robi intarnet offer ২২ টাকায় ১ জিবি ইন্টারনেট দিচ্ছে রবি।
robi intarnet offer রবিতে চলছে ২২ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার।
Robi Intarnet Offer
আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভাল আছি। তাইতো আপনাদেরকে ভালো থেকে আরো ভালো রাখার জন্য আমি আজকে রবি সিমের একটি নতুন অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই অফারটি আপনি আপনার রবি সিমে যত খুশি ততবার নিতে পারবেন।
তবে রবি সিমের বর্তমান এই অফারটি নেয়ার আগে আপনি ভালোভাবে শিওর হয়ে নিবেন যে আপনার ফোনে থাকা সিমটি এবং আপনার ব্যবহৃত ফোনটি ফোর জি সাপোর্টেড কিনা। যদি ফোরজি সাপোর্টেড না হয়ে থাকে অর্থাৎ আপনার ব্যবহৃত ফোন এবং সিমটি যদি ফোরজি না হয় তাহলে এই এমবি অফারটি আপনার জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ আপনি এই এমবি অফার আপনার সিমে নিতে পারবে কিন্তু সিমটি 4G না হওয়ায় এই অফারটি ব্যবহার করতে পারবেন না।
আরো দেখুনঃ
যে অফারটি নিয়ে উপরে আলোচনা করলাম সে অফারটি হচ্ছে রবি সিমে ২২ টাকায় 1GB ইন্টারনেট অফার। এই অফার টি যতখুশি ততবার নেওয়া যাবে।
২২ টাকায় ১ জিবি ইন্টারনেট নিতে যা করতে হবেঃ
১। প্রথমেই আপনার ফোনের ব্যালেন্স চেক করে দেখুন ২২ টাকা আছে কি না।
২। আপনার ফোনে যদি ২২ টাকার অধিক ব্যালেন্স থাকে তাহলেও কোন সমস্যা নেই।
৩। কারণ এই অফারটি নেয়ার সময় সুধু মাত্র ২২ টাকাই আপনার ব্যালেন্স থেকে কেটে নেয়া হবে।
৪। এবার আপনার ফোনের ডায়েল বারে ক্লিক করুন।
৫। এখন ডায়েল করুন *123*022#
৬। এবার ডায়েল করা এই নাম্বারে কল দিন।
৭। এখন রিপ্লাই এ ক্লিক করে ১ টাইপ করে সেন্ট করুন।
৮। এখন ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়েল করুন *৩# আর দেখুন আপনার নেয়া ১ জিবি ইন্টারনেট অর্থাৎ ১০২৪ এম্বি।
বিঃদ্রঃ এই অফারটির মেয়াদ তিন দিন।
এখন আপনার ফোনের এসএমএস বক্সে গিয়ে সদ্য আশা এসএমএসটি চেক করুন। আর দেখুন রবি সিমের 22 টাকার অফার টি আপনি পেয়ে গেছেন। অর্থাৎ 1 GB ইইন্টারনেট আপনি পেয়েছেন যার মেয়াদ কাল তিন দিন।
ফেসবুকের মাধ্যমে আমাদের প্রত্যেকটি পোস্ট সবার আগে দেখতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে একটিভ থাকুন।
ধন্যবাদ
Gօod articlе. I’m dealing with many of these isѕuyes as
well.. http://hanpaijiaju.com/comment/html/?229355.html