Happy New Year Bangla SMS 2021 | হ্যাপি নিউ ইয়ার ২০২১

If you are looking for Happy New Year Bangla SMS 2021 or হ্যাপি নিউ ইয়ার ২০২১ then you are at the right place. In this article, we have posted about নতুন বছরের শুভেচ্ছা with SMS, Message, and Pictures.

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা (হ্যাপি নিউ ইয়ার) জানাতে আগের মতো হাতে লেখা কার্ডের দিন এখন আর নেই বললেই চলে। অন্যদিকে পাড়ার মোড়ে শুভেচ্ছা কার্ড কেনার যে চাহিদা এক সময় পরিলক্ষিত ছিলো এখন আর তা নেই । কে কতোটা কার্ড নিলো, কে কার গোপন বন্ধু, এবং প্রিয় বন্ধু।

কে কাকে কার্ড দিলো এই সব জানার ও অনন্দের দিন গুলো বর্তমান সোশ্যাল দুনিয়ায় ভিরে কেমন যেন উড়ে গিয়েছে। কারন সবাই এখন ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান Facebook, Messenger, Twitter or Whatsapp। তার মধ্যে থাকে না আন্তরিকতার ছোঁয়া। আর সেই উইশে যা থাকে তা হল শুধুই কপি-পেস্ট। এই কপি পেস্টের উইশে থাকেনা কোন আন্তরিকতার ছোয়া।

নতুন বছরের শুভেচ্ছা ২০২১

নতুন এই বছর আসতে এখনো বেশ কিছুদিন বাকি আছে। আর এরি মধ্যে অনেকেই বার্তা বা ম্যাসেজ পেতে ও পাঠাতে শুরু করেছেন। আবার অনেকেই সেগুলো ফরোয়ার্ডও করতেও শুরু করেছেন। আমি জানি আপনি এখানে কেনো এসেছেন।

আপনি এখানে এসেছেন কারন আপনার প্রিয় বন্ধু বা বান্ধবীর জন্য ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে স্টাটাস বা ম্যাসেজ প্রয়োজন। তাই আমি আপনাদের জন্য নিম্নে কিছু অসাধারণ স্টাটাস বা ম্যাসেজ দিয়েছি। তাহলে আর দেরি না করে এখনি দেখে নিন মন ছোঁয়া কিছু বার্তা। আর পাঠিয়ে দিন আপনার প্রিয়জনকে।


নতুন বছরে আরও কাছাকাছি আসব। সব ছুটি একসঙ্গে কাটাব। অনেক প্ল্যান হবে। প্রমিস।


ফুল যেমন আমাদের মনকে তাজা আর সতেজ রাখে তেমনই নতুন বছর তোমার জীবনে অনেক সুগন্ধী বয়ে আনুক। এমনই তাজা থেকো। সুন্দর হোক জীবন।


বছর যায় বছর আসে। কিন্তু রয়ে যায় অনেক স্মৃতি। শুভ হোক নতুন পথচলা। রউল অনেক অনেক শুভেচ্ছা। জীবনে আসুক এমনই নতুন কিছু। শুভ ২০২০!

হ্যাপি নিউ ইয়ার ২০২১


সব স্বপ্ন পূরণ হোক। শুভ হোক নতুন পথ চলা। নতুন বছরের অনেক শুভেচ্ছা।

New Year Bangla Message


নতুন বছরে আসুক নতুন খবর। খবরে থাকুন বছরভর। খবর দিয়েই শুরু হোক নতুন অধ্যায়ের।

নতুন বছরের শুভেচ্ছা ২০২১


নতুন বছরে জীবন পূর্ণ হোক সুখে। নিজে আনন্দে থাকুন, অপরকেও আনন্দে রাখুন। ভালো কাজে থাকুন বছরভর।


তোমার আর আমার জন্য নতুন বছরে আসছে অনেক চমক। এই বছরটা আমাদের জন্য খুব স্পেশ্যাল। অনেক কিছু পেয়েছি। আশা রাখি, আগামী বছরেও এভাবে এগিয়ে যেতে পারব। তোমার জন্য সব দিন স্পেশ্যাল হোক। অনেক ভালোবাসা।


নতুন বছরে সব ভালো হোক। সাফল্য আসুক। শান্তি আসুক। সেই সঙ্গে অবশ্যই একটা প্রেম আসুক। প্রেমময় হোক জীবন। আমার শুভেচ্ছা সব সময় রয়েছে তোমার সঙ্গে।


Bangla SMS For Happy New Year 2021

সবকিছুতেই কিছু সময় রয়েছে, কিছু সময় আসার এবং কিছু সময় যাওয়ার । আমি আল্লাহ তা’য়ালার কাছে প্রার্থনা করি, এই নতুন বছর তুমার জিবনের জিবনের সব খুশি এবং আনন্দ নিয়ে আসে। Wish You a Great Glories New Year.


আশা করি এই নতুন বছর তুমার কাছে আনন্দময় এবং খুশির সময় নিয়ে আসবে। Wish a very enjoyable New Year

নতুন বছরের শুভেচ্ছা


আনন্দময় কিছু সময় এবং উজ্জল কিছু স্মিতির মাধ্যমে তোমার নতুন বছর আলোকিত হবে। Wish you Happy New Year

নিউ ইয়ার


আল্লাহ তা’য়ালার কাছে প্রার্থনা করি যেন, আলৌকিক ভাবে তোমার সব সমস্যা দূর করে দেন। এবং তুমি যেন ঐ সব লক্ষ এবং খুশি অর্জন কর যার জন্য তুমি যোগ্য। Wish a Great and Joyfull New Year


এই নতুন বছরের মধ্যে, আমি কামনা করি যেন তুমি জীবনের সব লক্ষ্য অর্জন করতে পার, এবং জীবনের প্রতিটি পর্যায়ে সাফল্য পেতে পার, একটি সুন্দর বছর উপভোগ কর । Wish a Very Happy New Year


Happy New Year Bangla Message For Your Girlfriend or BoyFrind

এটা ক্যালেন্ডার পরিবর্তনের কিন্তু প্রতিশ্রুতি পরিবর্তনের নয়; এটি নতুন বছর তারিখগুলি পরিবর্তনের কিন্তু দিকনির্দেশনার নয়; কাজ পরিবর্তনের কিন্তু মনোভাব পরিবর্তনের নয়; এটা নতুন করে শুরু করার কিন্তু আপনজনদের ছেড়ে নয়; আপনিও প্রতিশ্রুতি বদ্ধ হয়ে সেরা নতুন বছর তৈরি করতে পারেন!


এই নতুন বছরের মধ্যে, আমি কামনা করি যেন তুমি জীবনের সব লক্ষ্য অর্জন করতে পার, এবং জীবনের প্রতিটি পর্যায়ে সাফল্য পেতে পার, একটি সুন্দর বছর উপভোগ কর।


আপনার মিষ্টি হাসি দিয়ে আপনার আশপাশ আলোকিত করুন এবং আপনার ভালো কাজের মাধ্যমে খুশির নতুন পথ তৈরি করুন । Happy New Year 2020

happy new year 2021
happy new year 2021

এই নতুন বছরে আমি তোমাকে Wish করতেছি যেন, তুমি জিবনে তুমার সব সৎ লক্ষ অর্জন করেতে পার এবং জিবনের প্রতিটি ক্ষেত্রে সফল হও, একটি সুন্দর বছর উপভোগ কর। Wish You Happy New Year.

happy new year


সবকিছুতেই কিছু সময় রয়েছে, কিছু সময় আসার এবং কিছু সময় যাওয়ার । আমি আল্লাহ তা’য়ালার কাছে প্রার্থনা করি, এই নতুন বছর তুমার জিবনের জিবনের সব খুশি এবং আনন্দ নিয়ে আসে। Wish a Great Glories New Year.


হ্যাপি নিউ ইয়ার ২০২১ এর সেরা ২০ টি উপদেশ

বর্তমানে কোন ব্যাক্তির সাথে খারাপ কথা বলা, কিংবা তার সঙ্গে খারাপ ব্যবহার করা অত্যান্ত সহজ। কিন্তু কোন পরিচিত বা অপরিচিত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা বা সম্পর্ক রক্ষা কঠিন। তাই এবারের নিউ ইয়ার রিজোলিউশনে আগের সব অভ্যাস ত্যাগ করে নতুন বছরে নতুন অভ্যাস গরে তুলুন। আর সব সময় সবার সঙ্গে ভালো ব্যবহার করুন।

নিউ ইয়ার রিজোলিউশন

নিউ ইয়ার রিজোলিউশন

প্রত্যেক ব্যাক্তির জন্য নতুন বছর মানেই নিউ ইয়ার রিজোলিউশন। নতুন বছর মানেই পুরনোকে ভুলে নতুন ভাবে সব কিছু শুরু করা। নতুন বছর মানেই নতুন ভাবনা চিন্তা। নতুন বছর মানেই জীবনের একটি পরিবর্তন। নতুন বছরে কোন ব্যাক্তির জীবনে যে যে পরিবর্তনগুলি হতে পারে, তার হিসেবেই আমরা তৈরি করে ফেলি নিউ ইয়ার রিজোলিউশনের একটি তালিকা।

new year wish


গত বছর আপনি যে রিজোলিউশন নিয়েছিলেন, তা যদি মাঝপথেই ছেড়ে দিয়ে থাকেন। তাহলে এবার আপনার প্রথম রিজোলিউশনটি হোক গত বছরের মাঝপথেই ছেড়ে আসা অর্ধসমাপ্ত কাজ গুলো শেষ করা।

নতুন বছরের শুভেচ্ছা এসএমএস


ঘুমের মাঝে স্বপ্নের ফানুস না উড়িয়ে, নতুন বছরে এমন রিজোলিউশন নিন যেন আপনি নিজেই ফানুস বানাতে পারেন। যদি এই রিজোলিউশন আপনি সম্পূর্ণ করতে পারেন তাহলে সত্যিই আপনার জীবনে পরিবর্তন আসবে।

happy new year 2021

মাঝে মাঝে নিজেই নিজেকে বিশ্লেষণ করে দেখবেন যে রিজোলিউশন বছরের শুরুতে করেছিলেন, তা কতদূর মেনে চলছেন বা করতে পেরেছেন। তাহলে নিজের কাজের গতিবিধির উপর নিজেই নজর-দারি করতে পারবেন।


আশে পাশের সবাইকে ভালোবাসতে এবং যত্ন করতে শিখুন। তাহলে সবার জন্য সমবেদনা থাকবে আপনার মনে। আর তখন আপনিও সুখে থাকবেন।


বাড়ির কাজে আপনি আপনার বাবা, মাকে সাহায্য করুন। বাবা, মা সারাদিন কাজ করছেন, আর আপনি আরামে বিশ্রাম নিচ্ছেন, এটা সমাজ কিংবা পরিবারের চোখে মোটেও ভালো নয়। তাই সবাই মিলে একসঙ্গে কাজ করুন। আর কাজ মিটে গেলে একসঙ্গে সবাই মিলে রিল্যাক্স করবেন। তাহলে দেখবেন নিজের মধ্যে অন্য রকম একটা ফিলিংস পাবেন।

happy new year 2021


আপনার পরিবারের প্রবীণদের, এবং আপনার শিক্ষাগুরু শিক্ষকদের এবং মহিলাদের কখনও অশ্রদ্ধা করা উচিত নয়। তাই সবার প্রতি শ্রদ্ধা বজায় রাখুন। আর নিজেকে সবার কাছে ভালো হিসাবে প্রতিষ্ঠিত করুন।


এবং আপনার আশে পাশে যাদের সাহায্যের প্রয়োজন, সামর্থ্য থাকলে তাদের দিকে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিন।


আপনি এবং আপনার পরিচিত কিংবা আশে পাশের যে সব মানুষের নীতিগত চরিত্র ঠিক নয়, তাদের থেকে দূরে থাকুন। মিথ্যেবাদী, অসত্‍, হিংস্র প্রকৃতির মানুষদের সঙ্গে মেলামেশা থেকে বিরত থাকুন।


আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ পরে কম পক্ষে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা ব্যায়াম করার চেষ্টা করবেন।


ভবিষ্যত্‍ নিজের জীবন ভালো ভাবে উপভোগ করার জন্য নিজেকে ফিট রাখা জরুরি। তাই প্রতিদিন ওয়ার্ক আউট করা অবশ্যক।


সময়ের কাজ সময়ে শেষ করার চেষ্টা করুন। যতোটুকু কাজ সম্পূর্ণ করতে পারবেন শুধু কতোটুকুই করুন। কারন একসঙ্গে একগাদা কাজ ধরে সবই অর্ধসমাপ্ত করে ফেলে রাখবেন না।


জীবনের প্রতি পজিটিভ অ্যাপ্রোচ রাখুন। চিন্তাভাবনা নেগেটিভ হলেই তার খারাপ প্রভাব আপনার জীবনে পড়বে।


This is the end of our article: happy new year bangla sms 2021. I hope you have find this post helpful. If then please share this post to your social media. Stay with us, Thank you and Happy New Year!

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *