Power Grid Company Of Bangladesh Limited Job Circular 2019

Power Grid Company Of Bangladesh Limited – পাওয়ার গ্রীড কোম্পানীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ।

Power Grid Company Of Bangladesh

Power Grid Company Of Bangladesh Limited: পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড সম্প্রতি ১ টি পদে মোট ১৫০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় আবেদন করার যোগ্যতা থাকলে উক্ত পদে আপনিও যোগ দিতে পারেন।

  • জব ক্যাটাগরিঃ বেসরকারি।
  • জব স্টাটাসঃ ফুলটাইম।
  • পদের নামঃ টেকনিক্যাল এটেনডেন্ট।
  • পদের সংখ্যাঃ ১৫০ জন।
  • বয়সঃ প্রার্থীর বয়স ৩০-০৬-২০১৯ তারিখের মধ্যে ৩০ বছরের হতে হবে । তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের  ক্ষেত্রে বয়স ৩২  বছর  ।
  • আবেদন প্রক্রিয়াঃ অনলাইন।
  • আবেদন শুরুঃ ১৩-০৬-২০১৯ তারিখ।
  • আবেদন শেষঃ ৩০-০৬-২০১৯ তারিখ।

পদের নাম, সংখ্যা,শিক্ষাগত যোগ্যতাঃ

টেকনিক্যাল এটেনডেন্ট- ১৫০ জন। 

শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতাঃ
(ক) কারিগরী শিক্ষাবাের্ড হতে জেনারেল ইলেট্রিক্যাল ওয়ার্কস। ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস/ জেনারেল ইলেকট্রনিক্স/ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি/প্লাম্বিং ও পাইপ ফিটিংস এ কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি (ভােকেশনাল) উত্তীর্ণ।

অথবা

এসএসসি/দাখিল সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কারিগরী শিক্ষাবাের্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স কম্পিউটার /প্ল্যাম্বিং বিষয়ে এক বছর মেয়াদী বেসিক ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে।

(খ) প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
(গ) প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযােদ্ধা পােষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। পিজিসিবিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযােগ্য।

আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ
(১) আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরমে নির্ধারিত স্থানে ছবি (300 x 300 pixel) ও স্বাক্ষর (300 x 80 pixel) স্ক্যান করে তা সংযােজন করতে হবে।

টেলিটক বাংলাদেশ লিঃ এর ওয়েবসাইট http://pgcb.teletalk.com.bd অথবা পিজিসিবির ওয়েব সাইট www.pgcb.org.bd মাধ্যমে ১৩-০৬-২০১৯ ইং হতে ৩০-০৬-২০১৯ ইং তারিখের (রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত) মধ্যে আবেদন করা যাবে। এ্যাপেয়ার্ড (ফলাফল প্রত্যাশী) প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নেই।

(২) বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে ৫০০/- (পাঁচশত) টাকা টেলিটক বাংলাদেশ লিঃ এর যে কোন মােবাইলে এসএমএস এর মাধ্যমে ওয়েব সাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী http://pgcb.teletalk.com.bd অথবা www.pgcb.org.bd এর মাধ্যমে প্রেরণ করতে হবে।

(৩) শিক্ষা ক্ষেত্রে ৩য় শ্রেণী/বিভাগ এবং জিপিএ এর ক্ষেত্রে নূন্যতম ২.০০ এর নীচে ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়ােজন নেই।

(৪) ৩০/০৬/২০১৯ ইং তারিখে বয়স গণনা করা হবে।

(৫) চাকুরীরত প্রার্থীদের অনলাইনের জমাকৃত আবেদন এর হার্ডকপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মহাব্যবস্থাপক (পিএন্ডএ), পিজিসিবি প্রধান কার্যালয়, এভিনিউ-৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২ বরাবর প্রেরণ করতে হবে।

(৬) পাবনা ও নড়াইল জেলা ব্যতিত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুসরন পূর্বক প্রার্থী নির্বাচন করা হবে।

(৭) অনলাইন আবেদনে কোন প্রার্থী অসত্য তথ্য প্রদান করলে তার আবেদন বাতিল পূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(৮) নির্বাচিত প্রার্থীকে ০১ (এক) বৎসরের প্রবেশন সহ ০৫ (পাঁচ) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়ােগ প্রদান করা হবে। পিজিসিবি’র চাকুরী বিধি অনুযায়ী প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে চাকুরী নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্ম মূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চাকুরী চুক্তি নবায়ন করা হবে।

(৯) পিজিসিবি কর্তৃপক্ষ এই নিয়ােগ স্থগিত/বাতিল/নিয়ােগের বিষয়ে যে কোন ধরণের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে।

(১০) যে কোন ধরনের তদবীর বা ব্যক্তিগত যােগাযােগ প্রার্থীর অযােগ্যতা হিসেবে গণ্য হবে।
মহাব্যবস্থাপক (পিএন্ডএ)

আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন। 

Power Grid Company Of Bangladesh Limited Job Circular 2019

Power Grid Company Of Bangladesh Limited Job Circular 2019

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *