SSC Result 2019 এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত।
SSC Result 2019 এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত।
SSC Result 2019 Published: উল্লেখ্য গত ২রা ফেব্রুয়ারি ২০১৯ তারিখে একযোগে সারা বাংলাদেশে এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পরীক্ষা ২০১৯ শুরু হয়। এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২রা মার্চ ২০১৯ তারিখে। আজ ৬ মে, সোমবার ফলাফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী দীপু মনি সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি রেজাল্টের ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন।
গণভবন থেকে ফিরে দুপুর ১.০০ টায় সচিবালয়ে এসে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনের মাধ্যমে, মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি । দুপুর ২টার পর থেকে পরীক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং আমাদের দেশ-বিডি২৫ থেকে মার্কশীটসহ এসএসসি রেজাল্ট দেখতে পাবে।
পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ: ৬ মে, সোমবার ২০১৯।
এ বছর মোট অংশগ্রহনকারী পরীক্ষার্থীর: ২,১৩৫,৩৩৩ জন
SSC Result 2019
পাশের হার: সাধারণ আটটি শিক্ষা বোর্ডে ৮২.২০,মাদ্রাসা ৮৩.০৩, কারিগরিতে ৭২.২৪
এসএসসিতে এবার জিপিএ ৫ পেয়েছে ১,০৫,৫৯৪ জন ।
- ঢাকা বোর্ড
- রাজশাহী বোর্ড
- দিনাজপুর বোর্ড
- বরিশাল বোর্ড
- জেসোর বোর্ড
- কুমিল্লা বোর্ড
- চিটাগং বোর্ড
- সিলেট বোর্ড
- মাদ্রাসা বোর্ড
- টেকনিক্যাল বোর্ড
২০১৮ সালের এসএসসির পাশের পরিসংখ্যানঃ
১০ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। এর মধ্যে পাস করেছিল ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। মোট ২৮ হাজার ৫৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে এক হাজার ৫৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শত ভাগ শিক্ষার্থী পাস করেছিল। সাধারণ আটটি শিক্ষা বোর্ডের অধীন শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৭৯ দশমিক ৪০। জিপিএ ৫ পেয়েছে এক লাখ ২ হাজার ৮৪৫ জন। অন্যদিকে মাদ্রাসায় পাশের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরীতে ৭১ দশমিক ৯৬ শতাংশ।
সকল বোর্ডের রেজাল্ট সবার আগে নেয়ার সহজ পদ্ধতি দেখুন All Board Result এখানে ।
অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ, সকল বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়। কিন্তু রেজাল্টের দিন সারা দেশে একযোগে ঐ সাইটে ফলাফল দেখার চেস্টা করার ফলে সাইটের সার্ভার জাম্প হয়ে থাকে। তাই অনলাইনে ফলাফল জানা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে।
তাই স্বাভাবিক ভাবেই সবার বিকল্প পদ্ধতি খোঁজার প্রয়োজন হয়ে পড়ে। আপনারা অনেকেরই হয়তো জানা নেই ঐ ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশের সব শিক্ষা বোর্ড তাঁদের নিজস্ব ওয়েব-সাইটেও মার্কশীট সহ ফলাফল প্রকাশ করে থাকে। সেখান থেকে অপেক্ষাকৃত সহজে ফলাফল জানা যায়। আপনাদের সুবিধার্থে সকল বোর্ডের ফলাফল দেখার জন্য তাদের ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া হলোঃ
SSC Result 2019 of All Education Boards for Bangladesh :
- Dhaka Board SSC Result
- Chittagong Board SSC Result
- Rajshahi Board ssc result
- Comilla Board SSC Result
- Barisal Board SSC Result
- Jessore Board SSC Result
- Sylhet Board SSC Result
- Dinajpur Board SSC Result
- Dakhil SSC Result
- Technical(Voc) Board SSC Result
SSC result 2019 দেখুন এখানেঃ
মোবাইলে এস এম এস এর মাধ্যমে SSC Result 2019 জানার পদ্ধতিঃ
- যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে SSC।
- এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে।
- এরপর, একটি স্পেস দিয়ে আপনার রোল নম্বরটি লিখুন।
- এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2019 লিখুন।
সব শিক্ষা বোর্ড প্রথম তিন অক্ষর
- DHA = Dhaka Board
- COM = Comilla Board
- RAJ = Rajshahi Board
- JES = Jessore Board
- CHI= Chittagong Board
- BAR = Barisal Board
- SYL = Sylhet Board
- DIN = Dinajpur Board
- MAD = Madrassah Board
- TEC= Technical Board
উদাহরণ-১: SSC <স্পেস>DHA<স্পেস> 425689 <স্পেস> 2019
উদাহরণ-২: SSC DHA 425689
এবার মেসেজ টি পাঠিয়ে দিন 16222 নম্বরে।
SSC Result 2019 এর খবর সবার আগে পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন ।
About Author
admin
নিজের মাঝে থাকা বিন্দু মাত্র জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ।