southfreak থেকে ডাউনলোড করার সহজ উপায়।

southfreak থেকে ডাউনলোড করার সহজ উপায়।

southfreak

southfreak

আসসালামু আলাইকুম,

আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভাল আছি। টাইটেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আমি আজকে আপনাদের জন্য কি টিপস নিয়ে এসেছি।

আজকের এই টিপসে থেকে আপনি জানতে পারবেন সাউথিস মুভি সার্ভারের মাধ্যমে সব থেকে দ্রুত সময়ের মধ্যে যে, কোন নতুন ছবি বা নাটক ডাউনলোড করার উপায়, এবং কোন নতুন ছবি বা নাটক রিলিজ হওয়ার পরের দিনেই আপনার হাতে এসে পৌঁছানোর উপায়।

Also, you can check for mlsbd

আমার আজকের এই ট্রিক্স এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার প্রিয় সিনেমা আপনার প্রিয় নাটক খুঁজে পাবেন এবং ডাউনলোড করতে পারবেন খুবই দ্রুত। আমরা অনেক সময় অনেক মুভি সার্ভার দেখে থাকি। যে সার্ভার গুলোতে আমাদের কাঙ্খিত মুভি অথবা নাটক গুলো আমরা সহজে খুঁজে পাইনা এমনকি ইউটিউবে সার্চ করেও আমরা আমাদের কাঙ্ক্ষিত নাটক বা ছবি খুঁজেই পাইনা।

তাই আমার এই ট্রিক টির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত মুভি অথবা নাটক থেকে শুরু করে যে কোন কিছুই ভিডিও কিংবা অডিও খুব সহজে খুঁজে পাবেন। যে ছবিটা আজকে রিলিজ হয়েছে এই সার্ভার টির মাধ্যমে আপনি সেই ছবিটি কালকে আপনার ফোনে ডাউনলোড করে নিয়ে দেখতে পাবেন।

তাহলে চলুন আমরা সেই সার্ভারের সঙ্গে একটু পরিচয় হয়ে আসি। সার্ভারটির নাম হচ্ছে southfreak এটি সর্বপ্রথম শুরু হয় southfreak.in নামে তারপর এই সার্ভারটি southfreak.in থেকে কনভার্ট করে southfreak.co তে নিয়ে আসা হয়। এরপর southfreak.co যাত্রা শুরু করার পরে ধিরে ধিরে এর গতি ও ভিজিটর বাড়তে থাকে।

তাই সার্ভারটি ব্যবহারকারিদের সুবিধার্তে southfreak.co থেকে ট্রান্সফার করে southfreak.com এ নিয়ে আসে হয়। পরে ব্যবহার কারিদের অনুরোধে এবং মুভি সার্ভার হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করায় southfreak.com থেকে southfreak.cc তে ট্রান্সফর করা হয়। এর ফলে এই মুভি সার্ভারটির কেমন উন্নত হয়েছে তা আপনি না দেখলে বুঝতে পারবেন না।

সাইটটিতে গেলে দেখতে পারবেন অন্যান্য মুভি সার্ভারের থেকে অনেক দ্রুত এবং অনেক ফাস্ট। আর ডাউনলোড করার পদ্ধতি গুলো অন্য ওয়েবসাইটের থেকে একটু ব্যাতিক্রম তাই এই সার্ভার থেকে যেকোনো ভিডিও বা অডিও ডাউনলোড হয় সহজেই।

বিরক্তিকর এডের ঝামেলা মুক্ত ডাউনলোড করার পদ্ধতি রয়েছে মুভি সার্ভার অনলাইন ভিত্তিক এই সাইটটিতে। এছাড়া আমরা যেন আমাদের কাঙ্খিত ভিডিও গান, অডিও গান, মুভি কিংবা নাটক সহজেই খুঁজে পেতে পারি সেজন্য এর রয়েছে বিভিন্ন দেশ ভিত্তিক গান, মুভি ও নাটকের আলাদা আলাদা ক্যাটাগরি।

এছাড়া এই ওয়েব সাইটটির রয়েছে অফিসিয়াল অ্যাপ্লিকেশন যে, অ্যাপ্লিকেশনটি আমরা ইউটিউব এর মতো করে ব্যবহার করতে পারব। এই অ্যাএপ্লিকেশনটি থেকে আমারা যে কোন মুভি ডাউনলোড এর আগে তার ট্রাইল দেখে নিতে পারবো।

এই মুভি সার্ভারের ডাউনলোড স্পিড এতোই ফাস্ট, যে কোন কিছু ডাউনলোড হয়ে যায় চোখের পলকে। এই সার্ভারে এমন কোনো ছবি বা নাটক নেই যা পাওয়া যাবে না। আপনি ইউটিউব বা অন্যান্য মুভি সার্ভারে যা খুজে পাননি তা খুব সহজেই পেয়ে যাবেন এই southfreak মুভি সার্ভারটি তে৷ আপনি যা খুঁজছেন তার ক্যাটাগরি অনুযায়ী এই southfreak মুভি সার্ভারটিতে খুঁজুন তাহলে আপনি আপনার কাঙ্খিত সেই জিনিস পেয়ে যাবেন।

southfreak থেকে কোনো কিছু ডাউনলোড করার জন্য আলাদা কোন রেজিস্ট্রেশন করার ঝামেলা, বা লগইন করার কোন ঝামেলা নেই এই সার্ভারে। যে কেউ যে, কোন ব্রাউজার থেকে ব্রাউজ করতে পারবে এবং সহজেই মুভি, নাটক থেকে শুরু করে যা ইচ্ছা তাই ডাউনলোড করতে পাবেন এই সার্ভারটি থেকে।

southfreak

Download Movies From Southfreak

এই মুভি সার্ভার থেকে যে কোন কিছু ডাউনলোড করার জন্য আপনাকে তিনটি ক্লিক করতে হবে।

★ প্রথমে আপনার কাঙ্ক্ষিত সেই মুভি বা নাটক টি তে ক্লিক করতে হবে।

★ তারপর আপনার সামনে, আপনি যে মুভি বা নাটকটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই মুভি/নাটকের কিছু ইমেজ এবং কিছু তথ্য চলে আসবে।

★ সেই তথ্যগুলো দেখার পরে ইমেজের নিচে ডাউনলোড অপশন দেখতে পাবেন৷

★ এরপর সেই ডাউনলোড অপশন গুলোর মধ্যে আপনি যে ফরমটি ডাউনলোড করতে চান সেই ফরমেট এ ক্লিক করুন।

★ এর পর নতুন একটি পেজ আসবে সেই পেজটিতে লেখা গো টু ডাউনলোড নামের অপশন টিতে ক্লিক করুন।

★ এখানে ক্লিক করার পর নিচের দিকে ক্লিক হার নামের একটি অপশনট রয়েছে সেখানে ক্লিক করুন।

★ এবার 15 সেকেন্ড অপেক্ষা করতে হবে 15 সেকেন্ড অপেক্ষা করার পর আবারো গেট লিংক নামের একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন।

★ গেট লিংকে করার পরে আনলক নামের একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন।

★ আনলকে ক্লিক করার পরে ভিডিওটির দুটো ডাউনলোড লিংক বেরিয়ে আসবে।

★ সেই ডাউনলোড লিংকের যে কোন একটি তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।

অন্যান্য ওয়েবসাইটের মত এক পেজে ক্লিক করলে আরো দশটা পেজ ওপেন হবে এমন হওয়ার কোন সম্ভাবনা নেই এই ওয়েবসাইটটিতে তাই ডাউনলোড এবং ব্রাউজিং সুবিধা অন্য ওয়েবসাইটর থেকে দ্বিগুন বলা চলে।

ওয়েবসাইট সম্পর্কে অনেক কিছু জানলাম, অনেক ধারণা পেলাম। তাহলে চলুন এবার অ্যাপ সম্পর্কে কিছু জেনে আসি।

নিম্নে বর্নিত Southfreak.Com এর Feature সমূহঃ

১। যেকোন Movie এক ক্লিকে ডাউনলোড অথবা অনলাইনে Watch বাটনে ক্লিক করে দেখতে পারবেন।

২। এই অ্যাপ এ রয়েছে বিল্ট ইন ডাউনলোডার ও প্লেয়ার। আর এই কারণেই southfreak Apps থেকে আপনি চাইলে Download করতে পারবেন বা অ্যাপের মাধ্যমেই Play করে দেখতে পারবেন।

৩। এতে ব্যবহারিত হয়েছে High Speed Download Server – যার ফলে ISP অনুযায়ী আপনি ডাউনলোডে সর্বোচ্চ স্পিড পাবেন। সাথে Download Push & Resum করতেও পাবেন।

৪। অ্যাপটি Light ভার্সনে করা হয়েছে। যার কারনে আপনার Devic এ অ্যাপটি বেশী জায়গা নিবে না। southfreak Apps Size 5Mb

৫। সকল মুভির Update Printe সবার আগে এপটিতে শেয়ার করা হবে। যা সবার জন্যই উন্মুক্ত থাকবে।

৬। একই Movie একাধিক প্রিন্ট/ভার্সন ডাউনলোডের সুবিধা রয়েছে ।

৭। এই অ্যাপে একসাথে ম্যাক্সিমাম ৮টি ফাইল পর্যন্ত ডাউনলোড করার সুবিধা রয়েছে ।

৮। ডাউনলোডের সময় ইন্টারনাল এবং এক্সটারনাল এসডি কার্ড সিলেক্ট করার সিস্টেম রয়েছে।

৯। যে কোনো সমস্যা সমাধানের জন্য লাইভ চ্যাটের ব্যবস্থা রয়েছে।

১০। কান্ট্রি অনুযায়ী ক্যাটাগরিতে সার্চ অপশন রয়েছে।

১১। কোন কিছু ডাউনলোড দেয়ার আগে ট্রেলার দেখার সুবিধা রয়েছে।

১২। সকল প্রকার ফাইল Google Drive এ আপলোড হাওয়ায়, High Speed এ ডাউনলোড হয়।

১৩। HEVC মুভির বিশাল কালেকশন তো রয়েছেই। আর সাথে 480p 720p 1080p তো আছেই।

যে কোন ইন্ডাস্ট্রিজের মুভি যেমন – বাংলা, হলিউড, কলকাতা, বলিউড, কোরিয়ান,এনিমি, এনিমেশন, ইংলিশ, ওয়েব সিরিজ ফরেইন সহ নানান দেশীয় মুভি সহজেই পাওয়া যায় এখানে।

ফরেইন বা অন্য ভাষার মুভি ক্ষেত্রে সহজবোধ্য ভাবে উপভোগ করার জন্য ডাউনলোড লিংক এর সাথে রয়েছে বাংলা সাবটাইটেল।

Thanks for reading our southfreak post, thank you again.

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *