Textiles Department job circular 2019 published

Textiles Department job circular 2019 Published

Textiles Department job circular

Textiles Department job circular : বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর, প্রধান কার্যালয়, ঢাকা ও এর আওতাধীন বিভিন্ন কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত সরাসরি পুরণযােগ্য স্থায়ী ও অস্থায়ী শূন্য পদের বিপরীতে বিধি মােতাবেক অস্থায়ীভাবে জনবল নিয়ােগের লক্ষ্যে নিম্নলিখিত শর্তাধীনে আগ্রহী স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

  • জব ক্যাটাগরিঃ সরকারি।
  • জব স্টাটাসঃ ফুলটাইম।
  • বয়সঃ ১৮ থেকে ৩০ বছর।
  • আবেদন প্রক্রিয়াঃ অনলাইন।
  • আবেদন শুরুঃ ২৪ শে জুলাই ২০১৯।
  • আবেদন শেষঃ ২২ শে আগস্ট ২০১৯।

পদের নামঃ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
পদের সংখ্যাঃ ২১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ।

পদের নামঃ লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট।
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাশ।
পদের সংখ্যাঃ ১ টি।

আবেদনের নিয়মাবলিঃ  

এ বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে ২৪/৭/২০১৯ তারিখ থেকে ২২/৮/২০১৯ তারিখ পর্যন্ত বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে।

সে লক্ষ্যে http://dotr.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ করে Submit করার পর Applicant কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

আবেদনপত্রে ছবি 300×300 pixel (width X height) and size not more than 100KB এবং স্বাক্ষর 300×80 pixel (width X height) and file size not more than 60 KB মধ্যে হতে হবে।

সফলভাবে দাখিলকৃত আবেদনকারীকে যে কোন টেলিটক মােবাইল নম্বর থেকে আবেদনের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ অফেরতযােগ্য সার্ভিস চার্জসহ ১১২.০০ (এক শত বার) টাকা নিম্নলিখিতভাবে পরিশােধ করতে হবে।

প্রথম SMS:
DOTR<space>USER_ID and send to 16222

Example: DOTR M27313 and send to 16222

দ্বিতীয় SMS:
DOTR<Space>YES<space>PIN ans send to 16222

অনলাইনে আবেদনপত্র দাখিল ও ফি প্রদানের পর প্রাপ্ত UserID এবং Password সংরক্ষণ করতে হবে।

এতিম/মুক্তিযােদ্ধা/মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানের সন্তান/ক্ষুদ্র নৃ-গােষ্ঠী/আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও সাধারণ প্রার্থীদের সরকারি সার্কুলার মােতাবেক কোটা অনুসরণ করা হবে।

এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন।

২২/৮/২০১৯ইং তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বৎসর এর মধ্যে হতে হবে। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা ও এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ৩২ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের নাতী/নাতনীদের ক্ষেত্রে বয়স সীমা ৩০ (ত্রিশ) বৎসর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।

সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে।

অনুমতির কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার সময় ও স্থান এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবং প্রবেশপত্র এসএমএস এ উল্লেখিত লিংক থেকে ডাউনলােড করে নিতে হবে।

অনলাইন ছাড়া আলাদাভাবে কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।

ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের সময় কোটা প্রমাণকের সকল কাগজপত্র, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রসহ সকল মূল সনদপত্র প্রদর্শন করতে হবে এবং সকল কাগজপত্র ও সনদের ফটোকপি করে এক সেট দাখিল করতে হবে।

লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।

কর্তৃপক্ষ যে কোন পর্যায়ে নিয়ােগ বিজ্ঞপ্তির শর্তের সাথে সাংঘর্ষিক আবেদনপত্র বাতিল এবং পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি কিংবা নিয়ােগ প্রক্রিয়া স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন এখানেঃ

Textiles Department job circular

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *