Bangladesh bank job circular 2019 – বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ বিজ্ঞপ্তি 2019

Bangladesh bank job circular 2019 – বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ বিজ্ঞপ্তি ২০১৯

Bangladesh bank job circular 2019

Bangladesh bank job circular 2019 : বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের চিকিৎসাকেন্দ্র (ডিস্পেনসারি)- এর জন্য ফার্মাসিস্ট পদে নিয়োগ দেয়া হবে। উক্ত পদে ১১ জন কে নিয়োগ দিবে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ােগে প্রার্থীকে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশী স্থায়ী নাগরিক হতে হবে।

  • জব ক্যাটাগরিঃ সরকারি।
  • জব স্টাটাসঃ ফুল-টাইম৷
  • পদের নামঃ হিউম্যান রিসাের্সেস ডিপার্টমেন্ট।
  • পদের সংখ্যাঃ পদ সংখ্যাঃ ১১(এগার)টি (কম/বেশি হতে পারে)।
  • বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
  • আবেদন পদ্ধতিঃ অনলাইন।
  • আবেদন শেষঃ ২৬ জুন ২০১৯ তারিখ।

বেতন স্কেলঃ জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১২৫০০-১৩১৩০-১৩৭৯০-১৪৪৮০-১৫২১০-১৫৯৮০
-১৬৭৮০-১৭৬২০-১৮৫১০-১৯৪৪০-২০৪২০-২১৪৫০
-২২৫৩০-২৩৬৬০-২৪৮৫০-২৬১০০-২৭৪১০-২৮৭৯০
-৩০২৩০ টাকা। স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদি।

শিক্ষাগত যােগ্যতাঃ
ক) এস.এস.সি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ-এর রেজিস্ট্রেশনসহ ০৩(তিন) বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ফার্মেসী।
গ) বর্ণিত ন্যূনতম শিক্ষাগত যােগ্যতার ক্ষেত্রে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযােগ্য হবে না।

আবেদনের নিয়মাবলিঃ
০১। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৬/০৬/২০১৯ তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট (www.erecruitment.bb.org.bd) -এ Online Application Form পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে।

০২। O’ Level এর ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বাের্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

0৩। Online Application Form এ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।

০৪। দরখাস্ত করার সময় ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে।

০৫। Online এ আবেদন করার পর CV Identification Number, Tracking Number ও Password যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র Download করা এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়ােজন হবে।

০৬৷ প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনাে কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিকট থেকে আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়ােজনীয় দলিলাদি আহবান করা হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেয়া হবে।

Bangladesh bank job circular 2019

বিস্তারিত দেখুনঃ

Bangladesh bank job circular 2019

০৭। চাকুরীরত প্রার্থীগণ তাদের নিয়ােগকারী কর্তৃপক্ষের পূর্বানুমােদনক্রমে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ১০নং ক্রমিকে উল্লিখিত শর্ত মােতাবেক দলিলাদি স্ব-স্ব নিয়ােগকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে। অন্যথায় প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে।

০৮। অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোনাে প্রকার যােগাযােগ ব্যতিরেকেই বাতিল করা হবে।

০৯। প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

১০। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে।

১১। নিয়ােগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারী নীতিমালা অনুসরণ করা হবে।

১২। কোন ক্ষেত্রে কাগজপত্রাদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোন প্রার্থীর যােগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোন জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর (Substantive) ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়ােগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে।

বিঃদ্রঃ বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ প্রার্থীদের কাউকে নিয়ােগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *