Dinajpur Board SSC Result Published

Dinajpur Board  SSC  Result  published

Dinajpur Board

Dinajpur Board

এস এস সি পরীক্ষার ফলাফল দেখা নিয়ে আমাদের মাঝে সৃষ্টি হয় নানান রকমের ভয়-ভীতি। যেমনঃ এসএসসি রেজাল্টের দিনে আমাদের কোন বন্ধু যদি ফোন দিয়ে বলে যে, তোর রেজাল্ট কি?

তখন আমরা একটু হতভম্ব হয়ে যাই কারণ, সে সময় আমার নিজের রেজাল্ট হাতে পায়নি আর বন্ধুকে কিভাবে বলব আমার রেজাল্ট। তারপর পাল্টা জিজ্ঞাসা থাকে সেই বন্ধুর কাছে। যে বন্ধু তুমি রেজাল্ট পাইছো।

তখন সে বলে হ্যাঁ পাইছি তখন মাথাটা আর একটু ঘুরতে শুরু করে। কারণ এখনো আমার রেজাল্ট পাইলাম না কেনো। তাইলে আমার ফলাফল কি আর ফলাফল আসছে না কেনো। সেই দিন রেজাল্ট আসতে একটু দেরি হলে আমাদের মনের মাঝে অস্থিরতা আর বেশি কাজ করে।




যেদিন টিভিতে বা অন্য কোনো মাধ্যমে শোনা যায় যে, আগামীকাল রেজাল্ট দিবে। ঠিক সেই সময় থেকে প্রত্যেক পরীক্ষার্থীর মনের মাঝে একটু অস্থিরতা কাজ করে তার পরীক্ষার ফলাফল নিয়ে। সেই চিন্তা মোহিত থাকে যে, তার ফলাফল কি হতে পারে ? আর ফলাফল আসার পর পারিবারিকভাবে তার এই ফলাফল কিভাবে গ্রহণ করবে।

ভালো হলে তো কোন কথাই নেই প্রশংসা আর মিষ্টি ছড়িয়ে পরবে আত্মীয়-স্বজন ও পরিবারের মাঝে। আর যদি রেজাল্ট একটু খারাপ হয়। তাহলে তো পারিবারিক রিএকশন এর জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে।

আরো দেখুন
 All Board Result

রেজাল্ট যাই হোক না কেন সবার আগে রেজাল্ট নেওয়ার তৃপ্তি টাই থাকে অন্যরকম। সকল বন্ধু-বান্ধবের সামনে বুক ফুলিয়ে বলতে পারা যায় তোমাদের মাঝে সবার আগে আমি রেজাল্ট নিয়েছি। কিভাবে সেই রেজাল্ট সবার আগে নিবেন সেটা জানার জন্য নিচের দেওয়া নিয়মগুলো ফলো করুন।

Dinajpur Board SSC Result Check

Go to the official website of education board

www.educationboardresults.gov.bd

Dinajpur Board

  • Select Exam Name SSC/Dakhil
  • Select Exam Year 2019
  • Select Dinajpur board
  • Enter your SSC Roll no
  • Enter your SSC Registration number
  • Fill up the box with the variable number [It will be like 8+2=10]

Press the submit button and Get Your SSC Result in details with SSC Result 2019 Markesheet.

রেজাল্ট দেখুন এখানেঃ

Search Again

The grading system of SSC/Dhakil Result 2019 Class interval letter grade, Grade point Average

Number Great-Point GPA
80-100 A+ 5.00
70-79 A 4.00
60-69 A- 3.50
50-59 B 3.00
40-49 C 2.00
33-39 D 1.00
01-32 F 00

Dinajpur board SSC Result 2019 By SMS:

Dinajpur Board

SSC <space> DIN<space> Your Roll Number <space> 2019 and send to 16222 from any Number.

Example: SSC DIN 127680 2019 SEND 16222

If you wish to induce your result additional simply. Please Comment your Roll Number, Registration Number, Passing Year & and College name. We will send your result, your inbox or comment reply.
Please Join Our Facebook Page.

বিঃদ্রঃ রেজাল্ট প্রকাশিত হওয়ার তারিখ ৬ মে ২০১৯ ।