JSC রেজাল্ট এখন হাতের মুঠোয় দেখুন খুব সহজেই সবার আগে।

JSC রেজাল্ট এখন হাতের মুঠোয় দেখুন খুব সহজেই সবার আগে।

JSC রেজাল্ট
JSC রেজাল্ট

JSC রেজাল্ট এখন হাতের মুঠোয়ঃ প্রাথমিক সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল আজ সোমবার প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সোমবার দুপুর ১২ টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জেএসসি এবং জুনিয়র দাখিল জেডিসি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রেস কনফারেন্স করবেন।

দুপুর ১ টায় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করবেন।

এদিকে আবার কাল প্রধানমন্ত্রী বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আর ১ জানুয়ারি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অথবা শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন সারাদেশে একযোগে বই উৎসবের উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রী যদি উৎসবের দিন অংশ নিতে না পারেন তাহলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বই উৎসবের উদ্বোধন করবেন।

আজ সোমবার বেলা সাড়ে ১২ টায় জেএসসি পরীক্ষার ফলাফল নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট কর্ণারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠনভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এছাড়া www.educationboard.gov.bd ওয়েবসাইটে রেজাল্ট কর্ণারে ক্লিক করেও শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া ডিসি ও ইউএনওদের ইমেইলে রেজাল্ট শিট পাঠানো হবে। প্রয়োজনে ডিসি ও ইউএনওদের কাছ থেকে ফলের হার্ডকপি সংগ্রহ করতে শিক্ষকদের বলেছে ঢাকা শিক্ষা বোর্ড।

গত কয়েক বছর পঞ্চম ও অষ্টমের সমাপনীর ফল একই দিনে প্রকাশ করা হয়। সাধারণত ডিসেম্বের শেষে এই ফল ঘোষণা করা হলেও এবার ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের তারিখ থাকায় আগেই ফল প্রকাশের প্রস্তুতি নেয় দুই মন্ত্রণালয়।

PSC এর রেজাল্ট দেখার নিয়মঃ
এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (PSC) পরিক্ষা শুরু হয় ১৮ নভেম্বর এবং শেষ হয় ২৬ নভেম্বর। সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরিক্ষাতে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নিয়েছে।

খুব সহজে অনলাইনে PSC রেজাল্ট দেখতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

★ প্রথমে এই লিংকে ক্লিক করুন বা লিংক টি কপি করুন →
http://dperesult.teletalk.com.bd
★ এর পরে আপনার ফোনের যে, কোনো ব্রাউজারে কপি করা লিংক টি পেস্ট করে সার্চ করুন।
★ এর পরে নিচের স্কিন শর্ট এর মত একটি বক্স দেখতে পারে।

JSC রেজাল্ট
PSC রেজাল্ট

★ এখন Passing Year এর ঘরে ২০১৮ সিলেক্ট করুন।
★ এখন PSC পরিক্ষার প্রবেশ পত্র (admit card) এ দেয়া Student ID নাম্বার টি বক্স এর ২য় ঘর অথাৎ Student ID এর ঘরে বসিয়ে সাবমিট ( Submit ) এ ক্লিল করুন আর দেখুন আপনার কাঙ্খিত রেজাল্ট।

SMS এর মাধ্যমে PSC রেজাল্ট দেখার নিয়মঃ

★ DPE/EBT ID No. to Send 16222….

★★★প্রথমে আপনার ফোনের ম্যাসেজ অপশনে ক্লিক করুন এর পরে টাইপ করুন DPE/EBT স্পেস Student ID নাম্বার এবং সেন্ট (send) করুন 16222 নাম্বারে । প্রতি এসএমএস এ ২.৪৪ টাকা কাটবে।

★★উদাহরণ★★

★প্রাইমারি স্কুলের ছাত্র/ছাত্রী দের জন্য DPE 0000 To Send 16222…

★মাদ্রাসার ছাত্র/ছাত্রী দের জন্য EBT 1111 TO Send 16222….

JSC/JDC রেজাল্ট দেখার নিয়মঃ
প্রতি বছরের ন্যায় এ বছরে ও জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি/জেডিসি পরীক্ষা শুরু হয়, ১ নভেম্বর এবং শেষ হয় ১৫ নভেম্বর। সারা দেশে এবারের জেএসসি-জেডিসি পরিক্ষাতে অংশ নেয় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী।

খুব সহজে অনলাইনে JSC/JDC রেজাল্ট দেখতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

১। প্রথমে এই লিংকে ক্লিক করুন বা লিংক টি কপি করুন →
http://www.educationboardresults.gov.bd
২। এর পরে আপনার ফোনের যে, কোনো ব্রাউজারে এটি পেস্ট করে সার্চ করুন।
৩। এর পরে নিচের স্কিন শর্ট এর মত একটি বক্স দেখতে পাবেন।

JSC রেজাল্ট
JSC রেজাল্ট

৪। এখানে Examination এর ঘরে JSC/JDC সিলেক্ট করুন।
৫ । এখন Year এর ঘরে ২০১৮ সিলেক্ট করুন।
৬। এখানে Board এর ঘরে আপনার শিক্ষা বোর্ডে সিলেক্ট করুন।
৭। এবার Roll এর ঘরে আপনার রোল নাম্বার বসিয়ে দিন।
৮। Reg no: এর ঘরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিন।
৯। এখন ৬ নং ঘরে ৩+৮ এমন থাকবে। তবে যে সংখ্যায় থাকবে তা যোগ করে ওই ঘরে বসিয়ে দিবেন।
১০। এবার সাবমিট (Submit) করুন ।

SMS এর মাধ্যমে JSC/JDC রেজাল্ট দেখার নিয়মঃ
★★ JSC DHA 000111 2018 to send 16222

★★ প্রথমে আপনার ফোনের ম্যাসেজ অপশনে ক্লিক করুন এর পরে টাইপ করুন JSC/JDC স্পেস Board নাম স্পেস Roll স্পেস ২০১৮ লিখে সেন্ট (send) করুন 16222 নাম্বারে । প্রতি এসএমএস এ ২.৪৪ টাকা কাটবে।

★★উদাহরণ★★

★ স্কুলের ছাত্র/ছাত্রী দের জন্য JSC DIN 000111 2018 To Send 16222…

★মাদ্রাসার ছাত্র/ছাত্রী দের জন্য JDC 111000 DHA 2018 TO Send 16222….

 

ধন্যবাদ

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *