Border Guard Bangladesh সিভিল সার্ভিসে অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Border Guard Bangladesh সিভিল সার্ভিসে অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Border Guard Bangladesh

বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৬ টি পদে মোট ৮৯ জনকে অসামরিক পদে নিয়োগ দিবে বাংলাদেশ বর্ডার গার্ড। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় আবেদনের যোগ্যতা থাকলে আপনিও যোগ দিতে পারবেন।

  • জব ক্যাটাগরিঃ অসামরিক।
  • জব স্টাটাসঃ ফুলটাইম।
  • যোগ্যতাঃ পদ অনুযায়ী ভিন্ন।
  • বয়সঃ ১৮ থেকে ৩০ বছর।
  • আবেদন প্রক্রিয়াঃ অনলাইন।
  • আবেদন শুরুঃ ২২-০৮-২০১৯ থেকে।
  • আবেদন শেষঃ ২৮-০৮-২০১৯ পর্যন্ত।

পদের নাম, সংখ্যা, বেতন ও যোগ্যতাঃ    

পদের নামঃ ইমাম/আরটি (পুরুষ)
পদসংখ্যা: ০৩ টি
শিক্ষাগত যোগ্যতা : ফাজিল পাস (২য় বিভাগে উত্তীর্ণ হতে হবে)।
বেতন: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নামঃ অফিস সহকারী (পুরুষ)
পদ সংখ্যা : ০৬ টি
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক বা সমমান পাস
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ৩০ হতে হবে।
বেতন স্কেল :  ৯,৩০০ – ২২,৪৯০ টাকা

পদের নামঃ মিডওয়াইফ (মহিলা)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস।
বেতন: ৯,০০০ – ২১,৮০০ টাকা।

পদের নামঃসহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)
পদসংখ্যা: ০৫ টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস।
বেতন: ৯,০০০ – ২১,৮০০ টাকা।

পদের নামঃ গ্রীজার (পুরুষ)
পদসংখ্যা: ০৪ টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস।
বেতন: ৮,৮০০ – ২১,৩১০ টাকা।

পদের নামঃ কার্পেন্টার (পুরুষ)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নামঃ প্লাম্বার (পুরুষ)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,৮০০ – ২১,৩১০ টাকা।

পদের নামঃ বুটমেকার (পুরুষ)
পদসংখ্যা: ০৩ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,৮০০ – ২১,৩১০ টাকা।

পদের নামঃ অফিস সহায়ক (পুরুষ)
পদসংখ্যা: ০৫ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,২৫০ – ২১,০১০ টাকা।

পদের নামঃ ভলকানাইজার (পুরুষ)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,৮০০ – ২১,৩১০ টাকা।

পদের নামঃ ওয়ার্ড বয় (পুরুষ)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নামঃ রাখাল (পুরুষ)
পদসংখ্যা: ০২ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নামঃ বাবুর্চি (পুরুষ)
পদসংখ্যা: ৪২ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নামঃ মালী (পুরুষ)
পদসংখ্যা: ০৫ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নামঃ পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)
পদসংখ্যা: ০৮ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নামঃ পরিচ্ছন্নতাকর্মী (মহিলা)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ

অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মহােদয় (নিয়ােগকারী কর্তৃপক্ষ) বিজ্ঞপ্তিতে বর্ণিত আসন সংখ্যা কম/বেশী করার ক্ষমতা সংরক্ষণ করেন।

শারীরিক যােগ্যতা পুরুষঃ

উচ্চতাঃ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৫২৪ মিটার (৫-৫)।

ওজনঃ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৪৮.৬৩ কেজি । তবে বয়স ও উচ্চতার উপর ভিত্তি করে ওজন কম/বেশী হবে।

বুকের মাপঃ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৮১.২৮ – ৮৬.৩৬ সেঃ মিঃ (৩২- ৩৪)।

শারীরিক যােগ্যতা মহিলাঃ

উচ্চতাঃ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৪২২ মিটার (৪-৮)।

ওজনঃ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৩৬.৩৬ কেজি।

বুকের মাপঃ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৭৬.২০ – ৮১.২৮ সেঃ মিঃ (৩০-৩২)।

উভয় ক্ষেত্রে সম্প্রসারণ- ৫.০৮ সেঃ মিঃ (কমপক্ষে)।

দৃষ্টিশক্তিঃ ৬/৬ হতে হবে।

প্রর্থীর বয়সঃ

ক। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ০১-০১-২০২০ তারিখে বয়স ১৮ হতে ৩০ বছর (জন্ম তারিখ ৩১-১২-২০০১ বা এর পূর্বে এবং ৩১-১২-১৯৮৯ বা এর পরে
জন্ম হতে হবে)।

খ। মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানদের সন্তানের ক্ষেত্রে ০১-০১-২০২০ তারিখে বয়স ১৮ হতে ৩২ বছর (জন্ম তারিখ ৩১-১২-২০০১ বা এর পূর্বে এবং ৩১-১২-১৯৮৭ বা এর পরে জন্ম হতে হবে)। উল্লেখ্য, বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত। বিবাহিতের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের বিবাহকালীন বয়স ২৫ বছর এবং মহিলা প্রার্থীদের বিবাহকালীন বয়স ১৯ বছরের অধিক হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযােগ্য নহে)।

ভর্তির স্থান ও তারিখঃ রেজিষ্ট্রেশনকৃত প্রার্থীদেরকে ভর্তির স্থান ও তারিখ এসএমএস (SMS) এর মাধ্যমে জানানাে হবে।

Border Guard Bangladesh

রেজিষ্ট্রেশন বিজ্ঞপ্তির ক্রমিক ১, ৩ ও ৪ অনুযায়ী আগ্রহী প্রার্থীগণ যে কোন টেলিটক মােবাইল ফোন হতে নিম্নবর্ণিত Trade Code, SSC Board Code,
Home District Code, Upazilla Name, Freedom Fighter Code ব্যবহার করে আগামী ২২ আগস্ট ২০১৯ তারিখ ১০.০০ ঘটিকা হতে ২৮ আগস্ট ২০১৯ তারিখ ২৪.০০ ঘটিকা পর্যন্ত ইংরেজিতে এসএমএস (SMS) প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন ?

ট্রেড কোড (Trade Code)। এসএমএস (SMS) প্রেরণের সময় নিম্নবর্ণিত পদ (Trade) এর পার্শ্বে উল্লেখিত নির্দিষ্ট Code ব্যবহার করতে হবে।

Trade Name and Trade Code

  • Imam/RT – 65
  • MLss Office Assistant – 66
  • Vulcanizer – 74
  • Midwife – 67
  • Ward Boy – 75
  • Asst OBM Driver – 68
  • Rakhal – 76
  • Greaser – 69
  • Cook – 77
  • Carpenter – 70
  • Mali – 78
  • Plumber – 71
  • Sweeper (Male) – 79
  • Bootmaker Sweeper (Female) – 80

SSC & HSC বাের্ড কোড। এসএমএস (SMS) প্রেরণের সময় এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পাশের নিম্নবর্ণিত বাের্ড কোড ব্যবহার করতে হবে ?

Border Guard Bangladesh

Board Name – Board Code

1. Dhaka Board – DHA

2. Chittagong Board – CHI

3. Rajshahi Board – RAJ

4. Comilla Board – COM

5. Barisal Board – BAR

6. Sylhet Board – SYL

7. Dinajpur Board – DIN

8. Jessore Board – JES

9. Madrasa Board – MAD

10. Technical Board – TECH

এসএমএস (SMS) প্রেরণের সময় নিম্নবর্ণিত মুক্তিযােদ্ধা বিষয়ক (Freedom fighter related) Code ব্যবহার করতে হবে ?

Freedom fighter related Code (মুক্তিযােদ্ধা বিষয়ক কোড)

  • মুক্তিযােদ্ধার সন্তান মুক্তিযােদ্ধার সন্তানের সন্তান হলে – M
  • মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানের সন্তান না হলে – N

এসএমএস (SMS) এর মাধ্যমে রেজিষ্ট্রেশন (Registration) করার নিয়মাবলীঃ

ইমাম ও অফিস সহকারী পদে ভর্তিচ্ছুক প্রার্থীগণ যে কোন টেলিটক প্রিপেইড মােবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে ১৬২২২ নাম্বারে এসএমএস (SMS) প্রেরণ করুনঃ

BGB <Space> TRADE CODE <Space> SSC BOARD CODE <Space> SSC ROLL <space> PASSING YEAR <space> HSC BOARD CODE <Space> HSC ROLL <Space> PASSING YEAR <space> HOME DISTRICT CODE <space> UPAZILLA NAME <space>
FREEDOM FIGHTER CODE SEND TO 16222

উদাহরণঃ পদের নাম- Office Assistant, এসএসসি বাের্ড- DHAKA, রােল নাম্বার- 342014, পাশের বছর- 2012, এইচএসসি বাের্ড-DHAKA, রােল নাম্বার- 203564। পাশের বছর- 2014, জেলা কোড-40, উপজেলার নাম- MIRPUR।

মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানের সন্তান না হলে এই প্রার্থীর SMS হবে নিম্নরুপঃ

BGB 66 DHA 342014 2012 DHA 203564 2014 40 MIRPUR N (মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানের সন্তান হলে N এর স্থলে M হবে)।

মিডওয়াইফ, সহকারী ওবিএম ড্রাইভার এবং গ্রীজার পদে ভর্তিচ্ছুক প্রার্থীগণ যে কোন টেলিটক প্রিপেইড মােবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে ১৬২২২ নাম্বারে এসএমএস (SMS) প্রেরণ করুন।

BGB <Space> TRADE CODE <Space> SSC BOARD CODE <Space> ssc ROLL <space> PASSING YEAR <space> HOME DISTRICT CODE <space> UPAZILLA NAME <space> FREEDOM FIGHTER CODE = SEND TO 16222.

উদাহরণঃ পদের নাম- MIDWIFE, এসএসসি বাের্ড- DHAKA, রােল নম্বর-236098, পাশের বছর-2012, জেলা কোড-40, উপজেলা- MIRPUR।

aim book

মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানের সন্তান না হলে, এই প্রার্থীর SMS হবে নিম্নরুপঃ

BGB 67 DHA 23609৪ 2012 40 MIRPUR N (মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানের সন্তান হলে N এর স্থলে M হবে)।

কার্পেন্টার, প্লাম্বার, বুটমেকার, অফিস সহায়ক (MLSS), ভলকানাইজার, ওয়ার্ড বয়, রাখাল, বাবুর্চি, মালী, পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ) এবং পরিচ্ছন্নতাকর্মী (মহিলা) পদে ভর্তিচ্ছুক প্রার্থীগণ যে কোন টেলিটক প্রিপেইড মােবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে ১৬২২২ নাম্বারে SMS প্রেরণ করুন।

BGB<Space>TRADE CODE * CANDIDATES NAME * FATHER’S NAMEOTHER’S NAME * DISTIRICT CODEUPAZILLA NAME * DATE OF BIRTH * FREEDOM FIGHTER CODE AND SEND TO 16222.

উদাহরণঃ পদের নাম- CARPENTER* নাম- Md Serajul Islam* পিতার নাম- Mizanur Rahman মাতার নাম- Aklima Begum* নিজ জেলা- Jashore* উপজেলার নাম- Bagharpara জন্ম তারিখঃ-10/04/1994* মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানের সন্তান না হলে এই প্রার্থীর SMS হবে নিম্নরুপঃ

BGB 70 * MD SERAJUL ISLAM * MIZANUR RAHMAN * AAKLIMA BEGUM * 23 * BAGHARPARA *10/04/94*N.

(মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানের সন্তান হলে N এর স্থলে M হবে)।

প্রার্থীদের এসএমএস (SMS) প্রাপ্তির পর তাৎক্ষণিক তথ্য যাচাই করে যােগ্য প্রার্থীদেরকে একটি পিন (PIN) নাম্বার সম্বলিত এসএমএস (SMS) টেলিটক নাম্বারে প্রেরণ করা হবে। অযােগ্য প্রার্থীদের অযােগ্যতার কারণ এসএমএস (SMS) এ উল্লেখ থাকবে।

যােগ্য প্রার্থীদের পিন (PIN) নাম্বার প্রাপ্তির পর ১৫০.০০ (একশত পঞ্চাশ) টাকা আবেদন ফি প্রদান করতে ইচ্ছুক হলে পুনরায় টেলিটক মােবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নবর্ণিত তথ্যগুলি টাইপ করে ১৬২২২ নাম্বারে এসএমএস (SMS) প্রেরণ করতে হবে।

BGB<space>YES<space>PIN NO<space>Personal Contact number (any mobile operator) send to 16222

উদাহরণঃ BGB YES 89409812 01XXXXXXXXX

• ভর্তি কার্যক্রমের ফি বাবদ ১৫০.০০ (একশত পঞ্চাশ) টাকা কর্তন করা হবে বিধায় দ্বিতীয়বার মেসেজ প্রেরণের পূর্বে টেলিটকের প্রিপেইড মােবাইলের ব্যালেন্স এসএমএস (SMS) প্রেরণ চার্জসহ ন্যূনতম ১৬০.০০ (একশত ষাট) টাকা হওয়া আবশ্যক।

• দ্বিতীয়বার এসএমএস (SMS) প্রাপ্তির পর প্রার্থীকে রেজিস্ট্রেশন নাম্বারসহ একটি কনফার্মেশন এসএমএস (SMS) টেলিটক ও প্রার্থীর নিজস্ব মােবাইলে প্রেরণ করা হবে। ইমাম/আরটি, অফিস সহকারী, মিডওয়াইফ, সহকারী ওবিএম ড্রাইভার এবং গ্রীজার পদে আবেদনকারী প্রার্থীদের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে/ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে টেলিটক প্রিপেইড মােবাইল হতে ১৬২২২ নাম্বারে প্রেরণ করুন।

BGB <space> HELP <space> ssc BOARD CODE <space> ssc ROLL <space> PASSING YEAR <space> DISTICT CODE <space> UPAZILLA NAME SEND TO 16222.

উদাহরণঃ BGB HELP DHA 236098 2012 40 MIRPUR =) SEND TO 16222.

কার্পেন্টার, প্লাম্বার, বুটমেকার, অফিস সহায়ক, ভলকানাইজার, ওয়ার্ড বয়, রাখাল, বাবুর্চি, মালী, পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ) এবং পরিচ্ছন্নতাকর্মী (মহিলা) পদে আবেদনকারী প্রার্থীদের ভর্তি
পরীক্ষার রেজিষ্ট্রেশন নাম্বার হারিয়ে/ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে টেলিটক প্রিপেইড মােবাইল হতে ১৬২২২ নাম্বারে প্রেরণ করুণ।

BGB <space> HELP <space> PIN <space> PIN Number SEND TO 16222.

উদাহরণঃ BGB HELP PIN 6975 = SEND TO 16222.

• শুধুমাত্র কনফার্মেশন মেসেজ প্রাপ্ত প্রার্থীগণের এসএমএস (SMS) এ সরবরাহকৃত নিজস্ব মােবাইল নাম্বারে পরবর্তীতে BGB এর গ্রামীণ, রবি অথবা টেইলটক নাম্বার (০১৭২৯০২৪৮৪৮, ০১৮৪৭১৬৯৭৭৭, ০১৫৫২১৪৬১৫০) এর মাধ্যমে পরীক্ষার স্থান, তারিখ ও অন্যান্য তথ্যাদি জানিয়ে এসএমএস (SMS) করা হবে।

• পরীক্ষায় উপস্থিত হওয়ার তারিখ ও সময় সম্বলিত মেসেজ মুছে/ভুলে গেলে টেলিটক নাম্বার থেকে মােবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নিম্নেলিখিত তথ্যগুলি টাইপ করে ১৬২২২ নাম্বারে করুন।

BGB <space> HELP <space> ROLL <space> CIVIL-5410014 SEND TO 16222.

উদাহরণঃ BGB HELP ROLL CIVIL-541001 SEND TO 16222.

ফি জমা দেওয়ার পর আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে। একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশােধন বা পরিবর্তন করা যাবে না। প্রার্থীদের মেডিক্যাল ও লিখিত পরীক্ষা গ্রহণ। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক মেডিক্যাল, লিখিত ও মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা গ্রহণ করা হবে।

অতঃপর যােগ্য প্রার্থীদের মধ্য হতে মেধা তালিকা মােতাবেক বরাদ্দকৃত কোটা অনুযায়ী শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই এইচবিএস এজি (HBs Ag) রক্ত পরীক্ষা এবং (Dope Test) সম্পন্ন করার জন্য
বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা প্রেরণ করা হবে। উল্লেখ্য, এইচবিএস এজি (HBs Ag) রক্ত পরীক্ষায় নেগেটিভ (Negative) এবং Dope Test পরীক্ষায় Not Detected] ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে।

Border Guard Bangladesh

ভর্তির সময় অবশ্যই যা সংঙ্গে আনতে হবেঃ

ক। শিক্ষাগত যােগ্যতা সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

খ। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্তৃক অষ্টম শ্রেণী/ এসএসসি/দাখিল/এইচএসসি/ফাজিল/ সমমান পাশের মূল প্রশংসাপত্রসহ সত্যায়িত ছায়াকপি যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে।

গ। অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকুরীতে যােগদানের সম্মতি সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি (চেয়ারম্যান/পৌরসভার ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রতিস্বাক্ষরিত)।

ঘ। সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

ঙ। ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

চ। ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

ছ। সদ্য তােলা ১১ (এগার) কপি পাসপাের্ট সাইজের রংগীন ছবি (০১ কপি ছবি ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং ১০ কপি সত্যায়িত ব্যতীত)।

জ। বিবাহিত/অবিবাহিত সম্পর্কিত স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

ঝ। বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে কাবিননামার মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি ও স্বামী-স্ত্রীর রংগীন পােষ্ট কার্ড সাইজের ০২ (দুই) কপি যুগল ছবি যা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্যায়িত হতে হবে।

ঞ। জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

মুক্তিযােদ্ধার সন্তান ও সন্তানদের সন্তানের জন্য। মুক্তিযােদ্ধার সন্তান ও সন্তানদের সন্তান হিসেবে চিহ্নিত করণের জন্য স্থায়ী ঠিকানার স্থানীয় ইউনিয়ন/পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক ঔরশজাত সন্তান হিসেবে প্রদত্ত প্রত্যায়নপত্র, যা উপজেলা নির্বাহী কর্মকর্তা/১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা প্রতিস্বাক্ষরিত হতে হবে। উল্লেখ্য মুক্তিযােদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে আদালত কর্তৃক প্রদত্ত সাকসেশন সার্টিফিকেট উপস্থাপন করতে হবে। মুক্তিযােদ্ধা কোটায় ভর্তির পর কোন প্রার্থীর জমাকৃত মুক্তিযােদ্ধা সনদপত্র ভুয়া প্রমানিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী আইনে বিচারের জন্য তাকে পুলিশের নিকট সােপর্দ করা হবে।

বিজিবি এর কর্মরত/অবসরপ্রাপ্ত/শহীদ/মত সদস্যের সন্তানদের জন্য। প্রার্থীর সত্যায়িত ছবি, পিতার রেজিমেন্ট নম্বর, পদবী, নাম উল্লেখ পূর্বক স্থায়ী ঠিকানা সম্বলিত সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক স্বাক্ষরিত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রতিস্বাক্ষরিত সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি। এছাড়া কর্মরত বিজিবি সদস্যের সন্তানগণ পিতার বর্তমান পরিচয়পত্রের সত্যায়িত ছায়াকপি এবং অবসরপ্রাপ্ত শহীদ মৃত বিজিবি সদস্যের সন্তানগণকে তার পিতার পেনশন বহি, কাৰ্যমুক্তি ছাড়পত্র ও পরিচয়পত্র (যা বিদ্যমান) নির্বাচনী পর্ষদের নিকট যাচাইয়ের নিমিত্তে উপস্থাপনের জন্য সংগে আনতে হবে।

উপজাতীয়দের জন্য। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত উপজাতি সনদপত্র উপস্থাপন করতে হবে।

সরকারী এতিমখানা নিবাসী (এতিম) সদস্য। সরকারী ও সরকারী নিবন্ধনপ্রাপ্ত এতিমখানার প্রধান কর্মকর্তা কর্তৃক দেয় প্রশংসাপত্র যাতে প্রার্থী এতিম এবং প্রার্থীর পূর্বকালীন স্থায়ী ঠিকানা, জন্ম এবং এতিমখানা নিবাসের নিবন্ধনকৃত ব্যক্তিগত নম্বর উল্লেখ থাকতে হবে।

Border Guard Bangladesh

বিশেষ দ্রষ্টব্যঃ

ক। কোন প্রার্থী ফৌজদারী অপরাধে আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হলে বিজিবিতে ভর্তির জন্য অযােগ্য বিবেচিত হবে।

খ। কোন প্রার্থী স্থায়ী ঠিকানা গােপন করে ভর্তি হয়েছে বলে প্রমানিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ তাকে চাকুরী হতে বরখাস্ত করা হবে।

গ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ অথবা প্রজাতন্ত্রের অন্য কোন চাকুরী হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকুরীরত অবস্থায় বহিস্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী ভর্তির জন্য অযােগ্য বিবেচিত হবে।

ঘ। ভুল এসএমএস (SMS) গ্রহণযােগ্য হবে না এবং প্রার্থীর অযােগ্যতা বলে বিবেচিত হবে।

ঙ। ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবাের্ড ও কলম সংগে আনতে হবে।

চ। কোন প্রার্থী মােবাইল ফোনসহ ভর্তির স্থানে প্রবেশ করতে পারবে না।

ছ। মাদক হইতে সাবধান। বিজিবিতে ভর্তি প্রক্রিয়ায় ডাক্তারী পরীক্ষার সময় মাদকাসক্ত ব্যক্তি নির্ণয় করার জন্য (Dope Test) করা হয়।

চূড়ান্তভাবে নির্বাচনের নিমিত্তে প্রার্থীকে লিখিত, মৌখিক, ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে) এবং ডাক্তারী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

নিয়ােগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের জন্য কোন ভ্রমন ভাতা দেয়া হবে না।

ভর্তির সময় দাখিলকৃত শিক্ষাগত যােগ্যতার সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র ও ঠিকানা পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় চাকুরী হতে বরখাস্ত করে পুলিশের নিকট সােপর্দ করা হবে।

ভর্তি সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত জানতে বিজিবি ওয়েব সাইট Visit করুন www.bgb.gov.bd

HELP DESK এসএমএস সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য যে কোন মােবাইল ফোন হতে 01769600898 নম্বরে অথবা টেলিটক মােবাইল হতে ১২১ নম্বরে কল করুন।

অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন এখানেঃ

Border Guard Bangladesh

ফেসবুকের মাধ্যমে সবার আগে সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি হওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে একটিভ থাকুন।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *