Google map ব্যবহারের নিয়ম জেনে চলার পথকে আরো সহজ করে তুলুন।

Google map ব্যবহারের নিয়ম জেনে চলার পথকে আরো সহজ করে তুলুন।

Google map

Google map

আসসালামু আলাইকুম,
আশা করি, আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজ আমি আপনাদের শেখাতে যাচ্ছি কিভাবে গুগল ম্যাপের ব্যবহার করতে হয়।

Google map ব্যবহার শিখতে পারলে আপনি সহজ ভাবে পথ চলতে পারবেন। সহজ ভাবে পথ চলা বলতে আমি বুঝিয়েছি, আপনি কোথাও অপরিচিত এলাকায় গেলে যদি রাস্তা না চিনে থাকেন। তাহলে গুগল ম্যাপের সাহায্যে আপনি আপনার গন্তব্যের সঠিক রাস্তায় পৌঁছে যেতে যেতে পারবেন।

আমরা যখন কোন জায়গায় যাই আর সেই জায়গা যদি আমাদের অপরিচিত হয় তাহলে সেখানকার রাস্তা গুলো নিশ্চয়ই আমাদের অপরিচিত হবে৷ আর রাস্তা যখন অপরিচিত তখন নিশ্চয়ই আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য অন্য কোন মানুষের সহযোগিতা নিতে হয়।

এক্ষেত্রে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য এদিকে ওদিকে দেখে কোন মানুষকে জিজ্ঞাসা করি যে, ভাইয়া অমুক জায়গায় যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে। এরপর উনি রাস্তা দেখিয়ে দেয় আমরা সে রাস্তা দিয়েই যাই।

আবার ওনার দেখানো রাস্তায় যদি হয় জ্যাম। তাহলে তো আরো মছিপত, কারণ রাস্তায় জ্যাম থাকলে ৫ মিনিটের রাস্তা অতিক্রম করতে ১ ঘন্টাও লাগতে পারে। জ্যামের মধ্যে বসে থাকতে কার বা ভালো লাগে।

আর এইসব বিরক্তিকর জ্যামে ব্যাতিক্রম রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য রয়েছে আপনার এন্ড্রয়েড ফোনের গুগল ম্যাপ। এই ম্যাপের সাহায্যে আপনি সহজেই রাস্তা দেখতে পাবেন। আর সহজেই পৌছাতে পারবেন আপনার গন্তব্য স্থানে।

চলুন তাহলে দেখে আশি কি ভাবে Google map ব্যবহার করতে হয়।

এন্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ ব্যবহারের নিয়মঃ

১। আপনার ফোনের গুগল ম্যাপ অ্যাপটি প্রথমে ওপেন করুন।

২। এবার কোথাও যাওয়ার আগে সেই জায়গায় ট্যাপ করুন আর হোল্ড করে লাল পিন দিয়ে মার্ক করুন।

৩। এরপর ম্যাপে আপনার কাঙ্খিত জায়গায়র নাম দিন।

৪। তারপর পপ আপ মেনু তে মেজার ডিস্টেন্স সিলেক্ট করুন।

৫। এবার ম্যাপটি ড্র্যাগ করে কালো সার্কেলকে ডিস্টেন্সে বসান।

৬। এখন অ্যাপ থেকে একাধিক পয়েন্ট যোগ করুন।

৭। এখন স্ক্রিনের নিচে কিলোমিটার আর মাইলে মোট দুরত্ব দেখাবে।

✆ফোনের স্কিন করেও চালানো যাবে ইউটিউব।

কম্পিউটার/ল্যাপটপে গুগল ম্যাপ ব্যবহারের নিয়মঃ

১। কম্পিউটারের ওয়েব ব্রাইজারে গুগল ম্যাপ ওপেন করুন।

২। কোথাও যাওয়ার জায়গায় জুম ইন রাইট ক্লিক করুন।

৩। এবার মেজার ডিস্টেন্স সিলেক্ট করুন।

৪। এবার যেখান যাবেন সেই জায়গায় ক্লিক করুন। একাধিক জায়গায় যেতে চাইলে একাধিক পয়েন্টে ক্লিক করুন।

৫। এবার কালো দাগ ড্র্যাগন করে নির্দিষ্ট পথে যান। ম্যাপ ঐ পথের ডিস্টেন্স দেখিয়ে দেবে।

দেশ-বিডি২৫ এর প্রত্যেকটি পোস্ট প্রকাশিত হওয়ার সাথে, সাথে খুঁজে পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে একটিভ থাকুন।

আজকের এই পোস্টটি যদি আপনার উপকারে আসে বলে আপনি মনে, করে থাকেন। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী পোস্ট করার উৎসাহ বাড়িয়ে দেয়।

আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামীতে কোন না কোন টেকনোলজি বিষয়ক পোস্ট নিয়ে।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *