বেতন স্কেণ- ৯৭০০-২৩৪৯০/- (গ্রেড-১৫)
৭। মাস্টার/নৌযান চাণক – ৩
বেতন স্কেণ- ৯৭০০-২৩৪৯০/- (গ্রেড-১৫)
৮। সারেং/ণঞ্চ ড্রাইভার – ৩
বেতন স্কেল- ৯৭০০-২৩৪৯০/- (গ্রেড-১৫)
৯। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ৪০
বেতন স্কেল- ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
১০। নার্সিং সহকারী – ১৫
বেতন স্কেল- ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
১১। কম্পাউন্ডার – ১
বেতন স্কেল- ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
১২। সিইউইং, নিটিং এন্ড স্টিচিং ইট্রাক্টর – ১
বেতন স্কেল- ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
১৩। আউট বাের্ড মটর (ওবিএম) ড্রাইভার – ৭
বেতন স্কেল- ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
১৪। ইলেকট্রিশিয়ান – ১
বেতন স্কেল- ৯০০০-২১৮০০/- (গ্রেড-১৭)
১৫। মহিলা আনসার – ২২
বেতন স্কেন- ৮৮০০-২১৩১০/-(গ্রেড-১৮)
১৬। সিগন্যাল অপারেটর – ২
বেতন স্কেল- ৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮)
১৭। ইলেকট্রিশিয়ান (মট্যান) – ১
বেতন স্কেল- ৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮)
১৮। পেইন্টার – ২
বেতন স্কেল- ৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮)
১৯। গাড সিপাই – ৪
বেতন স্কেল- ৮৫০০-২০৫৭০/- (গ্রেড-১৯)
২০। এমুনিশন(এনসিও) (নন-কমিশন কর্মকর্তা) – ১
বেতন স্কেণ- ৮৫০০-২০৫৭০/- (গ্রেড-১৯)
২১। আমােরার – ২৩
বেতন স্কেল- ৮৫০০-২০৫৭০/- (গ্রেড-১৯)
২২। কোয়াটার মাস্টার – ৩
বেতন স্কেল- ৮৫০০-২০৫৭০/-(গ্রেড-১৯)
২৩। ব্যান্ড ম্যান – ৪
বেতন স্কেল- ৮৫০০-২০৫৭০/- (গ্রেড-১৯)
২৪। মহিলা ব্যান্ড – ২২
বেতন স্কেণ- ৮৫০০-২০৫৭০/- (গ্রেড-১৯)
২৫। সুকানী – ৪
বেতন স্কেল- ৮৫০০-২০৫৭০/- (গ্রেড-১৯)
২৬। নকর – ১
বেতন স্কেল- ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)
২৭। অয়োম্যান – ২
বেতন স্কেল- ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)
২৮। নিরাপত্তা প্রহরী – ৪
বেতন স্কেল- ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)
২৯। অফিস সহায়ক – ১১
বেতন স্কেল-৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)
ansarvdp job circular 2019



অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
আবেদনকারীকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarvdp.gov.bd এ প্রবেশ করে গুরুত্বপূর্ন লিংক এর আওতায় ৩য়/৪র্থ শ্রেনীর নিয়ােগ লিংকে ক্লিক করে আবেদন করতে হবে।
ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যে কোন অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট এ ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারী নিয়ােগ লিংকে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে।
উক্ত লিংকটি ২৭/০৪/২০১৯ খ্রিঃ তারিখ হতে সক্রিয় হয়ে ২৭/০৫/২০১৯ খ্রিঃ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অন-লাইনে রেজিষ্ট্রেশনকালীন ফি বাবদ ক্রমিক নং- ০১ হতে ২৫ পর্যন্ত ১০০/-(একশত) টাকা এবং ক্রমিক নং- ২৬ হতে ২৯ পর্যন্ত ৫০/- (পঞ্চাশ) টাকা আবেদন পাের্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি (বিকাশ, রকেট, টি-ক্যাশ, এম-ক্যাশ, ইউ-পে, আইবিবিএল আই ব্যাংকিং) এর মাধ্যমে জমা দিতে হবে। অন-লাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে কোন জটিলতায় এই নম্বরে ০১৮৮৫০২২০২২ যােগাযােগের জন্য অনুরােধ করা হলাে।
রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে অন-লাইন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। যথাসময়ে প্রার্থীর আবেদনে প্রদত্ত মােবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলােড করার জন্য নিদের্শনা প্রদান করা হবে।
আবেদন পত্রের রেফারেন্স আইডি এর সাহায্যে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলােড বা যাবে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোন ক্রমেই পরীক্ষায় অংশগ্রহন করা যাবে না।
লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে নিম্নবর্ণিত কাগজপত্রাদির ১ সেট সত্যায়িত অনুলিপি এবং মূল কপি মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে এবং (সকল কাগজপত্রাদি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে)।
(i) শিক্ষাগত যােগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ সিটি কপােরেশনের কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদ।
(ii) মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধা/পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা এর ক্ষেত্রে মুক্তিযােদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত তাদের। পিতা/মাতার/পিতামহ-পিতামহীর/মাতামহ-মাতামহীর মুক্তিযুদ্ধের মূল/সাময়িক সনদপত্র।
(iii) আবেদনকারী মুক্তিযােদ্ধা/মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা/পুত্র কন্যার পুত্র-কন্যা হলে তিনি যে মুক্তিযােদ্ধা/ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা/ পুত্র কন্যার পুত্র-কন্যা-এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ। এতিম/ প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ।
(iv) প্রার্থী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হলে সংশ্লিষ্ট প্রশিক্ষণ সনদ। প্রার্থী ক্ষুদ্র-নৃগােষ্ঠী হলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। শুধুমাত্র সরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণ অনলাইনে আবেদনের পর।
(v) আবেদনপত্র ও যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনের হার্ডকপি ৩০/০৫/২০১৯খ্রিঃ তারিখের মধ্যে রেকর্ড শাখা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও, ঢাকা এর বরাবরে প্রেরণ করতে হবে। বর্তমান চাকুরীর বিস্তারিত তথ্য প্রদান করবেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষার
সময় পূর্বের চাকুরী দাতা কর্তৃপক্ষের প্রদত্ত সম্মতিপত্র দাখিল করবেন।
(vi) সকল পদের জন্য প্রার্থীর বয়স ২৭/০৫/২০১৯ খ্রিঃ তারিখে অবশ্যই ন্যূনতম ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। মুক্তিযােদ্ধা/ মুক্তিযােদ্ধার পুত্র- কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য।
বিঃদ্রঃ বয়সের ব্যাপারে কোন প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য হবে না এবং এক্ষেত্রে বিধি মােতাবেক কোটা সংরক্ষণ করা হবে।
ansarvdp job circular 2019
লিখিত, মৌখিক ও ব্যবহারিক প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান ব্রা হবে না ।
আবেদনের জন্য ক্রমিক নং- ০১ হতে ক্রমিক নং-২৫ পর্যন্ত ১০০/- (একশত) টাকা এবং ক্রমিক নং-২৬ হতে ২৯ পর্যন্ত ৫০/- (পঞ্চাশ) টাকা পরিশােধ করতে হবে। পরিশােধের নিয়মাবলী আবেদন ফরম পূরনের সাইটে দেয়া থাকবে।
Like our Facebook Page
এ নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়ােগ প্রদান করতে বাধ্য থাকবেন না। বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সরকার নির্ধারিত কোটা সংরক্ষণ করা হবে। নিয়ােগের যে কোন পর্যায়ে প্রার্থীর আবেদনে প্রদত্ত কোন তথ্য ভুল প্রমাণিত হলে কিংবা অসম্পূর্ণ তথ্য দাখিল করলে তার আবেদনপত্র বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
অনলাইনে সঠিক জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে। জাতীয় পরিচয় পত্রের নম্বর যাচাই কালে ভুল প্রমাণিত হলে প্রার্থীতা বাতিল হয়ে যাবে। এবং মৌখিক পরীক্ষার সময় অব্যর্থভাবে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।