HSC Suggestions for ICT Subjects 100% common

When it comes to exams being creative, there is nothing to do but read board books. Many of us have read the book from the beginning to the end of our college life to the best of our ability.

আবার অনেকেই আছি যারা সম্পূর্ণ বোর্ড পড়ার সুযোগ পাইনি। বিভিন্ন কাজের ব্যস্ততায়, ইচ্ছা অথবা অনিচ্ছাকৃতভাবে ভালোভাবে পড়িনি। কিন্তু কি হবে এবার পরীক্ষা তো এসে গেছে ভালোভাবে না পড়লেও পাশ তো করতে হবে।

HSC পরীক্ষার্থীর জন্য ICT বিষয়ের শতভাগ কমন উপযোগী সাজেশন ২০২১

এজন্য এদিক-ওদিক ছোটাছুটি করি ভালো মানের একটি সাজেশন পাওয়ার জন্য। যে সাজেশন পরে আমরা ভালো রেজাল্ট না করতে, পারলেও অন্তত মোটামুটি মানের একটি রেজাল্ট করতে পারবো। কিন্তু শুধু সাজেশন পেলে কি হবে ভালো মানের রেজাল্ট অবশ্যই না।

ভালো মানের রেজাল্ট করতে হলে, আগে যা করছো তা সম্পূর্ণ ভুলে গিয়ে, সামনে তোমার পরীক্ষা এই চিন্তা মাথায় নিয়ে। তোমার হাতের কাছে যে, সাজেশনটা আছে সেটি ফলো করে অবশ্যই ভালোভাবে পড়তে হবে।

HSC

HSC পরীক্ষার্থীর প্রয়োজনীয় কিছু কথাঃ

হেলায় অবহেলায় নষ্ট করেছ অনেক সময়। কিন্তু এখন আর নয়, পরীক্ষার নেই আর বেশি দিন। সময় আছে অল্প এরই মাঝে, অবহেলিত সেই সময়ের থাকা গুচ্ছিত, পড়া গুলো পরে নিতে হবে। নিতে হবে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি। তাই আর সময় নষ্ট না করে, সময় থাকতে সময়ের মূল্য, দিয়ে ভালো ভাবে মনোযোগ দিয়ে পড়াশুনা করে ভালো রেজাল্টের প্রত্যাশী হও।

নিম্নে HSC পরীক্ষার্থীর জন্য ICT বিষয়ের একটি ফাইনাল সাজেশন দেওয়া হল। যে সাজেশন সময় থাকতেই সম্পূর্ণভাবে পড়তে পারলে পরীক্ষায় শতভাগ কমন পড়বে ইনশাআল্লাহ।

সাজেশনটা শুধুমাত্র সৃজনশীল এর জন্য। কারণ, নৈবক্তিক এ ভাল করতে হলে পুরো বই ভালো করে পড়া ছাড়া কোনো বিকল্প নেই। তবে এই সাজেশন থেকে শতভাগ নৈবিত্তিক কমন না পড়লেও পাশ করার মতো নৈবিত্তিক কমন পাওয়া যাবে ইনশাআল্লাহ।

HSC পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের জন্য শতভাগ কমন উপযোগী এই টপিকগুলো ভালো করে পড়লে যথেষ্ট।

গুরুত্ব অনুযায়ী ★★★ চিহ্ন দেওয়া আছে

১ম অধ্যায়ঃ

★ ইন্টারনেট
★ ই-মেইল
★★★ টেলি/ভিডিও কনফারেন্সিং
★★★ বিশ্বগ্রাম
★ ভার্চুয়াল রিয়ালিটি
★★ কৃত্তিম বুদ্ধিমত্তা
★★★রোবটিক্স
★ ক্রায়োসার্জারি
★★বায়োমেট্রিক্স
★ বায়োইনফরমেট্রিক্স
★★★জেনেটিক ইঞ্জিনিয়ারিং
★★★ন্যানো টেকনোলজি
★★★সাইবার ক্রাইম

২য় অধ্যায়ঃ

★★ ডেটা কমিউনিকেশন
★ ব্যান্ডউইথ
★★★ সিনক্রোনাস & অ্যাসিনক্রোনাস
ট্রান্সমিশন
★ ট্রান্সমিশন মোড
★★★ ফাইবার অপটিকেল কেবল
★★★ ওয়াই-ফাই & ওয়াইম্যাক্স
★ টপোলজি(বাস,রিং,স্টার)
★ ক্লাউড কম্পিউটিং

৩য় অধ্যায়ঃ

★★★ বাইনারি যোগ বিয়োগ
★★★ ২ এর পরিপূরক
★★★কোডিং(বিসিডি,ASCII)
★★ বুলিয় বিজগণিত
★★★ ডি মরগানের সূত্র
★★ সরলীকরণ
★★★ সত্যক সারণি
★★★ মৌলিক গেইট(AND, OR, NOT)
★★★যৌগিক গেইট(NAND, NOR, X-OR, X-NOR)
★★ NAND & NOR GATE এর সার্বজনীনতাবা
বাস্তবায়ন।
★ অ্যাডার

৪র্থ অধ্যায়ঃ

★★★ HTML
★★Tag, Text formatting
★★★ টেবিল তৈরি
★ হাইপারলিংক
★★★ইমেজ যুক্ত করা
★ ডিবাগিং
★★★ডোমেইন নেম,হোম পেজ, WWW,আইপি
এড্রেস

৫ম অধ্যায়ঃ

★★★ প্রোগ্রামের ভাষা
★★★ অনুবাদক প্রোগ্রাম(কম্পাইলার &
ইন্টারপ্রিটার)

বিঃদ্রঃ ১ম, ২য়, এবং ৩য় অধ্যায় ভালো করে পরলে ৫ টা প্রশ্ন কমন নিশ্চিত।

শেয়ার করে বন্ধুদের মধ্যে জানিয়ে ,তাদেরও পড়ার সুযোগ করে দাও।

ধন্যবাদ

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *