Pallisanchay Bank Job Circular 2019 – পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।

Pallisanchay Bank Job Circular 2019 – পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।

Pallisanchay Bank Job Circular 2019

Pallisanchay Bank Job Circular : পল্লী সঞ্চয় ব্যাংকে কাজ করার সদইচ্চা, আগ্রহ এবং যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। এখানে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

  • জব ক্যাটাগরিঃ Bank job
  • জব স্টাটাসঃ ফুলটাইম।
  • পদের নামঃ উপ-আঞ্চলিক কর্মকর্তা।
  • পদের সংখ্যাঃ ৩২ জন।
  • বেতনঃ ৫০,০০০ টাকা।
  • বয়সঃ ন্যূনতম ৪০ এবং সর্বোচ্চ ৫৫ বছর।

শিক্ষাগত যােগ্যতাঃ
(ক) যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতকোত্তর/সমমানের ডিগ্রী পাশ হতে হবে।

(খ) কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

অভিজ্ঞতা/যােগ্যতাঃ
ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান/প্রতিষ্ঠিত এনজিও যাদের প্রান্তিক পর্যায়ে সমিতি ভিত্তিক ঋণ/ ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কার্যক্রম রয়েছে ঐ সকল প্রতিষ্ঠানের মাঠ কার্যালয় তদারকি পদে ন্যূনতম ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিকভাবে সক্ষম যারা প্রত্যন্ত গ্রামে নিয়মিতভাবে ভ্রমণ করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন।

শর্তাবলীঃ
০১। বয়স ৩১-০৫-২০১৯ তারিখের মধ্যে ন্যূনতম ৪০ এবং সর্বোচ্চ ৫৫ বছর হবে।

০২। পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি পেতে পারে।

০৩। মাসিক সর্বমােট বেতন ব্যতীত অন্য কোন প্রকার ভাতাদি ও সুযােগ সুবিধা প্রদান করা হবে না। তবে ভ্রমণের জন্য বিধি মােতাবেক ভ্রমণ ভাতা দেয়া হবে।

০৪। মাসিক বেতন হতে নির্ধারিত হারে আয়কর কর্তণ করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

০৫। প্রার্থীদেরকে ১ (এক) বছরের জন্য সাময়িকভাবে নিয়ােগ করা হবে। তবে, চাকরি কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক বিবেচিত হলে ব্যাংকের প্রয়ােজনে চুক্তি নবায়ন করা যেতে পারে।

০৬। নির্বাচিত প্রার্থীদেরকে জেলা পর্যায়ে নিয়ােজিত করা হবে। জেলার প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত ভ্রমণে সক্ষম হতে হবে ।

০৭। প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যাবতীয় শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র, অভিজ্ঞতার এবং
সন্তোষজনক চাকরির প্রমাণাদি দাখিল করতে হবে।

০৮। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাঙ্কারের জন্য ডাকা হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোনাে প্রকার যোগাযােগ ব্যতিরেকেই বাতিল করা হবে।

০৯। প্রার্থীদের নিয়ােগ প্রদান করা বা না করার ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

বিস্তারিত দেখুন এখানেঃ

Pallisanchay Bank Job Circular 2019

অনলাইনে অবেদনের নিয়মাবলিঃ 

০২. আগ্রহী প্রার্থীকে ১৩/০৬/২০১৯ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংকের।
www.pallisanchaybank.gov.bd ওয়েবসাইটের অনলাইন সেবা প্যানেল হতে ই-নিয়ােগ বিজ্ঞপ্তিতে ক্লিক করে প্রাপ্ত আবেদন ছক যথাযথভাবে পূরণ এবং submit এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। submit করার পর প্রার্থী একটি ID নম্বর পাবেন, এর পর Ctr+P চেপে আবেদনের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করবেন।

ID নম্বরটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং নির্বাচিত প্রার্থীরা ID নম্বর এর মাধ্যমে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। অনলাইনে আবেদন দাখিলের পর ব্যাংকের ওয়েবসাইটে উল্লিখিত নমুনা ছকে আবেদন, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের সত্যায়িত কপি, ২ কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি, এনআইডি’র কপি ইত্যাদি।

১৮/০৬/২০১৯ তারিখের মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক, প্রধান কার্যালয়, রেড ক্রিসেন্ট বােরাক টাওয়ার (লেভেল-৮), ৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রােড, ঢাকা-১০০ এ ডাকযােগে পৌঁছাতে হবে। উক্ত তারিখের পর আবেদন গ্রহণ করা হবে না।

Apply For a job 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *