Bangladesh army soinik new job circular 2021
BD army: The Bangladesh Army has recently issued a notification to recruit an indefinite number of manpower for the 84th BMA course. You can also join if you are eligible to apply for the post as per the notification.
BD Army – বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
- জব ক্যাটাগরিঃ সরকারি।
- জব স্টাটাসঃ ফুলটাইম।
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যথাক্রমে জিপিএ ৫.০০ এবং ৪.৫০ থাকতে হবে৷
- বয়সঃ ১৭ থেকে ২১ বছর।
- বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।
- জাতীয়তাঃ জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।
- আবেদন প্রক্রিয়াঃ অনলাইন।
- আবেদন শুরুঃ ১০-০৯-২০১৯ থেকে।
- আবেদন শেষঃ ৩০-১০-২০১৯ পর্যন্ত।
আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ
বয়সঃ ০১ জুলাই ২০২০ তারিখে ১৭-২১ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮-২৩ বছর।
শারীরিক যােগ্যতাঃ
পুরুষ প্রার্থীদের জন্য-
উচ্চতাঃ ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
ওজনঃ ৫৪ কিলােগ্রাম (১২০ পাউন্ড)।
বুকের মাপঃ স্বাভাবিক – ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) এবং প্রসারণ – ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।
মহিলা প্রার্থীদের জন্য-
উচ্চতাঃ ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)।
ওজনঃ ৪৭ কিলােগ্রাম (১০৩ পাউন্ড)।
বুকের মাপঃ স্বাভাবিক – ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) এবং প্রসারণ – ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযােগ্য বিবেচিত হবেন।
শিক্ষাগত যােগ্যতাঃ
(ক) জাতীয় মাধ্যম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ-৫.০০ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
(খ) ইংরেজী মাধ্যম ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম B গ্রেড পেয়ে উত্তীর্ণ। অথবা ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড ও ১টিতে C গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে A গ্রেড ও ১টিতে B গ্রেড পেয়ে উত্তীর্ণ।
প্রার্থীর অযােগ্যতাঃ
সেনা/নৌ/ বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে বরখাস্ত/অপসারিত/ স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
আইএসএসবি (ISSB) পরীক্ষায় দু’বার স্ক্রিন্ড আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিক্যাল বাের্ড কর্তৃক অযােগ্য বিবেচিত হলে।
প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযােগ্য বলে বিবেচিত হবেন।
প্রার্থীর বয়স ১৯ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) করা হলে গ্রহণযােগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে নূন্যতম ৬ (ছয়) মাস অতিবাহিত হতে হবে।
অনলাইনে আবেদনের পদ্ধতিঃ
১০ সেপ্টেম্বর ২০১৯ তারিখ হতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারী প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে ৮৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে APPLY করতে হবে।
আবেদনকারী প্রার্থীগণ Trust Bank t-cash, VISA/Master Card, Bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০/- (এক হাজার) টাকা (অফেরতযােগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েব সাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায়।
অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানাে কাস্টমার সাপাের্ট নম্বরে (+৮৮০১৮৮৫০২২০২২) সরাসরি যােগাযােগ করুন।