IPL ২০১৯ এর সময় সূচি প্রকাশিত। দুই পর্বে হবে এবার IPL

IPL ২০১৯ এর সময় সূচি প্রকাশিত হলো।

IPL
IPL এর সময় সূচি

IPL এ এবার অন্যান্য বারের মতো, পূর্নাঙ্গ সময় সূচি একসঙ্গে প্রকাশ করা হয়নি। ভারতের জাতীয় নির্বাচনের করণে, এবারের আইপিএলে দু-পর্বে সময় সূচি প্রকাশিত হবে। তার মধ্যে দেওয়া হয়েছে প্রথম পর্বের প্রথম দুই সপ্তাহের (১৭ ম্যাচ) এর সূচি।

২০১৯ সালে ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে চলছে নির্বাচনি আমেজ। এপ্রিল-মে মাসে নির্বাচন হওয়ার কথা। তাই এই নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার পর, IPL দ্বিতীয় পর্বের ম্যাচের সময় সূচি প্রকাশ করা হবে।

IPL ২০১৯ প্রথম পর্বে ঘোষিত সময় সূচিতে ২৩ মার্চ উদ্বোধনী দিনে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

IPL ২০১৯ প্রথম পর্বের প্রথম দুই সপ্তাহের সূচিঃ

তারিখ———–সময়—————-ম্যাচ
২৩ মার্চ——-রাত ৮টা ৩০——-চেন্নাই-বেঙ্গালুরু
২৪ মার্চ—–বিকাল ৪টা ৩০—-কলকাতা-হায়দরাবাদ
২৪ মার্চ——-রাত ৮টা ৩০———-মুম্বাই-দিল্লি
২৫ মার্চ——-রাত ৮টা ৩০——–রাজস্থান-পাঞ্জাব
২৬ মার্চ——-রাত ৮টা ৩০———-দিল্লি-চেন্নাই
২৭ মার্চ——-রাত ৮টা ৩০——-কলকাতা-পাঞ্জাব
২৮ মার্চ——-রাত ৮টা ৩০——–বেঙ্গালুরু-মুম্বাই
২৯ মার্চ——-রাত ৮টা ৩০—–হায়দরাবাদ-রাজস্থান
৩০ মার্চ——বিকাল ৪টা ৩০———পাঞ্জাব-মুম্বাই
৩০ মার্চ——-রাত ৮টা ৩০——-দিল্লি-কলকাতা
৩১ মার্চ——বিকাল ৪টা ৩০—হায়দরাবাদ-বেঙ্গালুরু
৩১ মার্চ——-রাত ৮টা ৩০——–চেন্নাই-রাজস্থান
১ এপ্রিল——রাত ৮টা ৩০———পাঞ্জাব-দিল্লি
২ এপ্রিল——রাত ৮টা ৩০——রাজস্থান-বেঙ্গালুরু
৩ এপ্রিল——রাত ৮টা ৩০———মুম্বাই-চেন্নাই
৪ এপ্রিল——রাত ৮টা ৩০——দিল্লি-হায়দরাবাদ
৫ এপ্রিল——রাত ৮টা ৩০——বেঙ্গালুরু-কলকাতা

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *