GTCL job circular – গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
GTCL JOB CIRCULAR – গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
GTCL job circular : গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগে ৮ টি পদে মোট ১৭ জনকে নিয়োগ দিবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোতে আবেদন করার যোগ্যতা থাকলে আপনিও এখানে যোগ দিতে পারবেন।
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির PDF ফাইল নিম্নে দেয়া আছে। আপনি apply for a job এ ক্লিক করে এখান থেকে আবেদন করতে পারবেন।
আবেদন শুরুঃ ৭-০৭-২০১৯ তারিখ।
আবেদন শেষঃ ২৮-০৭-২০১৯ তারিখ।
পদের নাম ও পদসংখ্যাঃ
- রিসিপশনিস্ট- 2
- ক্যাশিয়ার- 2
- হিসাব সহকারী- 2
- সিনিয়র ইলেকট্রিশিয়ান- 1
- প্লান্ট অপারেটর- 1
- সিনিয়র টেকনিশিয়ান-1
- ইলেকট্রিশিয়ান- 5
- জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার- 3
অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়ঃ
(ক) ০৭-০৭-২০১৯ তারিখ সকাল ৯:০০টা থেকে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরু হবে।
(খ) ২৮-০৭-২০১৯ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে আবেদনপত্র জমাদান অবশ্যই সম্পন্ন করতে হবে।
(গ) শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘন্টা (অর্থাৎ ৩১-০৭-২০১৯ তারিখ বিকাল ৫:০০টা পর্যন্ত) SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
(ক) প্রার্থীকে Teletalk Bangladesh Ltd.-এর Web address (http://gtcl.teletalk.com.bd) অথবা গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)- এর Web address (www.gtcl.org.bd) এর মাধ্যমে GTCL কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে হবে।
উল্লিখিত ওয়েবসাইট ওপেন করলে Advertisement, Instructions for Submitting Application এবং ০৮ (আট) ক্যাটাগরী পদের জন্য নির্ধারিত Application Form (আবেদন ফরম) এর রেডিও বাটন দেখা যাবে।
Advertisement-এর রেডিও বাটন ক্লিক করলে বিজ্ঞাপন পাওয়া যাবে। ফর্ম পুরণের পূর্বে প্রার্থী এ Instruction অংশটি download করে প্রতিটি নির্দেশনা ভাল করে আয়ত্ত করে application Form-এর প্রতিটি Field-এ প্রদত্ত তথ্য/নির্দেশনা অনুসরণ করে Form পূরণ করতে হবে এবং লাল তারকা চিহ Field সমুহ অবশ্যই পূরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই দাখিল করতে হবে।
(খ) ছবি (Photo) : আবেদন ফরম (Application Form) সঠিকভাবে পূরণ সম্পন্ন হলে Application ফরমটির Preview দেখা যাবে। Preview-এর নির্ধারিত স্থানে প্রার্থীকে নির্দিষ্ট মাপের নিজের রঙিন ছবি Scan করে Upload করতে হবে।
সাদা-কালাে ছবি গ্রহণযােগ্য হবে। উল্লেখ্য, ছবির আয়তন হবে 300 x 300 Pixel (JPG Format), কোনভাবেই এর কম বা বেশী নয় এবং File size হবে সর্বোচ্চ ১০০ KB. উল্লিখিত মাপের ছবি না হলে আবেদনপত্র বাতিল হবে। সাইড ভিউ/সানগ্লাসসহ ছবি গ্রহণযােগ্য হবে না। Home Page এর Help menu তে ক্লিক করলে Photo এবং Signature সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।
(গ) স্বাক্ষর (Signature) : Application Preview তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে নিজের স্বাক্ষর Scan করে Upload করতে হবে। উল্লেখ্য, স্বাক্ষরের আয়তন হবে 300×80 Pixel (JPG Format), কোনভাবেই এর কম বা বেশী নয় এবং File size হতে হবে সর্বোচ্চ 60 KB. উল্লিখিত নির্দেশনা অনুযায়ী প্রার্থীর নির্দিষ্ট মাপের স্বাক্ষর না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
(ঘ) ঘােষণা (Declaration) : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের (application Form) ডিক্লারেশন অংশে এ মর্মে ঘােষণা দিতে হবে যে, আবেদন পত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযােগ্যতা ধরা পড়লে বা কোন অনিয়মের আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং ভবিষ্যতে GTCL কর্তৃক তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(ঙ) SMS পাঠানাের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানঃ
Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র submission সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview কপি দেখা যাবে।
নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবে। উক্ত Applicant’s copy প্রার্থীকে প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করতে হবে।
Applicant’s কপিতে একটি User ID দেয়া থাকবে এবং এ User ID ব্যবহার করে Teletalk Bangladesh Ltd. কর্তৃক SMS এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি বাবদ ১০০,০০ (একশত) টাকা জমা দিতে হবে।
GTCL JOB CIRCULAR
(i) প্রথম SMS : GTCL <space>User ID লিখে send করুন ১৬২২২ নম্বরে।
Example: GTCL PQBCR
Reply: Applicant’s Name, TK-100.00 will be charged as application fee. Your PIN is (8 digit number) 12345678.
To pay fee (পরীক্ষার ফি জমা): Type GTCL< Space>Yes<Space>PIN and send to 16222.
(ii) দ্বিতীয় SMS : GTCL<space>Yes<Space>PIN লিখে send করুন 16222 নম্বরে।
Example: GTCL YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for GTCL Application for XXXXXXXXXXXXXX User ID is (XXXXXXXX) and Password (XXXXXXXX),
“বিশেষভাবে উল্লেখ্য, আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submission করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র কোন অবস্থাতেই গ্রহণ করা হবে না”।
(চ) উপরের নির্দেশনা অনুসারে পরীক্ষার নির্ধারিত ফি জমা হলে টেলিটক হতে প্রেরিত উত্তরে প্রার্থীকে একটি User ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থী তার রােল নম্বর সংবলিত Admit Card (প্রবেশপত্র) download করে প্রিন্ট করতে হবে। এই Admit Card (প্রবেশপত্র) টি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।
(ছ) পাসওয়ার্ড মুছে গেলে বা হারিয়ে গেলে মােবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন GTCL <Space> HELP <Space> SSC Board <Space> SSC Roll <Space> SSC Year and sent to 16222
লিখিত ও মৌখিক পরীক্ষার নােটিশ প্রার্থীর মােবাইলে SMS ও GTCL-এর ওয়েবসাইট-এর মাধ্যমে জানানাে হবে।
গ্রহণযােগ্য চাকুরি প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। প্রার্থীদের সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষা গ্রহণকালে নির্ধারিত আবেদন ফরমে প্রার্থীর উল্লিখিত তথ্য প্রমাণের জন্য আবশ্যিকভাবে।
নিম্নলিখিত কাগজপত্র/সার্টিফিকেট মৌখিক পরীক্ষা সাক্ষাৎকার গ্রহণকারী কমিটি কর্তৃপক্ষের নিকট উপস্থাপন/জমা দিতে হবে।
(ক) শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে)-এর সকল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে এবং এর সকল কপি (এক সেট) জমা দিতে হবে।
(খ) সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সার্টিফিকেট।
(গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সাটিফিকেট।
(ঘ) জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র (প্রার্থী কর্তৃক চাকুরির আবেদন ফরমে যে তথ্য প্রদান করা হবে)।
(ঙ) মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকুরী প্রার্থীর পিতা মাতা এবং পিতা-মাতার পিতামাতা মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধা হিসেবে বিবেচিত হবেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্র সংখ্যা-০৩.০৭৭.০১.০৪৬.০০.০৪.২০১০-৩৫৬ তারিখ : ০৭-১১-২০১০ মােতাবেক যাদের নাম মুক্তিবার্তা পত্রিকায় প্রকাশিত হয়েছিল অথবা বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছিল অথবা যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত সনদপত্র (certificate) গ্রহণ করেছেন।
এ ক্ষেত্রে প্রমাণ হিসেবে এর মূল সনদ প্রদর্শন এবং এর সত্যায়িত কপিসহ চাকুরীপ্রার্থী মুক্তিযােদ্ধা বা শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা বা পুত্র কন্যার পুত্র-কন্যা এ মর্মে ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান বা পৌরসভা/সিটি কর্পোরেশন-এর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
(চ) উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত উপজাতীয় বিষয়ক সার্টিফিকেটের কপি জমা দিতে হবে। অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যথােপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটের কপি জমা দিতে হবে।
(ছ) বিদেশী বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশী বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) হতে ইস্যুকৃত সমমান সাটিফিকেট (equivalence certificate) মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দাখিল করতে হবে।
(জ) সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরীরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন
এবং এর কপি দাখিল করতে হবে।
(ঝ) সকল সাটিফিকেট রেকর্ডপত্র সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক অবশ্যই সত্যায়িত হতে হবে।
GTCL JOB CIRCULAR
বয়সসীমাঃ ০১-০৬-২০১৯ তারিখে বয়স (বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য হবে না)।
মুক্তিযােদ্ধা, মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা ও প্রতিবন্ধী প্রার্থী ছাড়া অন্যান্য সকল প্রার্থীর জন্য বয়স সর্বোচ্চ ৩০ বছর (জন্ম তারিখ সর্বোচ্চ ৩১-০৫-১৯৮৯ পর্যন্ত)।
মুক্তিযােদ্ধা, মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা ও প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর (জন্ম তারিখ : সর্বোচ্চ ৩১-০৫- ১৯৮৭ পর্যন্ত)।
এ নিয়ােগের ক্ষেত্রে সরকারী বিধি ও কোম্পানির চাকুরী বিধি মােতাবেক সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে।
অসম্পূর্ণ/ভুল তথ্য সংবলিতত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
কোন প্রার্থী নিয়ােগ লাভের পর তার প্রদত্ত কোন তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়ােগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিয়ােগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।
কোন প্রার্থী একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে অনাগ্রহী প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নেই।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
কোন কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়ােগকারী কর্তৃপক্ষ এ নিয়ােগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন বাতিল এবং পদের সংখ্যা হ্রাসবৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে। এ নিয়ােগর ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আরো বিস্তারিত দেখুন এখানেঃ

