Postal Department new job circular 2021

Postal Department job circular Publication of new recruitment notification for 168 posts in Bangladesh Postal Department. Postmaster General’s Headquarters, Uttaranchal, Rajshahi The Bangladesh Postal Department has recently issued a recruitment circular for a total of 168 people in 9 posts. You can also join if you are eligible to apply for the posts as per the notification.

Postal Department job circular 2021 published

  • জব ক্যাটাগরিঃ সরকারি।
  • জব স্টাটাসঃ ফুলটাইম৷
  • বয়সঃ ১৮ থেকে ৩০ বছর।
  • আবেদন শুরুঃ ১৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখ।
  • আবেদন শেষঃ ০৬ অক্টোবর, ২০১৯ পর্যন্ত।

পদের নাম ও সংখ্যাঃ

উচ্চমান সহকারী-০৭

মেকানিক-০১

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-০২

পোস্টাল অপারেটর-১৪১

ড্রাফটসম্যান- ০১

ড্রাইভার( ভারী) – ০৪

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১০

পাম্প অপারেটর-০১

মিডওয়াইফ-০১

আবেদনের যোগ্যতাঃ

প্রতিটি পদে জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা ভিন্ন। পদভেদে আবেদনের যোগ্যতা,অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে।

চাকরি আবেদনের বয়সঃ

প্রার্থীর বয়স ০৬-১০-২০১৯  তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২  বছর।

আবেদনের নিয়মঃ

আগ্রহী প্রার্থীরা (http://pmgnc.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৬ অক্টোবর,২০১৯ তারিখে পর্যন্ত জমা দিতে পারবেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন এখানেঃ
postal Department job circular
postal Department job circular
postal Department job circular

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *