GP To GP Balance Transfer – জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম।

GP To GP Balance Transfer – জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম।

GP To GP Balance Transfer

GP To GP Balance Transfer system:  আসসালামু আলাইকুম,
দেশ-বিডি25 এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। আশা করি, আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি ও ভালো আছি।

GP To GP Balance Transfer:

তো বন্ধুগণ আপনারা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন যে, আপনার আজকে কি শিখতে যাচ্ছেন? হ্যাঁ বন্ধু আপনি আজ গ্রামীণফোনের ব্যালান্স ট্রান্সফার করা শিখবেন। অর্থাৎ আপনি আপনার ব্যবহার করা সিমটি দিয়ে যদি কাউকে টাকা ফ্লেক্সিলোড করে দিতে চান, তাহলে আজকের এই পদ্ধতিটি অনুসরণ করলে আপনি তা খুব সহজেই করতে পারবেন।

মনে করেন আপনার সিমে এখন 100 টাকা রয়েছে, সেখান থেকে আপনি আপনার কোন প্রিয় বন্ধুকে 50 টাকা ফ্লেক্সিলোড করে দিবেন। এটি করার জন্য নিচের নিয়ম অনুসারে আপনাকে ব্যালেন্স টান্সফার এর মাধ্যমে সেটি করতে হবে। অনেক কথা বললাম এখন আর কোন কথা বলব না সরাসরি কাজে চলে যাব।

তো বন্ধুগণ চলুন দেখে আসি, শিখে আসি, নিজে শিখবো অন্যকে শেখাতে উৎসাহ দেবো। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক কিভাবে জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার করা যায়?

রেজিষ্ট্রেশন করার নিয়মঃ

জিপি টু জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য অবশ্যই আপনাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার জন্য আপনার ফোনে ডায়েল করুন *121*1500*1# এর পরে কিছু সেকেন্ড অপেক্ষা করুন।

রেজিষ্ট্রেশন সম্পূর্ণ হলে সঙ্গে সঙ্গে ফিরতি এসএমএস এ আপনাকে চার ডিজিটের একটি পিন কোড পাঠিয়ে দিবে। আর এই পিন কোড টি আপনাকে ভালো ভাবে সংরক্ষণ করে রাখতে হবে।

ব্যালেন্স ট্রান্সফারের নিয়মঃ

১। ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে আপনার ফোনের ডেয়েল বারে গিয়ে *121*1500*2#
এই কোডটি ডায়াল করুন।

2। এর পরে আপনি যে নাম্বারে আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন, সে নাম্বারটি দিন, এবং কনফার্ম করুন।

Example: 0171XXXXXXX.

GP To GP Balance Transfer

৩। এখানে যে পরিমাণ টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই পরিমাণ টাকা বসান।

GP To GP Balance Transfer

৪। এবার উপরের কাজ গুলো ঠিক ভাবে হলে, সবশেষে আপনার গোপন চার ডিজিটের পিন কোডটি দিয়ে কনফার্ম করুন।

GP To GP Balance Transfer

এবার দেখুন আপনার সেই কাঙ্খিত নাম্বারে টাকা চলে গেছে অর্থাৎ আপনার ব্যালেন্স ট্রান্সফার হয়েছে ।

বিঃদ্রঃ জিপি টু জিপি ব্যালেন্স সর্বনিম্ন ৫০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।

বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে আপনার সমস্যার কথা জানাবেন। আমি পূনরায় সেই সমস্যা সমাধানের জন্য যথেষ্ট চেষ্টা করবো।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *