Postal Department job circular – ডাক অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯

Postal Department job circular – ডাক অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯

Postal Department job circular

Postal Department job circular : ডাক অধিদপ্তরে অস্থায়ীভাবে ৮ পদে মোট ১৫ জনকে নিয়োগের উদ্দেশ্যে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক অধিদপ্তর। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যোগ্যতা থাকলে, পদগুলোতে আপনিও যোগ দিতে পারেন।

যোগ্যতা সংক্রান্ত বিস্তারিতঃ

  • জব ক্যাটাগরিঃ সরকারি।
  • জব স্টাটাসঃ ফুলটাইম।
  • পদের সংখ্যাঃ ১৫ টি।
  • বয়সঃ ১৮-৩০ বছর।
  • বেতনঃ পদ অনুযায়ী।
  • আবেদন প্রক্রিয়াঃ অনলাইন।
  • আবেদন শুরুঃ ২৮ মে ২০১৯।
  • আবেদন শেষঃ ২৭ জুন ২০১৯।

পদের নাম, সংখ্যা, বেতন শিক্ষাগত যোগ্যতাঃ

১। সহকারী পরিদর্শক – ০২
বেতনঃ ১১০০০-২৬৫৯০।
শিক্ষাগত যোগ্যতাঃ
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমানের ডিগ্রী।

২। উচ্চমান সহকারী – ০৪
বেতনঃ ১০২০০-২৪৬৮০।
শিক্ষাগত যোগ্যতাঃ
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সাতক/সমমানের ডিগ্রী।

৩। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১
বেতনঃ ৯,৩০০-২২৪৯০।
শিক্ষাগত যোগ্যতাঃ
ক) যে কোন স্বীকৃত বাের্ড হতে এইচএসসি/সমমানের ডিগ্রী।

খ) কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ।

৪। কাউন্টার – ০১
বেতনঃ ৮,৮০০-২১৩১০।
শিক্ষাগত যোগ্যতাঃ
যে কোন স্বীকৃত বাের্ড হতে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৫। প্যাকার – ০২
বেতনঃ ৮৫০০-২০৫৭০।
শিক্ষাগত যোগ্যতাঃ
ক) যে কোন স্বীকৃত বাের্ড হতে এ সএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
খ) সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

৬। আর্মড গার্ড – ০৩
বেতনঃ ৮৫০০-২০৫৭০।
শিক্ষাগত যোগ্যতাঃ
ক) যে কোন স্বীকৃত বাের্ড হতে এ সএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ।

খ) অস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।

৭। অফিস সহায়ক – ০১
বেতনঃ ৮২৫০-২০০১০।
শিক্ষাগত যোগ্যতাঃ
যে কোন স্বীকৃত বাের্ড হতে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

৮। কুলি – ০১
বেতনঃ ৮২৫০-২০০১০।
শিক্ষাগত যোগ্যতাঃ
ক) অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

খ) সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বিস্তারিত দেখুন এখানেঃ  

Postal Department job circular
page no: 1
Postal Department job circular
Page no: 2