Department of the Environment job circular 2021

The Department of Environment has issued a notification to recruit manpower to fill the vacant posts in the Department of Environment. The Department of Environment will appoint 64 people in 8 posts. Candidates from all districts and all constituencies can apply for the posts. Interested candidates can apply online. You can also apply if you have interests and qualifications.

পরিবেশ অধিদপ্তরে শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বিস্তারিত নিচে দেখুন।

পরিবেশ অধিদপ্তরে

বয়স : ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান দের জন্য ৩২ বছর বয়স।

আবেদন শুরু : ১৩ জানুয়ারি ২০১৯ তারিখ সকাল ১০.০০ টা থেকে ।

আবেদন শেষ : ১৪ জানুয়ারি ২০১৯ তারিখ বিকাল, ৫.০০ টায়।

পদের নাম, সংখ্যা, যোগ্যতা ও বেতনঃ
১। পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা : ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০।
বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা

২। পদের নাম : গবেষণাগার সহকারী
পদ সংখ্যা : ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।
বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

৩। পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর।
পদ সংখ্যা : ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাশ।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ২০ ও ইংরেজিতে ২০ ।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০ টাকা।

৪। পদের নাম : নমুনা সংগ্রহকারী
পদ সংখ্যা : ০৮ টি
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা

৫। পদের নাম : স্টোর কিপার
পদ সংখ্যা : ০৪ টি
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা

৬। পদের নাম : গাড়ীচালক।
পদ সংখ্যা : ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাস।
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৭। পদের নাম : ল্যাবরেটরি এ্যাটেনডেন্ট।
পদ সংখ্যা : ১৯ টি।
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস।
বেতন স্কেল : ৮,৫০০-২০,৫৭০ টাকা।

৮। পদের নাম : অফিস সহায়ক।
পদ সংখ্যা : ১৬ টি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাশ।
বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা।

বিস্তারিত দেখুনঃ

পরিবেশ অধিদপ্তরে

নিয়োগ সংক্রান্ত শর্তাবলীঃ

১। প্রার্থীর বয়স ২৪/০২/২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বৎসর পর্যন্ত।

২। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।

৩। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজ পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

(ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি।

(খ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি।

(গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভা মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।

(ঘ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

(ঙ)মুক্তিযোদ্ধা কোটার আবেদনকারীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পিতা/মাতা, মাতামহ/মাতামহীর মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপিসহ সংশ্লিষ্ট প্রমাণক।

(চ) এছাড়া মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার সন্তানের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি করপোরেশন ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রর্থীর সংঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত সনদ পত্র।

(ছ) প্রজাতন্ত্রে কর্মে অথবা সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা/স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত ছাড়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

৪। নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রশাসনিক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১৯/০৬/২০১৭ তারিখের ৭৭২ নম্বর পরিপত্রের নির্দেশনা অনুসরণ করে মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত প্রার্থী কর্তৃক দাখিলকৃত সনদ ও তথ্য যাচাই-বাছাইয়ান্তে নিশ্চিত হয়ে নিয়োগের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

৫। যে সকল প্রার্থীর জাতীয়-পরিচয়পত্র (NID) নম্বর রয়েছে তারা আবেদনপত্রের নির্ধারিত স্থানে NID নম্বর উল্লেখ করবেন। আর যে, সকল প্রার্থীর NID নম্বর নেই সে সকল প্রার্থী NID প্রাপ্তির পর সত্যায়িত কপি জমা দিবেন।

৬। সংশ্লিষ্ট পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ আবেদনকারীর পরীক্ষা গ্রহণ করতে/তাকে প্রার্থীত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না।

৭। কোন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

৮। আবেদনকারীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডি এ প্রদান করা হবে না।

৯। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

১০। নতুন পদসৃষ্টি পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ এবং অপসারণ ইত্যাদি কারণে পদ শূন্য হলে পদসংখ্যা হ্রাসবৃদ্ধি হতে পারে।

★★আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী★★

এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছক প্রার্থী গণ http://doe.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপ:

1. Online -আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ২৩/০১/২০১৯ সকাল ১০.০০ টা।

2. Online -আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৪/০২/২০১০ বিকাল ০৫.০০ টা পৰ্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

3. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্ত ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্ত ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে
Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KBও হতে হবে।

4. Online অবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ Submit করার পূর্বে পূরণকৃত
সকল তথ্য সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

5. প্রার্থী online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
6. Online- এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবত ক্রমিক ০১ ও ০৬ নং পদের জন্য ১১২ (একশত বার) টাকা এবং ক্রমিক ০৭ ও ০৮ নং পদের জন্য ৫৬ (ছাপান্ন) টাকা। অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।

বিঃদ্রঃ Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।

প্রথম SMS:
DOE User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: DOE ABCDEF

Reply: Applicant’sName,
TK 112/. will be charged as application fee. Your PIN is 12345678 To Confirm fee Type DOEYESPIN and Send to 16222…

দ্বিতীয় SMS:
DOEYESPIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: DOE YES 12345678
Reply SMS: Congratulation Applicants Name, payment completed successfully for DOE Application for the post of
XXXXXXXXX, Use ID is (ABCDEF) and Password(******)।

7. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://doe.teletalk.combd অথরা DOE website: wwwdoe.gov.bd এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

8. Online আবেদপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

9. SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভ্যানুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন।

10. প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

11. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার
করতে পারবেন।

★★User ID জানা থাকলে★★ DOEHelpUserUser ID & Send to 16222
Example: DSS HELP USER ABCDEF

★★PIN Number জানা থাকলে★★ DOEHelpPINPIN No & Send to 16222
Example: DSS HELP PIN 12345678

12. প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

13. ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।