phone screen lock করেও এখন থেকে চালানো যাবে ইউটিউব। 

phone screen lock করেও এখন থেকে চালানো যাবে ইউটিউব।

phone screen lock :
আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের মধ্যে ইউটিউব, ব্যবহার করিনা এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। তবে হয়তোবা আমরা জানি না যে, ইউটিউবে আমাদের পছন্দের গান অথবা কৌতুক, বা প্রয়োজনীয় কোন ভিডিও প্লে করে শোনার পাশাপাশি। ফোনের প্রয়োজনীয় অন্য অ্যাপস অন করে, প্রয়োজনীয় কাজগুলো করতে পারি।

এখন আপনার প্রশ্ন থাকতে পারে। যে ইউটিউবে কোন গান প্লে করার পরে। আমরা যদি ফোন টি মিনিমাইজ করি অথবা ব্যাক বাটন চাপি, তাহলে ইউটিউব থেকে বেরিয়ে যায়। আর সেই ভিডিও টি প্লে অবস্থায় থাকে না।

আজ আমি আপনাদের মাঝে যে ট্রিকস নিয়ে এসেছি, এই ট্রিকের মাধ্যমে আপনি খুব সহ আপনার ফোনের ইউটিউব এ পছন্দ অনুযায়ী ভিডিওটি প্লে করে অন্য অ্যাপস ব্যবহার করতে পারবেন। নির্দ্বিধায় ইউটিউব এর গান শুনতে শুনতে আপনার প্রয়োজনীয় কাজগুলো আপনি করতে পারবেন।

তো অনেক কথা বললাম এখন আর কোনো কথা নয়। তাহলে চলুন দেখে আসি শিখে আসি আমাদের আজকের ট্রিক্স ইউটিউব এর গান চালু রেখে ও অন্যান্য অ্যাপস প্রয়োজনীয় কাজ করার উপায়।

এই উপায় জানার জন্য আপনাকে নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে। আপনি যদি নিচের দেওয়া নিয়ম গুলো ভালো ভাবে অনুসরণ করে কাজ করতে পারেন। তাহলে অবশ্যই আপনি ও আপনার ফোনের ইউটিউব এ কোন ভিডিও প্লে করে, ফোন মিনিমাইজ করে রাখলে, অথবা ফোন লক করে রাখলে সেই গানটি আর বন্ধ হবে না বাঁচতে থাকবে। যতক্ষণ পর্যন্ত না আপনি নিজেই গানটি অফ করে দেন অথবা আপনার ফোনের ডাটা শেষ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বাজতেই থাকবে।

নিয়োম গুলো ফলো করুনঃ

১। এই পদ্ধতিটি অন করার জন্য প্রথমে আপনার ফোনের গুগল ক্রম (Google Chorom) ব্রাউজার টি ওপেন করুন।

phone screen lock

২। গুগল ক্রম ওপেন হওয়ার পরে হোম পেজে ইউটিউব না থাকলে সার্চ বারে গিয়ে টাইপ করুন youtube.com তার পরে সার্চ করুন৷

phone screen lock

৩। সার্চের পরে ইউটিউবের হোম পেজ আসবে।

৪। এরপরে গুগল ক্রম ব্রাউজারের ডান দিকে 3ডট এ ক্লিক করুন৷

৫। 3ডটে ক্লিক করার পরে আপনার ফোনে যে পেজটি ওপেন হবে। সেই পেজের নিচের দিকে দেখুন Desktop Site নামে একটি অপশন আছে।

৬। এবার Desktop Site নামের পাশে যে, ঘরটি আছে সেই ঘরটিতে টিক(√) মার্ক দিন৷

৭। এর পর ইউটিউব থেকে আপনার পছন্দের ভিডিও টি প্লে করুন।

phone screen lock

৮। এখন আপনার ফোনের হোম বাটনে ক্লিক করে মিনিমাইজ করুন৷

৯। মিনিমাইজ হওয়ার পরে ফোনের নোটিফিকেশন বার টি টেনে নিচে নামান।

phone screen lock

১০। এখন প্লে বাটনে ক্লিক করুন, আর ইচ্ছে মতো গান শুনুন।

এভাবে আপনি সরাসরি ইউটিউবে গান অন করে। আপনি আপনার ফোন দিয়ে পছন্দের গান শুনুন পাশাপাশি, আপনার প্রয়োজনীয় কাজ গুলা করতে পারবেন।

Facebook এর মাধ্যমে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ও টেকনোলজি বিষয়ক, বিষয় বস্তু আবার আগে জানতে লাইক দিয়ে এক্টিভ থাকুন দেশ-বিডি২৫ এর সাথে। Like Our Facebook Page

ধন্যবাদ

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *