Jessore University of Science and Technology job circular 2019
Jessore University of Science and Technology job circular 2019
যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিন্মােক্ত পদগুলাে পূরণের নিমিত্তে বর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম, পদসংখ্যা, সর্বোচ্চ বয়স, ও স্কেলঃ
০১। সহকারী অধ্যাপকঃ
অণুজীব বিজ্ঞান বিভাগ (০১টি স্থায়ী পদ)।
বেতন স্কেলঃ ৩৫৫০০-৬৭০১০ ৳
০২ প্রভাষকঃ
ইংরেজি বিভাগ, (০২ টি পদ) ।
(০১টি স্থায়ী অধিকতর এবং ০১টি শিক্ষাছুটি যােগ্যতা জনিত অস্থায়ী)
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০ ৳
বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর। অধিক যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে শিথিল যোগ্য।
Jessore University of Science and Technology job circular 2019
শর্তাবলীঃ
আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে প্রয়ােজনীয় সকল কাগজপত্রসহ ০৪ সেট আবেদন রেজিস্ট্রার, যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশাের-৭৪০৮ বরাবরে আগামী ০৫/০৫/২০১৯খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পেীছাতে হবে।
রেজিস্ট্রারের কার্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটঃ www.just.edu.bd হতে আবেদন ফরম ও যােগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করা যাবে।
প্রার্থীকে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রের ছায়ালিপি সংযুক্ত করতে হবেঃ
(ক) শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণ সংক্রান্ত ও অন্যান্য সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র ও নম্বরপত্র।
(খ) সদ্য তােলা পাসপাের্ট সাইজের ০৩ কপি ছবি।
(গ) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।
(ঘ) নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
বয়স গণনার ক্ষেত্রে আবেদন জমার শেষ তারিখ পর্যন্ত হিসাব করতে হবে। চাকুরীতে নিয়ােজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
ক্রটিপূর্ণ/অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র (নির্ধারিত সময়ের পর) গ্রহণ করা হবে না। দরখাস্তের সাথে “রেজিস্ট্রার, যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” এর অনুকুলে অগ্রণী ব্যাংক লিঃ এর যে কোন শাখা হতে ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযােগ্য) অবশ্যই সংযুক্ত করতে হবে।
প্রত্যেক প্রার্থীকে তার প্রার্থীত পদের নাম, দপ্তর/বিভাগের নামসহ খামের উপর স্পষ্টাকারে লিখতে হবে। প্রার্থীর যােগাযােগের বর্তমান ঠিকানা লিখিত ৬/- (ছয়) টাকার ডাকটিকেট সম্বলিত দুইটি ফেরত খাম আবেদন পত্রের সাথে সংযােজন করতে হবে।